মিঠাপুকুরে ব্যাংকে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট
রংপুরের মিঠাপুকুরে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে। এ সময় ব্যাংকটির অফিস কক্ষ ভাঙচুরসহ প্রায় ১৫ লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার অবস্থান। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে হঠাৎ কিশোর গ্যাংয়ের ১০-১২ সদস্য লাঠি, ছুরি, রড নিয়ে ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। তারা কম্পিউটার, ল্যাপটপ, চেয়ার-টেবিল ভাঙচুর এবং ড্রয়ার ভেঙে টাকা লুটপাট করে নেয়। শাখাটির উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বাধা দিতে গেলে তার পায়ে ছুরি দিয়ে কোপ দেয়। এ সময় তার চিৎকারে বাজারে অবস্থানরত লোকজন ছুটে এসে কিশোর গ্যাংয়ের দুই সদস্য সজীব পাহান (২০) ও কনক পাহানকে (২০) ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই কিশোর গ্যাংয়ের সদস্যরা অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। ড্রয়ার ভেঙে ১৫ লাখ টাকা নিয়ে গেছে তারা। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে তিন লক্ষাধিক টাকার মালপত্র।’ মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, তাৎক্ষণিক স্থানীয়রা ধরে দুজনকে পুলিশে দিয়েছে। তারা এখন থানা হেফাজতে আছে। এ নিয়ে মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
০৭ মে, ২০২৪

ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট চলছে : মোনায়েম মুন্না
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশারায় সারা দেশে লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। শনিবার (৪ মে) রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদল আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ক্ষমতাসীনদের সমালোচনা করে মোনায়েম মুন্না বলেন, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ-র‌্যাব সবকিছু আপনাদের (সরকার) হাতের মুঠোয়, কুক্ষিগত করে রেখেছেন সবকিছু। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে এ দেশের গণতন্ত্রকামী মানুষসহ বিএনপির নেতাকর্মীদের বন্দি করে রাখা হয়েছে। আজকে প্রতিবাদ করলেই স্থান হয় অন্ধকার কারাগারে। আর ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারণ, ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে। তিনি বলেন, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের সৈনিক সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে আবদ্ধ। তার অপরাধ তিনি একজন যোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রামে টুকু আপসহীন যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন। সরকার ভয় পেয়ে বিএনপির একের পর নেতাকে কারারুদ্ধ করছে। দেশনেত্রী খালেদা জিয়া যেমন আপসহীন নেত্রী, তেমনি আমাদের নেতাকর্মীরাও আপস করতে শিখেনি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শত শত ভাই শহীদ হয়েছে। হাজারো নেতাকর্মী পুঙ্গত্ব বরণ করেছে। কিন্তু তাতেও শহীদ জিয়ার সৈনিকরা মনোবল হারাননি। যত জেল-জুলুম আসবে, তাতে আরও শক্তিশালী হবে আন্দোলনের মাত্রা। যুবদল সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা জনগণকে প্রতারিত করে ভাওতাবাজির মাধ্যমে মানসিক আশ্রয় খুঁজছেন। এরা রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাটসহ মানুষের সহায়-সম্পদ আত্মসাৎ করে গণতন্ত্রকে কবর দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরাসরি জনগণকে প্রতারিত করেছে। নিখুঁত ধূর্ততায় জনগণের চোখে ধুলো দিয়ে বিরতিহীন ডাহা মিথ্যার আবর্তে জনগণকে প্রতিনিয়ত বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি মাহবুবুল হাসান ভুইঁয়া পিংকু, দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক করিম সরকার, সহসাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, সহআইনবিষয়ক সম্পাদক নূর আলম ছিদ্দিক সোহাগ, সদস্য সুমন, নাসিরুদ্দিন শাওন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটুসহ মহানগর উত্তর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।
০৪ মে, ২০২৪

ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট হচ্ছে : কর্নেল অলি
ঋণের নামে ব্যাংকের টাকা লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। শনিবার (৪ মে) বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। অলি আহমদ বলেন, ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট করছে। ঋণের টাকা ফেরত দিচ্ছে না। যে যা লুট করছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি। টাকা পাচারকারীদের কোনো তালিকাও প্রকাশ করেনি। অনেক ব্যাংকে নগদ টাকা নেই। বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজ পরিচালনা করছে। টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের অবস্থা খুবই করুন। এর সঙ্গে সরকারদলীয় রাজনৈতিক ব্যক্তিরাই জড়িত। টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলিখিতভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করেছে। টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীরাই শতকরা ৯০ শতাংশ ঘরবাড়ি বিদেশে করেছে। তিনি বলেন, পত্রিকায় দেখলাম শুধু ঢাকায় দৈনিক ৫০০ জন মানুষ কুকুর, বিড়ালের কামড়ে আক্রান্ত হচ্ছে, ভ্যাকসিন নেই। ডলার সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় ওষুধপত্র পাওয়া যাচ্ছে না। প্রতিনিয়তই জনগণ সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে। দুঃখের বিষয়, সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় মানুষ মারা যাচ্ছে। শেয়ার মার্কেটে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শেয়ার মার্কেট দরবেশরা ইচ্ছা অনুযায়ী লুটপাট করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ আইএটিএ-এর। আইএটিএভুক্ত বিমান পরিবহন সংস্থাগুলোর নিকট পাওনা দাঁড়িয়েছে ৩২ কোটি ৩০ লাখ ডলার। এই পাওনা পরিশোধ না করলে, বাংলাদেশে আন্তর্জাতিক বিমানগুলো নামবে কিনা সন্দেহ আছে। গ্যাসের অভাবে অনেক কারখানা বন্ধ। ফলে শ্রমিকেরা অনেকে বেতন পাচ্ছে না। ব্যাংকের দেনা পরিশোধ হচ্ছে না। যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, মালিকরা সর্বস্বান্ত হচ্ছে। অলি বলেন, বর্তমান সরকারের আমলে চট্টগ্রাম, চন্দনাইশ, পটিয়া, সীতাকুণ্ডু, মিরসরাই, ফটিকছড়িসহ অনেক জায়গায় পাহাড় কেটে ইটের ভাটা বানাচ্ছে এবং বসতি স্থাপন করছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। ডলার সংকটের কারণে কাঁচামালের আমদানি করা সম্ভব হচ্ছে না, ফলে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের দাম সরকার কয়েক দফা বৃদ্ধি করায় উৎপাদন খরচ বেড়েছে, ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, পত্রিকায় দেখলাম- গোপালগঞ্জের একজন নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ৫৯০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছে। এ টাকাগুলো সবই দুর্নীতির টাকা। ইদানিং পত্রপত্রিকায় সরকারি দলের অনেক রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সরকার এবং দুদক নীরব। জনগণ অসহায়। বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে দেউলিয়া। সহসাই উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং যুবসমাজ এবং দেশের সর্বস্তরের জনগণকে আবেদন করব, দেশকে এই অসহনীয় অবস্থা থেকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করুন। অন্যথায় দেশের অবস্থা আরও ভয়াবহ হতে পারে। যার দায়-দায়িত্ব সবাইকে বহন করতে হবে। দেশীয় উদ্যোক্তাদের অনুরোধ করব- দেশীয় গুণগত, মানসম্মত পণ্য উৎপাদনে এগিয়ে আসুন। এতে করে বিদেশিদের ওপর নির্ভরশীলতা কমে যাবে। একে অপরের দিকে তাকিয়ে বসে থাকলে চলবে না। সংবাদ সম্মেলনে এলডিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
০৪ মে, ২০২৪

লুটপাট লুকাতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা: রিজভী
লুটপাটের তথ্য লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ব্যাংকে লুটকারীরা হচ্ছেন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী না হলে তাদের ঘনিষ্ঠজন। এ লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পান, এ কারণে ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। পরে বিকেলে কার্যালয়ের সামনে তাঁতী দলের উদ্যোগে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজভী। তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা খান বাবলু।
২৯ এপ্রিল, ২০২৪

লুটপাট লুকাতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা : রিজভী
ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের দুর্নীতি, লুটপাট লুকিয়ে রাখার জন্যই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তি‌নি ব‌লেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নাকি প্রবেশ নিষেধ। কেন? ব্যাংকে কত টাকা লুট হয়েছে? এই লুটকারীরা হচ্ছে আওয়ামী লীগের এমপি-মন্ত্রী নাহলে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন। এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পায় এই কারণে ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধ করেছে।  রোববার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএন‌পির কার্যল‌য়ের সাম‌নে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল ও আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শে‌ষে এক সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন। রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির লোকজন, যারা সত্যের পথে কথা বলে তারা আজ কারাগারে। যারা ব্যাংক ডাকাতি করছে লুটপাট করছে নদী-নালা খাল-বিল দখল করছে অন্যায়-অবিচার দুর্নীতি করছে তারা আজ দুর্দান্ত প্রতাপে সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন এটা প্রমাণিত।  এই সরকার ক্ষমতায় থাকলে তারা দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দিবে মন্তব্য করে তিনি বলেন, এই সরকার লুটপাটের সরকার। দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দেবে।  রিজভী বলেন, এই খরতাপে আগুনের মতো পরিবেশে আপনারা আপনাদের কণ্ঠকে উচ্চারিত করেছেন এ রকম যে ,কোনো প্রতিকূল পরিবেশে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার আগ পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে। রিজভী আরও বলেন, আওয়ামী লীগ এ দেশে চিরদিনের জন্য বাকশাল কায়েম করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সওগাত উল ইসলাম সগির, আশরাফ উদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২৮ এপ্রিল, ২০২৪

কৃষক খুনের ঘটনায় থামছে না ভাঙচুর ও লুটপাট
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্রামে গত ১৩ জানুয়ারি কৃষক ওলিয়ার রহমান মোল্যা (৭১) খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটিয়া গ্রামে বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং মাছের ঘের লুটপাটের মহোৎসব শুরু হয়েছে। এসব ঘটনায় লোহাগড়া থানা পুলিশ বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশের কোনো পদক্ষেপে আতঙ্কগ্রস্ত মানুষজন আশ্বস্ত হতে পারছেন না।  ক্ষতিগ্রস্তরা জানান, গত ১৩ জানুয়ারি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্রামে ওলিয়ার রহমান নামের একজন বৃদ্ধ খুন হয়। এ খুনের ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ মার্চ চরমাওলী গ্রামের মৃত জাকু মোল্যার ছেলে মো. ইসলাম মোল্যার নেতৃত্বে একই গ্রামের জসিম, সোহাগ, তরিকুল, রমজান, সাফায়েত, রুবেল, সবুজ, নুরুন্নবীসহ আরও ২০-২৫ জনের একদল ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র হ্যামার, লোহার রড, রামদা, বল্লম নিয়ে লুটিয়া গ্রামের মোস্তফা কামাল ওরফে ওকিলের ছাদ করা পাকা বাড়ি ও শাফি খানের আধাপাকা টিনের বাড়ি লুটপাট করে ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়। এ ঘটনায় ওই দুই পরিবারের প্রায় কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়।  এরপর ওই একই সন্ত্রাসীদের নেতৃত্বে ২১ এপ্রিল রাতে জিকু বিশ্বাসের আধাপাকা টিনের বাড়ি লুটপাট শেষে ভেঙে গুড়িয়ে দেয়। সর্বশেষ ২৪ এপ্রিল রাতে নড়াইল জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. ফিরোজ শেখের বসত বাড়িতে লুটপাট ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে ভুক্তভোগী ইউপি সদস্য ফিরোজ শেখ জানান, এতে কমপক্ষে তার ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফিরোজ শেখ আরও জানান, ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বিল্ডিং ভাঙার যন্ত্রপাতি হ্যামার, লোহার রড, রামদা ফেলে রেখে পালিয়ে যায়।  ফিরোজ শেখ গণমাধ্যমকর্মীদের বলেন, ওলিয়ার রহমান যেদিন খুন হয়, সে সময় আমার ওপেন হার্ট সার্জারির জন্য আমি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। চিকিৎসাধীন সব তথ্য প্রমাণ আমার নিকট এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিকটও রয়েছে। তবুও হিংসাত্মকভাবে ওই খুনের মামলায় আমাকে আসামি করা হয়। যেটি আমার জন্য কষ্টের ও বেদনাদায়ক। তিনি আরও বলেন, চরমাওলী গ্রামের মৃত জাকু মোল্যার ছেলে যুবদল নেতা ইসলাম মোল্যার নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী বুধবার (২৪ এপ্রিল) আমার বাড়িতে হামলা চালায়। তখন ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়। এ ছাড়া ওলিয়ার রহমান খুন হওয়ার পর থেকে লুটিয়াসহ চর দিঘলিয়া গ্রামের আরও তিন-চারটি বাড়িতে লুটপাট ও ভাঙচুর করে ব্যপক ক্ষয়ক্ষতি করেছে। তিনি আরও বলেন, অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভয় ও আতঙ্কে পুরুষরা বাড়ি ঘরে ফিরতে পারছেন না, এই সুযোগ কাজে লাগিয়ে সন্ত্রাসীরা চাঁদাবাজী, ভাংচুর ও লুটপাটের মতো ঘটনা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। এসব মানুষেরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য এলাকার শান্তি কামনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।  এ বিষয়ে যুবদল নেতা ইসলাম মোল্যার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, এসব ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে। আসামিরা পালিয়ে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। আসামিরা যতই ধুরন্দর হোক না কেন ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে। ওই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশ তৎপর রয়েছে।
২৫ এপ্রিল, ২০২৪

আ.লীগ লুটপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করেছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিলেন। আজকে দেশের অর্থনীতিকে লুটতরাজ করে ভঙ্গুর করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।    তিনি বলেন, প্রতিদিন দ্রব্যমূল্য বেড়েই চলছে। আদা, রসুন ও পেঁয়াজ ডলারের দামে আমদানি করতে হচ্ছে। মানুষ পেটভরে ভাত খেতে পারছে না। আজকে সন্তান বিক্রি করে পেট চালাতে হচ্ছে।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ দিন ধারাবাহিক কর্মসূচির প্রথমদিনে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি, স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।   রিজভী বলেন, প্রধানমন্ত্রী এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছেন। আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছেন না। মন্ত্রী-এমপিদের ভাই, শালা, ভাগিনা, ভায়রাদের কারণে জিম্মি স্থানীয় জনগণ। প্রতিটি সংসদীয় এলাকায় এমপিরাজ তৈরি হয়েছে। তাও ডামি এমপি। আজকে ডামি এমপির স্ত্রী, শ্যালক, ভাই দিয়ে সৃষ্টি করা হচ্ছে এমপিরাজ। এমপি রাজত্বের কারণে জিম্মি গোটা এলাকা।  তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বারবার বলেছেন, কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবেন না, কিন্তু গণবিরোধী প্রধানমন্ত্রী গণবিরোধী প্রজেক্ট করেছেন। বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা গলাচিপা, বাউফলে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। রিজভী বলেন, ফরিদপুরে ছাত্রলীগের সভাপতির কাছে দুই হাজার কোটি টাকা, সমাজকল্যাণ মন্ত্রীর ভাই নাকি ১৫ হাজার কোটি টাকা অর্জন করেছে। এই আলাদীনের চেরাগ কই থেকে আসলো। কানাডা, দুবাই, মালয়েশিয়া এত বাড়ি-ঘরের মালিক কীভাবে হলেন? একসময় আজিমপুর কবরস্থানে যেতে হবে সেটা তারা ভুলে গেছেন।  ওবায়দুল কাদের প্রসঙ্গে রিজভী আরও বলেন, সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছেন বিএনপির কর্মসূচির দিন কেন আপনারা পাল্টা কর্মসূচি দেন? তিনি বললেন, বিএনপিকে মানসিকভাবে বাধা দেওয়ার জন্য আমরা পাল্টা কর্মসূচি দেই। এতেই প্রমাণিত হয় যে, ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে।  ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সারাদেশ আগুনে পুড়ছে, মানুষ অভুক্ত আছে। আর প্রধানমন্ত্রী বলে কোনো অসুবিধা নেই। মানুষ খুব ভালো আছে। জনগণের কোনো কষ্টই তাদের গায়ে লাগে না। কারণ, সাধারণ মানুষকে তাদের চোখে পড়ে না। তিনি শুধু দেখেন মুজিব কোট। আজকে এক টাকার কাজ করা হচ্ছে একশ টাকায়। বাকি ৯৯ টাকা খরচ হয় মুজিব কোটের পেছনে। মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, সরকারের সবাই এসিতে ঘুমান তাই জনগণের কষ্ট তাদের উপলব্ধি হয় না। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই মানুষের কষ্টে এদের কিছু আসে যায় না। এদের লক্ষ্য শুধু বিএনপিকে দমন করা আর লুটপাট করা। তাই এ থেকে জাতিকে রক্ষা করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক মো. মোহন, হাজী মনির হোসেন, সদস্য দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু প্রমুখ।
২৫ এপ্রিল, ২০২৪

মারাঠা বর্গীদের মতো দেশে লুটপাট চলছে : বিএসপিপি 
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, দেশে মারাঠা বর্গী পড়েছে। আওয়ামী মারাঠা বর্গীরা আজ দেশ লুটেপুটে খাচ্ছে।  শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগরে স্থানীয় বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  গনি চৌধুরী বলেন, মারাঠা বর্গীরা যেভাবে এ অঞ্চলের সম্পদ লুট করত, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালাত, ঠিক একই কাজ আজ আওয়ামী লীগ করছে। তারা এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে। শুনে অবাক হবেন, আওয়ামী লীগ সরকারের সাবেক এক মন্ত্রী লন্ডনে আড়াইশ’ বাড়ির মালিক। দেশে বিলাসবহুল অসংখ্য বাড়ি-গাড়ি দেখবেন- এসবের মালিক আওয়ামী লুটেরা গোষ্ঠী। তিনি বলেন, জনগণের সম্পদ লুট করে একদিকে আওয়ামী লুটেরা গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাচ্ছেন আর অন্যদিকে সাধারণ মানুষ আজ অর্থাভাবে কিডনি বিক্রি করছে, সন্তান বিক্রি করে সংসারের খরচ চালাচ্ছে। এই লুটেরা গোষ্ঠীর হাত থেকে দেশ উদ্ধার করা না গেলে দেশের মানুষ নিঃস্ব হয়ে পড়বে। ফটিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি কর্নেল (অব.) আজিম উল্লাহ চৌধুরী বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপি নেতা সারোয়ার হোসেন, ইদ্রিস মিয়া ইলিয়াস, সারোয়ার উদ্দিন মেম্বার, নুরুদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইলিয়াস মেম্বার, সেলিম মাস্টার, রায়হানুল আনোয়ার রাহী, জাহেদ মেম্বার, মুহাম্মদ জসিম, এরশাদ উল্লাহ, এম মোর্শেদ হাজারী, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, ইব্রাহীম বিজয়, নাছির শিকদার, মঈনুল্লাহ উজ্জ্বল, ডা. হোসেন প্রমুখ।  কাদের গনি চৌধুরী বলেন, দেশে বর্তমানে যে দুঃশাসন কায়েম হয়েছে তাতে রাজনীতি করার গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে। আজ্ঞাবাহী প্রশাসন যন্ত্রকে অপব্যবহার করে ক্ষমতাসীন গোষ্ঠী দেশে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলেছে। করোনা মহামারিসহ রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতেই সরকার অমানবিক ও নিষ্ঠুরতার আশ্রয় নিয়েছে। আওয়ামী কর্তৃত্ববাদী সরকার দেশকে এক ভয়াবহ অরাজকতার অন্ধকার গহ্বরে ঠেলে দিয়েছে। সমগ্র দেশটাই এখন বন্দিশালায় পরিণত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাসী নয়। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র তো আওয়ামী লীগ বিশ্বাস করে না। তাদের গণতন্ত্র হলো 'আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব'। ১৯৭৫ সালে সকল দল বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তারাই প্রতিষ্ঠা করেছিল। বাকশালী নীতি থেকে আওয়ামী লীগ সরে আসেনি উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে একদলীয় শাসন চলছে। কেউ কথা বলতে পারে না। আজকে যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদদের মতো কথা বলেন, যখন জজরা শপথবদ্ধ রাজনীতির কথা বলেন, তখন আমরা সাধারণ মানুষেরা কোথায় যাব, কার কাছে যাব? আজিম উল্লাহ চৌধুরী বাহার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা বিদেশি শক্তি ও অস্ত্রের জোরে ক্ষমতায় আছে।
১২ এপ্রিল, ২০২৪

সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য ‘সরকারের ব্যর্থতা আড়ালে ধূম্রজাল সৃষ্টির অপকৌশল’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘পুলিশ-র্যাব, আইনশৃঙ্খলা, নিরাপত্তা বাহিনী সবই আপনাদের। আর আপনি (ওবায়দুল কাদের) বলছেন যে, বিএনপি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ওবায়দুল কাদের সাহেব, আপনি যতই চিৎকার করেন, দেশবাসীর কাছে এটি প্রমাণিত যে, আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট। আপনি এসব কথা বলে এখন যে দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, নিম্নআয়ের মানুষ একেবারে ধুলার মধ্যে মিশে গেছে। আপনি এগুলো আড়াল করতে চান এসব কথাবার্তা বলে... ধূম্রজাল সৃষ্টি করে এতে কোনো লাভ হবে না। জনগণ সবই জানে, জনগণ সবই দেখছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘বিএনপির নেতারা তো কেবল জেলখানা থেকে বেরোচ্ছেন, এখনো শত শত নেতাকর্মী কারাগারে। আর সিন্ডিকেটের মতো এরকম প্রভাবশালী চক্র এটা যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া যে হয় না; শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে এটা প্রমাণিত। কারণ, একটা পৃষ্ঠাপোষকতা লাগে, ক্ষমতার একটা ছায়া লাগে, তখনই সিন্ডিকেটবাজরা দূরন্ত গতিতে ছুটতে থাকে।’ শিক্ষাপ্রতিষ্ঠানে ইফতার মাহফিলে হামলায় ক্ষোভ জানিয়ে রিজভী বলেন, কোনো কিছু সামাল দিতে না পেরে সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানের ইফতার ভাঙার কর্মসূচিতে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখনই তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতির ওপর আঘাত হানে এবং আলেম সমাজের ওপর নিপীড়ন নেমে আসে। এর কারণ প্রভুদের খুশি করা। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও অধ্যাপক মামুন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৬ মার্চ, ২০২৪
X