জনগণের প্রতিনিধি জমিদার নয়, সেবক : অর্থ প্রতিমন্ত্রী
জনগণের প্রতিনিধি জমিদার নয়, জনগণের কাছে থেকে সেবা করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। তিনি বলেন, তৃণমূলের নেতা কর্মীরাই আওয়ামীলীগকে বাঁচিয়ে রেখেছে, তারাই আওয়ামীলীগের প্রাণ। আজ আপনারা শেখ হাসিনার জন্য এসেছেন, বঙ্গবন্ধুকে ভালবেসে এসেছেন, আপনাদের দেখে আমার মনে হচ্ছে আজ আমার ঈদ। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমহনী বাজারে তৃণমূল আ.লীগের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমার প্রায়াত পিতা আতাউর রহমান খান কাইসার একটা বিষয় শিখিয়ে গেছেন, দেশের চরম মুহুর্তে দেশ ছেড়ে পালানো যাবেনা। আমারও দেশ ছেড়ে পালানোর প্রশ্নই আসেনা, আমাকে অনেক ভয় দেখিয়েছিল, নিজেরাই কোন কাজ করেনা অন্যদেরও করতে দেয়না। শেখ হাসিনা আমাকে শিখিয়েছেন উন্নয়নের রাজনীতি, সরকারি টাকার কাজ যথাযথ হচ্ছে কিনা সেটা জানার দায়িত্ব আপনাদের আছে। সরকারের অর্থ আপনাদের অর্থ, কাজ হচ্ছে কিনা পাহারা দেবেন, নিজেদের মধ্যে ভেদাবেদ সৃষ্টি করবেন না, তাতে দুষ্টরাই লাভবান হয়। তিনি বলেন, বাংলার এই জনপথ বাংলার মানুষের রক্তে গড়া জনপথ, শেখ হাসিনার সঙ্গে থেকে কাজ করব। স্মার্ট বাংলাদেশে আমরা যুক্ত হয়েছি, কেউ আমার ভদ্রতাকে দুর্বলতা যেন না ভাবেন, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের সঙ্গে থাকব। আপনাদের মাঝে আমি আমার প্রয়াত বাবাকে খোঁজে পাচ্ছি। দক্ষিণ জেলা আ.লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও জিয়া উদ্দিন বাবলু, ওয়াহেদুল আলম ও আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আ.লীগের সহ সভাপতি শাহজাদা মহিউদ্দিন। এসময় বক্তব্য রাখেন, সাবেক স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. নাছির উদ্দিন মাহমুদ, দক্ষিণ জেলা আ.লীগের শ্রম সম্পাদক খোরশেদুল আলম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি কাজী মোজামেল হক, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইদ্রিস, শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কর্ণফুলীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, মঈন উদ্দিন খান পিন্টু, আ.লীগ নেতা নাজিম উদ্দিন সুজন, দক্ষিণ জেলা মহিলা আ.লীগের সহ সভাপতি রেহেনা ফেরদৌস, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, এইচ এম নজরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মো. মাঈনুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ সভাপতি আজিজুল হক আজিজ, যুবলীগ নেতা মোজাম্মেল হক, মাহাতাব হোসেন জুয়েল, শাহাদাত হোসেন প্রমুখ।
২১ এপ্রিল, ২০২৪
X