উত্তরে কনকনে শীত, সারা দেশ নিয়ে কী বলছে আবহাওয়া অফিস
কনকনে শীতে কাঁপছে উত্তরের জনপদ। বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, যা আরও বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।  পূর্বাভাসে বলা হয়েছে, নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছ এবং তা বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।  এ ছাড়াও সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মধ্যরাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ঘন কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।  আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
২৫ জানুয়ারি, ২০২৪

সারা দেশ থেকে ৭২১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব
সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে ৭২১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি জানান, গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ৭২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। আ ন ম ইমরান খান আরও জানান, শনিবার রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপির সক্রিয় সদস্য আরমান এবং চকবাজার এলাকা থেকে লালবাগ থানা ছাত্রদলের সক্রিয় সদস্য রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
২৬ নভেম্বর, ২০২৩

সারা দেশ তালাবদ্ধ করে রেখেছে সরকার
সরকার শুধু বিএনপির কার্যালয় নয়, সারা দেশ তালাবদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শনিবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে তালা মেরে প্রতি মুহূর্তে অবস্থান করছে। তালা মারার এ পরিস্থিতি শুধু পার্টি অফিসে নয়, ওরা সারা দেশেই তালা মেরে রেখেছে। ঘরে ঘরে এখন আতঙ্ক। মানুষের সুখ-শান্তি সব ধ্বংস করেছে এই সরকার। সরকারের এই দমনপীড়নে একদফা আন্দোলন রুখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের এই ত্যাগ বৃথা যাবে না। গণতন্ত্রের বিজয় হবেই ইনশাআল্লাহ। তিনি বলেন, অতীতের মতো ভুয়া নির্বাচনের নামে তামাশা করতে বেপরোয়া ও ভয়ংকর হয়ে উঠেছে সরকার। ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারা নির্বাচনের জন্য বেসামাল এই সরকার। ২০১৮ সালের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে যে কাউন্টিং—সেটা এখন অতীতের কোনো রেকর্ডে খুঁজে পাওয়া যাবে না। রিজভী জানান, ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ অক্টোবরের সমাবেশের পর থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময়ে মামলা ৬১৩টির বেশি এবং এতে আসামি করা হয়েছে ৪৮ হাজার ৪৪৩ জনের বেশি নেতাকর্মীকে। চতুর্থ ধাপের অবরোধ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, রোববার (আজ) ভোর ৬টা থেকে অবরোধ শুরু হবে। মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।
১২ নভেম্বর, ২০২৩

এখনো সাগর উত্তাল / বৃষ্টিতে নাকাল সারা দেশ কমবে আজ থেকে
আশ্বিনের শেষভাগে বৃষ্টির যে আনাগোনা শুরু হয়েছিল, এর জের এখনো চলছে। তবে আজ শনিবার থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সকালে কিছুটা বিরতি দিয়ে দুপুরের পর ফের বৃষ্টি শুরু হয়। তবে ভোর থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টি আগের তুলনায় কমছে, শনিবার থেকে আরও কমে যাবে।’ এদিকে মৌসুমী বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর উত্তাল রয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরের নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয় ঢাকায়, বিকেলে এর বেগ আরও বাড়ে। এতে পানি জমে যাওয়ায় রাজধানীর সড়কগুলোতে যানজটও তীব্র আকার ধারণ করে। ঢাকার বাইরের বিভিন্ন স্থানেও থেমে থেমে সারা দিনই বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে, ৩৭৮ মিলিমিটার। নেত্রকোনায় হয়েছে ৩৫১ মিলিমিটার। এ ছাড়া নিকলীতে ৩১১ মিলিমিটার, টাঙ্গাইল এবং ফরিদপুরে যথাক্রমে ২৩০ ও ২৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যশোরে ১১৯ মিলিমিটার ও বগুড়ায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া ঢাকায় ৬৫, রাজশাহীতে ৮১, রংপুরে ১০, সিলেটে ৫১, চট্টগ্রামে ৫৫, খুলনায় ৫ এবং বরিশালে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সকালে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ ছাড়া আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ওইদিন দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারিবর্ষণ হতে পারে বলেও এতে জানানো হয়। ময়মনসিংহ ব্যুরো জানায়, টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরের বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় বাড়িতেও পানি উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরের বাসিন্দারা। জরুরি প্রয়োজন ছাড়া গতকাল শুক্রবার ছুটির দিনে মানুষ খুব একটা বাইরে বের হয়নি। সকাল ৯টায় নগরের আকুয়া এলাকার ফিরোজ লাইব্রেরি মোড়ে দেখা যায়, সড়কে রিকশা ও অটোরিকশা চলছে না। অটোরিকশাচালক শফিক আহমেদ বলেন, চৌরঙ্গী মোড়ে সড়কে প্রায় কোমরপানি। যে কারণে রিকশা ও অটোরিকশা চলাচল করা সম্ভব হচ্ছে না। সিলেট ব্যুরো জানায়, গতকাল ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। আর দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় দিনের সর্বোচ্চ ৩৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিসের ইনচার্জ সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। রাজশাহী ব্যুরো জানায়, গতকাল শুক্রবার সকাল থেকে রাজশাহীর আকাশে মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টি না হওয়ায় যানবাহন চলাচল ও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। শ্রমজীবী ও কর্মজীবী মানুষ কাজে ফিরেছেন। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, ভারি বৃষ্টির আর সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৮১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
০৭ অক্টোবর, ২০২৩
X