সাহিত্য ক্লাব হবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাহিত্য ক্লাব গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনেক উদ্যোগ নিয়েছেন। শিশুদের সংস্কৃতিমনা পরিবেশে গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাহিত্য ক্লাব গড়ে তোলা হবে। গতকাল বুধবার বাংলা একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। কামাল চৌধুরী বলেন, সংস্কৃতি ক্ষেত্রে জাতীয় বাজেট বরাদ্দ সম্পর্কে অনেকেই বলেন কম। যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা খরচ করারও একটা সক্ষমতা রয়েছে। বরাদ্দের অর্থ যদি ঠিকভাবে ব্যয় করা না যায়, তাহলে বাজেট বাড়িয়ে লাভ হবে না। এ ক্ষেত্রে পরিকল্পনাটা জরুরি। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, অনুবাদ নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ প্রকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া আরও সাতটি প্রকল্পের প্রস্তাব রয়েছে। আটটি প্রকল্পের প্রস্তাব যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলা একাডেমি প্রায় ৩০০ কোটি টাকার কাজ করার সামর্থ্য অর্জন করবে।
২৮ মার্চ, ২০২৪
X