বিশেষ নিরাপত্তায় সোনা মসজিদ স্থলবন্দর ছেড়েছে ২৬৫ পণ্যবাহী ট্রাক
চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পেঁয়াজ আলুসহ বিভিন্ন খাদ্য নিয়ে অবরোধের মধ্যে বিশেষ নিরাপত্তায় দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ২৬৫টি ট্রাক। সোমবার ( ১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ট্রাকগুলো বিজিবি-পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে যায়। সোনা মসজিদ স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন জানান, প্রশাসনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমদানি হওয়া পণ্যবাহী ট্রাক দেশের অভ্যন্তরে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পণ্যবাহী এসব ট্রাক সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে গেছে। এর মধ্যে আলু, পেঁয়াজ ও গুড়সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্যই বেশি ছিল। এ ছাড়া বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। 
১৩ নভেম্বর, ২০২৩
X