সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্থান থেকে ৭২১ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত ৭২১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
আ ন ম ইমরান খান আরও জানান, শনিবার রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলায় বিএনপির সক্রিয় সদস্য আরমান এবং চকবাজার এলাকা থেকে লালবাগ থানা ছাত্রদলের সক্রিয় সদস্য রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন