ক্যাম্পাস সংবাদ / তৃতীয় বর্ষে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি
তৃতীয় বছরে পা রেখেছে শহীদ সোহরাওয়ার্দী কলেজের সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)। গত ১৩ মে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় মূল অধিবেশন। পরে কেক কেটে উদ্বোধন করেন সাংবাদিক সমিতির সদস্যরা। আলোচনায় সোকসাসের সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা সহজ বিষয় নয়। বিশেষ করে কোনো শিক্ষার্থী যখন তার শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক হয়, তখনই জটিলতা দেখা দেয়। রিপোর্ট অনেক ভেবেচিন্তে করতে হয়। নবীনদের বলব, রিপোর্ট করার সময় অবশ্যই সব তথ্য যাচাই-বাছাই করে নেবেন। সংগঠনটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এই ক্যাম্পাস ছোট হলেও নানা সমস্যায় জর্জরিত। সমস্যাগুলো সমাধানে সোকসাস যথেষ্ট ভূমিকা রেখেছে। আলোচনা শেষে সমিতির সদস্যদের মধ্য থেকে বর্ষসেরা সাংবাদিক হিসেবে পাঁচ ক্যাটাগরিতে আটজনের নাম ঘোষণা করা হয়। ‘সেরা রিপোর্ট সংগ্রাহক’ ক্যাটাগরিতে প্রথম স্থান হয়েছেন সংগঠনটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদ হাসান এবং দ্বিতীয় হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক লিখন হোসেন। ‘সেরা রিপোর্টার’ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ ও দ্বিতীয় মুহম্মদ রাসেল হাসান। ‘সাহসী সাংবাদিক’ নির্বাচিত হন কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম ফরহাদ। ‘সেরা সংগঠক’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক আকবর চৌধুরী এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের সেরা সদস্য হিসেবে হয়েছেন কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম ফরহাদ ও অবন্তিকা সাহা।
১৯ মে, ২০২৪

এফডিসিতে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় বাচসাস’র নিন্দা
এফডিসিতে সাংবাদিকদের ওপর আক্রমণ ও আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) নিন্দা প্রকাশ করেছে। এ বিষয়ে সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদকের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তারা। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে বিএফডিসিতে আক্রমণের শিকার হোন গণমাধ্যমকর্মীরা। এতে ঘটনাস্থলে আহত হোন ১০ জন সাংবাদিক। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫টায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শিল্পী সমিতির আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাই-বোনেরা সংবাদ সংগ্রহ করতে উপস্থিত হয়েছিলেন। তখন অনাহুত এক পরিস্থিতিতে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। এতে সংবাদ সংগ্রহের জন্য সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপরও আক্রমণ করা হয়। এলোপাতাড়ি আক্রমণে ১০ জন সাংবাদিক ঘটনাস্থলে আহত হন। এ ঘটনায় বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেছেন। সেই সঙ্গে নেতৃবৃন্দ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আহতদের সু-চিকিৎসাসহ ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন। অন্যথায় বাচসাস পরবর্তী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৪ এপ্রিল, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানব কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাঈদ হাসান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন শেষে বিকেল ৩টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশনার ড. জান্নাতুল ফেরদৌস ও মো. কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন শেয়ার বিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ শাহীন আলম (সহসভাপতি), যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, অর্থ সম্পাদক মুরাদুল মুস্তাকিম মুরাদ (বাংলাভিশন-অনলাইন), দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা, তথ্য ও পাঠাগার সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক আমার বার্তা), কার্যনির্বাহী সদস্য রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক) এবং হাসান আল মাহমুদ (আমাদের নতুন সময়)। এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
১৮ জানুয়ারি, ২০২৪
X