অবৈধ অস্ত্র মাদক উদ্ধারে জিরো টলারেন্স - র‌্যাব মহাপরিচালক
র‌্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জিত হয়েছে। এটি অব্যাহত থাকবে। গতকাল বিকেল ৩টায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় র‌্যাব-৬-এর আওতাধীন স্থায়ী ক্যাম্প-৪-এর উদ্বোধনকালে র‌্যাব মহাপরিচালক এ কথা বলেন। উদ্বোধনী বক্তব্যে র‌্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশ আমার অহঙ্কার—এ স্লোগান নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে তারা জোরালো ভূমিকা পালন করে আসছে। খুলনা র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীরের সভাপতিত্বে ও র‌্যাব ৬, ক্যাম্প-৪ এর অধিনায়ক ফ্লাইট লে. মেজর রাছেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, ইউএনও মেহেদী হাসান প্রমুখ।
২১ জুলাই, ২০২৩
X