মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে স্নাতক পাসে চাকরি
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এইচআর পেরোল অ্যান্ড কম্পেনসেশন অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ জুন পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। পদের নাম : এইচআর পেরোল অ্যান্ড কম্পেনসেশন অফিসার। পদসংখ্যা : নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/বিবিএ/এমবিএ ডিগ্রি। তবে অ্যাকাউন্টিং/ফিন্যান্সে বিবিএ/এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য যোগ্যতা : দেশের শ্রম আইন, এনবিআরের নীতিমালা এবং আয়কর অধ্যাদেশ সম্পর্কে সঠিক এবং আপডেট জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা : কমপক্ষে ০৫ বছর। চাকরির ধরন : ফুলটাইম। কর্মক্ষেত্র : অফিসে। প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা : উল্লেখ নেই। কর্মস্থল : ঢাকা। বেতন : আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ০১ জুন ২০২৪  
১৮ মে, ২০২৪

স্নাতক পাসে চাকরি দেবে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২৫ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম : ট্রেইনি রিলেশনশিপ অফিসার আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : ২৮,০০০ টাকা (মাসিক) অভিজ্ঞতা : প্রয়োজন নেই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ১৬ মে, ২০২৪ চাকরির ধরন : ফুল টাইম  কর্মক্ষেত্র : অফিস প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২৫ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন গ্রহণযোগ্য সুবিধা। বি.দ্র. শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ১০০ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২
১৬ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রে অনেক স্নাতক সমাপনী বাতিল হচ্ছে
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়জুড়ে যে ছাত্রবিক্ষোভ শুরু হয়েছে তা সামাল দিতে এক প্রকার ব্যর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিক্ষোভে উত্তাল বেশ কিছু ক্যাম্পাসে স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে সেই অনুষ্ঠান স্থগিত করে পরে তারিখ জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বেরিয়ে যাওয়ার (ওয়াকআউট) পর অনেক প্রতিষ্ঠান অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ ও দেশটিকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে গত ১৭ এপ্রিল নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন শুরু হয় তা ক্রমে যুক্তরাষ্ট্রের প্রায় সব রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। আন্দোলন দমাতে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। মারমুখী পুলিশের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর সংঘর্ষও হয়। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয় আড়াই হাজার শিক্ষার্থীকে। অনেক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। গোপনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অনেক ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী অভিযোগও করেছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাগরিক সংগঠন বিক্ষোভকারীদের প্রতি এ দমন-পীড়নের প্রতিবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়া এ আন্দোলনকে দেখা হচ্ছে ১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে হওয়া বিক্ষোভের পর সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে। এ বিক্ষোভ পুলিশ দিয়েও থামাতে পারছে না কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে এ সময়ে সাধারণত স্নাতক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এসব অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ ৫০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত থাকেন। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই অনুষ্ঠান বাতিল বা স্থগিত করতে বাধ্য হচ্ছেন। প্রথম আন্দোলন শুরু করা নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে এ অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দিয়েছে। এর পরিবর্তে তারা পরে অনুষদভিত্তিক অনুষ্ঠান আয়োজন করবে বলে জানিয়েছে। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) ও এ অনুষ্ঠান বাতিল করেছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের এ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে। এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেছেন (ওয়াকআউট) বেশ কয়েকজন ফিলিস্তিনপন্থি শিক্ষার্থী। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে স্থানীয় সময় গত শনিবার বিক্ষোভ করেন তারা। এরপর অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। বিক্ষোভকারী শিক্ষার্থীরা যখন অনুষ্ঠানস্থল ছেড়ে যান, তখন সেখানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দিচ্ছিলেন। তিনি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থি ছাত্রবিক্ষোভ নিয়ে কথা বলছিলেন। ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, মঞ্চে রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন সবে বক্তব্য শুরু করেছেন। এর মধ্যেই গাউন-ক্যাপ পরা কিছু শিক্ষার্থী অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। এ বছরের স্নাতক সমাপনী অনুষ্ঠানে বক্তা হিসেবে গভর্নর গ্লেনকে আমন্ত্রণ জানানোর তীব্র সমালোচনা করেন শিক্ষার্থীরা। গ্লেন গাজায় ইসরায়েলি হামলার একজন কট্টর সমর্থক। তিনি শুরু থেকে এ ছাত্রবিক্ষোভের বিরুদ্ধে কথাও বলছেন। তার বক্তব্যের সময় কয়েকজন শিক্ষার্থীকে ‘প্রকাশ করো, বর্জন করো—আমরা থামব না, আমরা বিশ্রাম নেব না’ বলে স্লোগান দিতে ভিডিওতে দেখা গেছে। ক্যাম্পাসগুলোয় বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন, যেন বড় বড় অনুদানে চলা বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে শনিবারের বিক্ষোভের উদ্যোক্তাদের একজন ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিরিন হাদ্দাদ জানান, বিক্ষোভকারীরা বেশ জোরে অনবরত তালি বাজিয়েছেন। এ কারণে সেখানে গভর্নরের বক্তব্য কেউ শুনতেই পারেননি। শিরিন জানান, অনুষ্ঠানস্থলের বাইরে প্রায় দেড়শ মানুষ জড়ো হয়ে মিছিল করেন। অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরাও এতে যোগ দেন। এর আগে গত ২৯ এপ্রিল ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। ওই সময় ১৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছয় শিক্ষার্থী। গাজায় নিহত ছাড়াল ৩৫ হাজার: এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের চালানো বর্বর হামলায় এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সাত মাসের যুদ্ধে ৩৫ হাজার ৩৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৫ হাজারই হলো শিশু। এ ছাড়া, আহত হয়েছেন আরও ৭৮ হাজার ৭৫৫ জন। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এরপর ওইদিন গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় গাজার বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, এসব ভবনের নিচে এখনো ১০ হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে আছে। ইসরায়েলি বাহিনী এখন নতুন করে হামলা চালাচ্ছে গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাহতে। জীবন বাঁচাতে গাজার বিভিন্ন অঞ্চল থেকে রাফাহতে আশ্রয় নিয়েছিলেন ১০ লাখের বেশি ফিলিস্তিনি। এখন সেখান থেকে তারা অন্যদিকে সরে যাচ্ছেন। এরই মধ্যে তিন লাখের বেশি মানুষ সেখান থেকে সরে গেছেন। তবে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় সব জায়গায় হামলা অব্যাহত রাখায় সাধারণ মানুষের যাওয়ার জায়গাও এখন নেই। এর মধ্যে রোববার থেকে উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পেও হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফলে সেখান থেকেও সাধারণ মানুষকে সরে যেতে হচ্ছে।
১৩ মে, ২০২৪

ঢাবিতে ১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড সমাপ্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগ, বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে '১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড'-এর চূড়ান্ত পর্ব সমাপ্ত হয়েছে।  শুক্রবার (১০ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নূরুল আলম, অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার এবং ড. মো. তাজুল ইসলাম। অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ তার বক্তব্যে বলেন, গণিত চিন্তা শক্তির বিকাশ ঘটায়। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জীবনের সর্বক্ষেত্রে গণিতের পদচারণা রয়েছে। গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। নিয়মিত গণিত চর্চার মাধ্যমে দেশের জ্ঞান- বিজ্ঞান চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদে প্রতি আহ্বান জানান। অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে প্রত্যেক অঞ্চলের শ্রেষ্ঠ ১০ জন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়া, আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেস্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।  এ ছাড়া আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ ৫ জন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াড এবং ৫ম আন্তর্জাতিক গণিত দিবস উদ্যাপনের কর্মসূচি উদ্বোধন করেন।
১১ মে, ২০২৪

স্নাতক পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, থাকছে না বয়সসীমা
দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ ‘ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২২ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক ইউনিভার্সিটি পদ ও বিভাগের নাম : ম্যানেজার, ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স পদসংখ্যা : নির্ধারিত নয় বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৮ মে, ২০২৪ কর্মক্ষেত্র : অফিস কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২২ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক/সিআইএ/এসিসিএ/সিআইএমএ/সিএ/সিএমএ ডিগ্রি। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। বি.দ্র. নির্বাচন প্রক্রিয়াকে অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীর আবেদনকে অযোগ্য ঘোষণা করা হবে। শুধু বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। ঠিকানা : ৬৬, মহাখালী, ঢাকা-১২১২
০৯ মে, ২০২৪

স্নাতক পাসে চাকরি দেবে মেঘনা গ্রুপ
বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যবসায়িক সংস্থা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ডেপুটি ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৭ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) পদ ও বিভাগের নাম : ডেপুটি ম্যানেজার-লজিস্টিকস, সিমেন্ট পদসংখ্যা : নির্ধারিত নয় বয়স : কমপক্ষে ২৮ বছর কর্মস্থল : ঢাকা বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৮ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ১৭ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সম্মান ডিগ্রি যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ফ্রেশ ভিলা, হাউস # ১৫, রোড # ৩৪, গুলশান-১, ঢাকা- ১২১২ অথবা এফএমসিজি অফিস, বাড়ি # ২৩, রোড # ২৪, গুলশান-২, ঢাকা-১২১২
০৯ মে, ২০২৪

স্নাতক পাসে হুয়াওয়ে চাকরি, থাকছে না বয়সসীমা
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৫ জুন পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড পদ ও বিভাগের নাম : অ্যাকাউন্ট ম্যানেজার, ক্যারিয়ার নেটওয়ার্ক পদসংখ্যা : নির্ধারিত নয় বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : ৫ থেকে ৮ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৬ মে, ২০২৪ প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মঘণ্টা : ফুল টাইম আবেদনের শেষ তারিখ : ৫ জুন, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক। ইইই, সিএসই, ইসিই এবং ইটিইতে স্নাতক প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। অন্যান্য সুবিধা : বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : লোটাস কামাল টাওয়ার- ২, লেভেল ৯, ৫৯ ও ৬১ গুলশান এভিনিউ (দক্ষিণ), সার্কেল-১, ঢাকা-১২১২
০৭ মে, ২০২৪

স্নাতক পাসে নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি.। প্রতিষ্ঠানটি ক্যাশ এরিয়া বিভাগ ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : ইস্টার্ন ব্যাংক পিএলসি. পদ ও বিভাগের নাম : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্যাশ এরিয়া আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : ২৮,০০০ টাকা  (মাসিক) অভিজ্ঞতা : প্রয়োজন নেই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৬ মে, ২০২৪ প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মঘণ্টা : ফুল টাইম আবেদনের শেষ তারিখ : ১৫ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা : ইংরেজি এবং বাংলায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটারে দক্ষতা ও শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে। অন্যান্য সুবিধা : ইবিএল নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন । পারফরম্যান্সের ভিত্তিতে ১ বছর পর ইবিএল স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবেন। বি.দ্র. প্রার্থীদের ওপরে উল্লিখিত যোগ্যতা এবং কাজের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হবে। শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং যে কোনো ধরনের প্ররোচনা অযোগ্যতার কারণ হবে। ইবিএল কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার রাখে। যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ১০০ গুলশান এভিনিউ, ঢাকা- ১২১২
০৬ মে, ২০২৪

বে গ্রুপে চাকরির সুযোগ, লাগবে স্নাতক ডিগ্রি
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বে গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘টেরিটরি ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : বে গ্রুপ পদের নাম : টেরিটরি ম্যানেজার পদসংখ্যা : নির্ধারিত নয় বয়স : সর্বোচ্চ ৩০ বছর কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে  অভিজ্ঞতা : ২ থেকে ৩ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৪ মে, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ১১ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা ও দক্ষতা : কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন, মাইক্রোসফ্ট অফিস (এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল), চমৎকার যোগাযোগ দক্ষতা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং প্রকিউরমেন্ট টেন্ডারিং প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অন্যান্য সুবিধা : নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন-বোনাস ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। ঠিকানা : ২১, হাজারীবাগ, ঢাকা- ১২০৯
০৪ মে, ২০২৪

স্নাতক পাসে একাধিক পদে চাকরি দেবে হুয়াওয়ে
সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সল্যুশন ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৪ মে পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম : হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড পদ ও বিভাগের নাম : সল্যুশন ম্যানেজার (ডেটাকম) পদসংখ্যা : নির্ধারিত নয় বয়স : নির্ধারিত নয় কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে বেতন : আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল, ২০২৪ কর্মঘণ্টা : ফুল টাইম প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) আবেদনের শেষ তারিখ : ২৪ মে, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : সিএসই/ইইই/ইসিই/ইটিই ব্যাকগ্রাউন্ডে ন্যূনতম স্নাতক ডিগ্রি।  অন্যান্য সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। ঠিকানা : লোটাস কামাল টাওয়ার- ২, লেভেল ৯, ৫৯ ও ৬১ গুলশান এভিনিউ (দক্ষিণ), সার্কেল-১, ঢাকা-১২১২
০৩ মে, ২০২৪
X