গিগাবাইটের এআই পরিচালিত ল্যাপটপ বাজারে
গেমার এবং প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য গিগাবাইট দেশে পাঁচটি ল্যাপটপ নিয়ে এসেছে। এর মধ্যে দুটি এআই ফিচার সংবলিত। এআই পরিচালিত অরাস গেমিং ১৬এক্স একেজি ও অরাস গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপ দুটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ জেনারেশন কোর আই৭ প্রসেসর এবং জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮জিবি জিডিডিআর৬ এবং জিফোর্স আরটিএক্স ৪০৭০ ৮জিবি জিডিডি গ্রাফিক্স কার্ড। এ ছাড়া গিগাবাইট জি৫ এমএফ৫ এবং জি৫ কেএফ৫ নামে আরও দুটি ১৩ জেনারেশন কোর আই৭ প্রসেসরের ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ডিজাইনারদের জন্য বিশেষভাবে গিগাবাইট নিয়ে এসেছে এইআরও ৪৪ ওএলইডি মডেলের ল্যাপটপ।
৩০ এপ্রিল, ২০২৪

বাজারে গিগাবাইটের এআই পরিচালিত ইন্টেল ১৪ জেনারেশন ল্যাপটপ
গেমার এবং প্রযুক্তি ব্যবহার কারীদের জন্য চিন্তা করে গিগাবাইট দেশের বাজারে ৫টি ল্যাপটপ নিয়ে এসেছে। যার মধ্যে বিশেষ ২টি হচ্ছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর ল্যাপটপ ।   গেমার এবং ডিজাইনারদের জন্য এ এআই পরিচালিত Aorus Gaming 16X AKG এবং Aorus Gaming 16X ASG ল্যাপটপ দুটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ জেনারেশন কোর i7 প্রোসেস এবং GeForce RTX 4060 8GB GDDR6 গ্রাফিক্স কার্ড ও GeForce RTX 4070 8GB GDDR6 গ্রাফিক্স কার্ড। এ ছাড়া Gigabyte G5 MF5 এবং G5 KF5 নামে আরও দুইটি ১৩ জেনারেশন কোর i7 প্রসেসরের ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে । ডিজাইনারদের জন্য বিশেষভাবে গিগাবাইট নিয়ে আসলো Aero 14 OLED মডেলের ল্যাপটপ, যা দেখতে খুবই আকর্ষণীয় ও উন্নতমানের ।   স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড একমাত্র পরিবেশক হিসেবে দেশের বাজারে সব অথরাইজড ডিলার পয়েন্টে ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য সরবরাহ করবে।
২৯ এপ্রিল, ২০২৪

সরকারি ল্যাপটপ বন্ধক রেখে টাকা ধার নিল দপ্তরি
সরকারি ল্যাপটপ বন্ধক রেখে টাকা ধার নেওয়ার অভিযোগ উঠেছে শরীয়তপুর গোসাইরহাট উপজেলার ২৭নং দাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে। স্কুলের দপ্তরি সাকিবুল ঢালী ভোগকাঠী গ্রামের হুমায়ুন বেপারীর কাছে ল্যাপটপটি বন্ধক রাখেন বলে অভিযোগ উঠেছে।  রোববার (১৮ ফেব্রুয়ারি) স্কুলে ল্যাপটপ না দেখতে পেয়ে এ ঘটনা জানাজানি হয়। পরে পাওনাদার হুমায়ুন বেপারীকে টাকা পরিশোধ করে ল্যাপটপ উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৭নং দাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অনলাইনের কাজের জন্য সরকার থেকে ২টি ল্যাপটপ দেওয়া হয়েছে। কম্পিউটারের সকল কাজ দপ্তরি সাকিবুল করে তাই দুটি ল্যাপটপ তিনি তার বাসায় নিয়ে যান। তবে এর মধ্যে একটি এইচপি ব্রান্ডের ল্যাপটপ বন্ধক রেখে তিনি স্থানীয় হুমায়ুন বেপারীর কাছ থেকে টাকা ধার করেন। স্কুল কর্তৃপক্ষ কেউ এ বিষয়ে অবহিত ছিলেন না। এরই মধ্যে ঘটনাটি জানাজানি হয়ে যায়। হুমায়ুন বেপারী জানান, একটি ব্যাগসহ ল্যাপটপ নিয়ে এসে আমার কাছে টাকা ধার চায় সাকিবুল। স্কুলের ল্যাপটপ দেখে প্রথমে রাজি হইনি। পরে অল্প সময়ে টাকা পরিশোধ করে দেবে বলে অনেক অনুরোধ করলে আমি সাড়ে চার হাজার টাকা সাকিবুলকে দেই। এরপর দুই মাস পর রোববার স্কুলের প্রধান শিক্ষিকা টাকা দিয়ে  ল্যাপটপটি আমার কাছ থেকে ছাড়িয়ে স্কুলে নিয়ে যান।  অভিযুক্ত দপ্তরি সাকিবুল বিষয়টি অস্বীকার করে বলেন, আমি আমার ব্যক্তিগত ল্যাপটপ বন্ধক রেখেছি। স্কুলের ল্যাপটপ আমার বাসায় ছিল।  বিষয়টি এড়িয়ে গিয়ে প্রধান শিক্ষক নাসরিন সুলতানা বলেন, সব মিটমাট হয়ে গেছে। ল্যাপটপ দপ্তরি সাকিবুলের কাছেই থাকত। তার কাছ থেকে ফেরত নিয়ে স্কুলে রাখা হয়েছে। গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান কালবেলাকে বলেন, দপ্তরি সাকিবুল স্কুলের আইটি কাজগুলো করে। তাই স্কুলের ল্যাপটপ সেই ব্যবহার করে। তাছাড়া ওর ব্যক্তিগত ল্যাপটপ রয়েছে। স্কুলের ল্যাপটপ স্কুলের আলমিরাতেই রক্ষিত আছে।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

সিইএসে আসুসের গেমিং ল্যাপটপ
আসুস ‘রিপাবলিক অব গেইমারস (আরওজি)’ এ বছর বাজারে আনছে নতুন গেমিং ল্যাপটপ। গেমিংয়ে রিয়েলিটি : জেফাইরাস সিরিজের জি১৪ ও জি১৬ আপগ্রেডে একই সঙ্গে আছে প্রযুক্তি, পারফরম্যান্স এবং ডিজাইন। প্রসেসর হিসেবে জি১৪ ল্যাপটপে রয়েছে এমডি রাইজেন৯ এবং জি১৬-এ রয়েছে ইন্টেল কোর আই৯ প্রসেসর ১৮৫এইচ পর্যন্ত। দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স জিপিইউ। ল্যাপটপগুলো পাওয়া যাবে একলিপ্স গ্রে ও প্লাটিনাম হোয়াইট কালারে। জি১৪ ১.৫ সেমি পুরু এবং ওজন ১.৫ কেজি। জি১৬-এর পুরুত্ব ১.৪৯ সেমি, ওজন ১.৮৫ কেজি। ল্যাপটপগুলোতে আরওজি নেবুলা ডিসপ্লে ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। জি১৪-এর ডিসপ্লে রেজল্যুশন ৩কে, রিফ্রেশ রেট ১২০ হার্জ। জি১৬-এর ডিসপ্লে রেজল্যুশন ২.৫ কে, রিফ্রেশ রেট ২৪০ হার্জ। গেমিং পাওয়ার হাউস : এ বছর আসছে আরওজি স্ট্রিক্স স্কার সিরিজের ১৬ এবং স্কার ১৮ ল্যাপটপ। এতে আছে ইন্টেল কোর আই৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। এর থার্মাল ডিজাইনে সিপিইউ আর জিপিইউতে রয়েছে কন্ডাক্টনট এক্সট্রিম লিকুইড মেটাল এবং ট্রাই-ফ্যান প্রযুক্তি। ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮ ইঞ্চির মিনি এলইডি, যা মূলত আরওজি নেবুলা এইচডিআর ডিসপ্লে। এর রেজল্যুশন ২৫৬০ বাই ১৬০০, রিফ্রেশ রেট ২৪০ হার্জ। আছে কোয়াড-স্পিকার ডলবি অ্যাটমস অডিও ফিচার। স্ট্রিক্স ভ্যারিয়েন্ট : আরওজি স্ট্রিক্স জি১৬ ও জি১৮ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৮০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। স্ট্রিক্স জি সিরিজটির ডিসপ্লে ১৬ ইঞ্চি ও ১৮ ইঞ্চি যার রেজল্যুশন ২৫৬০ বাই ১৬০০, রিফ্রেশ রেট ২৪০ হার্জ। ডলবি ভিশন এইচডিআর সঙ্গে এর আরওজি নেবুলা ডিসপ্লে থাকায় এর ভিজ্যুয়াল দারুণ। আছে ডলবি অ্যাটমস অডিও। গেমার-ফ্রেন্ডলি ফিচারের মধ্যে রয়েছে প্রশস্ত টাচপ্যাড, অ্যারো-কি, থান্ডারবোল্ট ৪-এর সমর্থন, আরজিবি কিবোর্ড, ১ জিবিপিএস ল্যান, ওয়াইফাই ৬ই এবং ৭২০পি এইচডি ক্যামেরা। আরওজি স্ল্যাশ ডিজাইনে ভোল্ট গ্রিন আর ইকলিপ্স গ্রে ভার্সনে পাওয়া যাবে ল্যাপটপগুলো। লেনোভো ইন্টেল ১৩ কোর-আই ফাইভ ল্যাপটপ গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত লেনোভো দেশের বাজারে এনেছে ইন্টেল ১৩তম জেনারেশনের কোর আই-ফাইভ আইডিয়াপ্যাড স্লিম থ্রি-আই ল্যাপটপ। ল্যাপটপগুলো মিলিটারি গ্রেড ‘এসটিডি ৮১০এইচ’ পরীক্ষিত। বালি, কম্পন, ধুলা, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডায় কাজ করতে সক্ষম হবে। টিইউভি লো ব্লু লাইট এবং ফুলএইচডি ডিসপ্লে সংযোজিত ল্যাপটপগুলোতে রয়েছে সর্বোচ্চ ৪.৬ গিগাহার্জ ইন্টেল কোর আইফাইভ-১৩৪২০এইচ প্রসেসর, ৮ গিগাবাইট (জিবি) এলপিডিডিআর-ফাইভ র‌্যাম, ইন্টেগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকস এবং স্টোরেজ ৫১২জিবি এনভিএমই এসএসডি। মডেলভেদে ল্যাপটপগুলোতে রয়েছে ৭২০পি অথবা ১০৮০পি এফএইচডি ওয়য়েবক্যাম, উইন্ডোজ ১১ এবং ব্যাক-লিড কিবোর্ড। রয়েছে টিপিএম ২.০ সিকিউরিটি চিপ, যা ল্যাপটপে ব্যবহার করা গোপন পিন বা পাসওয়ার্ড সুরক্ষিত রাখে। ল্যাপটপগুলো ১৪ ইঞ্চি ও ১৫.৬ ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে দিয়ে আর্কটিক গ্রে এবং এবিস ব্লু কালারে পাওয়া যাচ্ছে। দুই বছরের ওয়ারেন্টিসহ এ ল্যাপটপটির দাম ৮৭ হাজার টাকা।
২১ জানুয়ারি, ২০২৪

ফরিদপুর ডিসি অফিসের চুরি হওয়া ১১টি ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৫
ফরিদপুরে ডিসি অফিসের চুরি হওয়া ১২টি ল্যাপটপের মধ্যে ১১টি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরি ও চোরাই ল্যাপটপ কেনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে একটি মোবাইল ফোন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার বলেন, গত রোববার রাতে ডিসি অফিসের রেকর্ড রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত মঙ্গলবার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়। এ মামলা হওয়ার একদিনের মধ্যে রেকর্ড রুম থেকে চুরি হওয়া ১১টি ল্যাপটপসহ চোরচক্রের সদস্য ও ক্রেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকার সুলতান মুন্সী (২৬), শহরের পূর্ব  খাবাসপুর মহল্লার সহিদুল শেখ (২২) ও শহরের লক্ষ্মীপুর মহল্লার পারভেজ শেখ (২২) এবং চোরাই ল্যাপটপ ক্রেতা ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিনোকদিয়া এলাকার বাসিন্দা শহরের ধানসিঁড়ি হোটেলের ওয়েটার মো. লিয়ান শেখ (৩০) ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকার উত্তর দৌলতদিয়া এলাকার মীম খান (৩০)। অভিযানের বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেন, প্রথমে বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের লক্ষ্মীপুর মহল্লার পারভেজ খানের বাসা থেকে পারভেজ খান ও সুলতান মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে সুলতানের দেওয়া তথ্য অনুযায়ী শহরের চরকমলাপুর মহল্লায় তার বাড়ি থেকে চারটি ল্যাপটপ, চোরাই মুঠোফোন, চোরাইকাজে ব্যবহৃত একটি সেলাই রেঞ্জ, একটি লোহার হাতুড়ি ও একটি লোহার রড উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সহিদুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে শহরের আলীপুর হতে লিয়নকে গ্রেপ্তার করা হয় ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এরপর দুটি ল্যাপটপসহ শামীমকে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানান, এ ল্যাপটপ চুরির ঘটনায় জড়িত তিন সদস্য মাদক ব্যবসায়ী ও সেবনকারী। মাদকের টাকা সংগ্রহ করার জন্যই তারা চুরির পথ বেছে নেন। এর মধ্যে সুলতান মুন্সীর নামে ফরিদপুর কোতোয়ালি থানায় পাঁচটি এবং পারভেজ শেখের নামে ১২টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই মাদক সংক্রান্ত। প্রসঙ্গত, রোববার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় রেকর্ড রুমের দরজার তালা ও দরজা সেলাই রেঞ্জ, লোহার রড ও হাতুড়ি দিয়ে ভেঙে রুমের ভেতরে ঢুকে ল্যাপটপ ও মোবাইল চুরি করে তারা। এ ব্যাপারে ফরিদপুরের রেকর্ড কিপার মো. আবু বকর সিদ্দীক (৫২) বাদী হয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
২২ ডিসেম্বর, ২০২৩

বশেফমুবিপ্রবি শিক্ষকদের ল্যাপটপ প্রদান
বিভিন্ন বিভাগের ৪৬ শিক্ষককে ল্যাপটপ দিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)। বৃহস্পতিবার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান তাদের হাতে নতুন ল্যাপটপ তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষকদের আইসিটি সেলের মাধ্যমে এসব ল্যাপটপ দেওয়া হয়। আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) হুমায়ন কবিরের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান।
০৮ ডিসেম্বর, ২০২৩

১৩ প্রজন্মের ইন্টেল প্রসেসরে লেনোভোর ল্যাপটপ
১৩ প্রজন্মের ইন্টেল প্রসেসর সমৃদ্ধ নতুন ১৩টি ল্যাপটপ এনেছে প্রযুক্তি ব্র্যান্ড লেনোভো। লেনোভোর এসব ল্যাপটপ বাংলাদেশে বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড। পাঁচটি ভিন্ন ভিন্ন সিরিজে বাজারে এসেছে এই ১৩টি ল্যাপটপ। সিরিজগুলো হলো আইডিয়া প্যাড স্লিম, আইডিয়া প্যাড ফ্লেক্স ৫আই, এলওকিউ গেমিং, লিজিওন গেমিং এবং ইয়োগা। আইডিয়া প্যাড স্লিম: ১৬ ইঞ্চি টিইউভি লো ব্লু লাইট ডিস্প্লে এবং মিলিটারি গ্রেড থাকছে আইডিয়া প্যাড স্লিম সিরিজের ৫আই এবং প্রো ৫আই মডেলে। এগুলোর দাম ১ লাখ ৪০ হাজার টাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে। আইডিয়া ফ্লেক্স ৫আই: এই সিরিজের ল্যাপটপগুলো টাচস্ক্রিন এবং ৩৬০ ডিগ্রি রোটেবল ডিস্প্লে সংবলিত। টাচ ফাংশন ব্যবহারের সুবিধার্থে একটি ডিজিটাল পেন বা স্টাইলাস থাকছে এগুলোতে। ১৩ প্রজন্মের ইন্টেল প্রসেসরের কোর আই৫ এবং আই৭ দুটি ভ্যারিয়েন্ট থাকছে এই সিরিজে। দাম পড়বে ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত। গেমিং সিরিজ: গেমিংয়ের জন্য দুটি ভিন্ন সিরিজ এলওকিউ এবং লিজিওন সিরিজ থাকছে এই ক্যাটাগরিতে। গেমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের বিশেষ বিবেচনায় রেখে সাজানো হয়েছে এই সিরিজের ল্যাপটপগুলো। এলওকিউ সিরিজটি ১৩ প্রজন্মের কোর আই৫ এবং আই৭ ইন্টেল প্রসেসরে পাওয়া যাবে। মডেলভেদে এই ল্যাপটপগুলোতে থাকছে এনভিডিয়া এসএফ আরটিএক্স ৩০৫০ এর ৬ গিগাবাইট, ৪০৫০ এর ৬ গিগাবাইট এবং ৪০৬০ এর ৪ গিগাবাইট গ্রাফিক্স কার্ড। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে আকারে ল্যাপটপগুলোর দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৪৮ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে সিরিজে লিজিওন প্রো ৫আই এবং লিজিওন স্লিম ৭আইতে রয়েছে ১৬ ইঞ্চির টিইউভি লো ব্লু লাইট ডিসপ্লে। ১৩ প্রজন্মের কোর আই৭ প্রসেসরের সঙ্গে এগুলোতে থাকছে ৮ গিগাবাইট করে এনভিডিয়া জিএফ আরটিএক্স ৪০৬০ এবং ৪০৭০। ২ লাখ ৭৩ হাজার থেকে ২ লাখ ৮৮ হাজার টাকার মধ্যে দাম পড়বে ল্যাপটপগুলোর। ইয়োগা সিরিজ: এই সিরিজের ল্যাপটপগুলো ‘আল্ট্রাথিন’ এবং ‘লাইট ওয়েট’ হয়ে থাকে। ১৩ প্রজন্মের কোনো আই৭ প্রসেসরের ইয়োগা সিরিজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফাংশন ব্যবহার করা যায় এবং এটি মিলিটারি গ্রেড পরীক্ষিত। ইয়োগা স্লিম ৬য়াই, প্রো ৭য়াই এবং ৯য়াই তিনটি মডেলে ল্যাপটপগুলোতে থাকছে ১৪ এবং ১৪.৫ ইঞ্চির ওএলইডি ২.৫কে টিইউভি ব্লু লো লাইট ডিসপ্লে। আর ইয়োগা ৯আই ল্যাপটপে টাচ পেনসহ থাকছে টাচ এবং ৩৬০ ডিগ্রি রোটেটেড ডিসপ্লে। এই সিরিজের দাম ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার থেকে ২ লাখ ৬৮ হাজার টাকার মধ্যে। গ্রন্থনা : শাওন সোলায়মান
০৩ ডিসেম্বর, ২০২৩

বিমানবন্দরে ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইটে কানাডা যাবেন সোমানী সুমিত নামে এক যাত্রী। ঠিক তার আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানারে ধরা পড়ে তার ‘সন্দেহজনক’ ল্যাপটপ। একপর্যায়ে সেই ল্যাপটপ বিমানবন্দরের ইডিএস (এক্সপ্লোসিভ ডিটেকশন সেন্টার) স্ক্যান করলে সন্দেহ আরও ঘনীভূত হয়। অস্তিত্ব মেলে বিস্ফোরকের! খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। শেষ পর্যন্ত গত শনিবার রাতে ওই যাত্রীকে ছাড়াই (অফলোড) উড়াল দেয় কানাডাগামী বিমানটি। সন্দেহভাজন যাত্রীকে দেওয়া হয় পুলিশ হেফাজতে। করা হয় জিজ্ঞাসাবাদ। অন্যদিকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল বিভাগের ল্যাবে পাঠানো হয় সেই ল্যাপটপ। অথচ ফরেনসিক পরীক্ষায় বিস্ফোরক তো দূরের কথা—সন্দেহজনক কিছুই মেলেনি ল্যাপটপে! এরপর ওইদিন গভীর রাতে যাত্রীকে নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়। পুলিশের এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপকমিশনার মো. তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ ওই যাত্রীকে তাদের হেফাজতে দিয়েছিল; কিন্তু ল্যাপটপ পরীক্ষা করে সন্দেহজনক কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয় ঘটনার রাতেই। শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইট বিজি-৩০৫ যাত্রী ছিলেন সোমানী সুমিত। ওইদিন দুপুরের পর বিমানবন্দরে আসেন। নিরাপত্তা তল্লাশির সময় তার সঙ্গে থাকা ল্যাপটপ স্ক্যানিং করে অবৈধ কিছু আছে এমন সংকেত পাওয়া যায়। পরে সুমিতকে জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তা কর্মকর্তারা। তিনি জানান, ল্যাপটপে সন্দেহজনক কিছু নেই। এর পরও সেটি কাস্টমসের স্ক্যানিং মেশিন ও ইডিএস (এক্সপ্লোসিভ ডিটেকশন সেন্টার) মেশিনে স্ক্যানিং করতে পাঠানো হয়। সেখানেও একই সংকেত মেলায় তার যাত্রা বাতিল করে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এভসেক তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইউ শফিউল আজিম জানান, ওই যাত্রীর ল্যাপটপ স্ক্যানিংয়ে নেতিবাচক সংকেত পান। এজন্য সেটি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য এক্সপ্লোসিভ ডিটেকশন সেন্টারে (ইডিএস) পরীক্ষা করা হয়। এভসেক পরিচালক উইং কমান্ডার মোহাম্মাদ মিরান হোসেন কালবেলাকে বলেন, সুমিতের ব্যাগে ল্যাপটপসহ কিছু সন্দেহজনক জিনিস পাওয়া যাওয়ায় স্ক্যান করা হয়। পরে নিয়ম অনুযায়ী রি-টেস্ট করা হয়। সেখানেও সন্দেহভাজন সংকেত আসায় পুলিশের কাছে দেওয়া হয়। এখন ওই যাত্রীর বিমানবন্দরে আর নিরাপত্তা সমস্যা নেই। এদিকে দুবার স্ক্যান করেও ভুল বার্তা আসায় বিমানবন্দরের স্ক্যানার মেশিন নিয়েই প্রশ্ন তুলেছেন ওই যাত্রীর স্বজনরা। বিনা দোষে হয়রানির অভিযোগ তুলেছেন তারা। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, যাত্রীর ব্যাগে সন্দেহভাজন কিছু থাকলে তাকে তো ফ্লাইটে বহন করা যায় না। বিষয়টি নিশ্চিত হতে ওই যাত্রীকে এভসেকের কাছে দিয়েছেন। অবশ্য এভসেক পরিচালক মোহাম্মাদ মিরান হোসেনের দাবি, স্ক্যানার মেশিনে সমস্যা নেই। ল্যাপটপের সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার বা এ জাতীয় কিছু থাকলে সেটি রিড (ধরা পড়বে) করবেই। একবার নেতিবাচক সংকেত দেওয়ার পর দ্বিতীয়বার তা স্ক্যান করে একই তথ্য পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, কানাডাপ্রবাসী সুমিতের বাড়ি রাজশাহীতে। তিনি রাজধানীর সেগুনবাগিচা এলাকায় থাকেন।
২০ নভেম্বর, ২০২৩

যবিপ্রবির হলে কক্ষের তালা ভেঙে ল্যাপটপ চুরি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একমাত্র ছাত্র হল শহীদ মসিয়ূর রহমান হলে কক্ষের তালা ভেঙে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হলটির ৫২৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় ভুক্তভোগী অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র মো. শামীম হক হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। মো. শামীম হক বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে আমি ক্লাস করার উদ্দেশে রুমে তালা দিয়ে বের হই। বেলা সাড়ে ১১টার দিকে আমার রুমমেট বাইরে থেকে এসে হলের রুমে প্রবেশের সময় রুমের দরজা খোলা অবস্থায় পান। তিনি আমাকে ফোনে বিষয়টি জানালে আমি রুমে গিয়ে দেখি ল্যাপটপ নেই।’ এ বিষয়ে যবিপ্রবির পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ও শহীদ মসিয়ূর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. আশরাফুজ্জামান জাহিদ বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থী এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত কমিটি গঠন করব।’ তিনি আরও বলেন, ‘হলের মধ্যে এমন ঘটনা ঘটায় হল প্রাধ্যক্ষ হিসেবে আমি বিব্রতবোধ করছি। পাঁচ তলায় কোনো সিসি ক্যামেরা ছিল না। তাই এ বিষয়ে কোনো ফুটেজ পাওয়া যায়নি।’
১৭ সেপ্টেম্বর, ২০২৩

ল্যাপটপ দেওয়ার নামে প্রতারণা
দেশের সাড়ে ৪ হাজারের বেশি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র বা ডিজিটাল সেন্টারগুলোকে প্রতারণার টার্গেট বানিয়েছে একটি চক্র। এসব ডিজিটাল সেন্টারে ল্যাপটপ প্যাকেজ দেওয়ার কথা বলে একটি ভুয়া চিঠি তৈরি করেছে চক্রটি। স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখার নামে তৈরি ওই ভুয়া চিঠিটি গত ৬ জুলাই ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের পাঠানো হয়েছে। এই প্রতারকদের ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। উদ্যোক্তাদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা-১ শাখার উপসচিব মো. নুরে আলমের স্বাক্ষর জাল করে ওই চিঠিতে ল্যাপটপ প্যাকেজ নেওয়ার জন্য ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং সিস্টেম ‘নগদ’ নম্বরে ১ হাজার ২০ টাকা করে চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর কয়েকজন উদ্যোক্তা সরকারের এটুআই প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি সামনে আসে। এরপরই প্রতারকদের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। ভুয়া চিঠিতে বলা হয়েছে, ডিজিটাল সেন্টারগুলো উদ্যোক্তা হিসেবে সেবা প্রদানের দক্ষতা কর্মতৎপরতা বিবেচনা করে উদ্যোক্তাগণের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং চুক্তি স্বাক্ষরের পর ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিচালনার নিমিত্তে অনুকূল পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তাদের নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এবং সব উদ্যোক্তাকে সরকারিভাবে ল্যাপটপ প্যাকেজ প্রদান করা হবে। ল্যাপটপ প্যাকেজ প্রতি ইউনিয়নে পৌঁছে দেওয়া ফি বাবদ নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ১ হাজার ২০ টাকা সেন্ডমানি করতে হবে। উদ্যোক্তাদের জীবনবৃত্তান্তের ফরম পূরণ করে ১৫ জুলাইয়ের মধ্যে ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। এ চিঠির অনুলিপি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব, সব জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রামার এবং সব ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপসচিব (পরিকল্পনা-১) মো. নূরে আলম কালবেলাকে বলেন, প্রতারকরা আমার স্বাক্ষর জাল করে ভুয়া চিঠি তৈরি করে তা প্রত্যেক ইউনিয়নের উদ্যোক্তাদের পাঠিয়েছে। এমন চিঠি পেয়ে কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কয়েকজন উদ্যোক্তা আমার সঙ্গে যোগাযোগ করে। তারপরই বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদ অধিশাখাকে জানাই। প্রতারকদের ধরতে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (ইউনিয়ন পরিষদ অধিশাখা) মোহাম্মদ ফজলে আজিম কালবেলাকে বলেন, চিঠিটি সম্পূর্ণ ভুয়া। উদ্যোক্তারা যেন ভুয়া চিঠির বিষয়ে সতর্ক থাকেন সেজন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক বরিশালের ভোলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সব ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র একযোগে উদ্বোধন করেন। এসব কেন্দ্র থেকে মাসে প্রায় ৪০ লাখ মানুষ তথ্য ও সেবা গ্রহণ করছেন।
১৬ জুলাই, ২০২৩
X