নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল
ঘোষিত সময়ের তিন দিন পর আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল।  রোববার (৩ মার্চ) সকাল থেকে এই দাম কার্যকর করল সরকার। তবে ১ মার্চ থেকে কেন কার্যকর করা যায়নি, সেই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি বাণিজ্য প্রতিমন্ত্রী।  পণ্যের সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেছেন, চলতি সপ্তাহেই ভারত থেকে আসবে পেঁয়াজের চালান। বিক্রেতারা বলেন, সিন্ডিকেটের কারণে মালের দর ওঠানামা করে। ফলে দিন দিন মূল্যবৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক পণ্যে ১০ থেকে ১৫ টাকা করে বেড়েছে।  আহসানুল ইসলাম টিটু বলেন, ভোক্তারা প্রতি লিটার সয়াবিন তেল এখন থেকে ১৬৩ টাকায় পাবেন। শিগগিরই ৫০ হাজার  টন পেঁয়াজ ভারত থেকে আসা শুরু হবে। রোজার আগে পণ্যটির দাম কমে আসবে 
০৩ মার্চ, ২০২৪

টিসিবির বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার, মজুদদার আটক
কক্সবাজারে অসাধু ব্যবসায়ীর গোডাউনে মজুদ করা টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ৩৪২ লিটার তেল উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় টিসিবির পণ্য মজুদের অভিযোগে অরুণ মিত্র (৪৮) নামে এক মজুদদারকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) রাতে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকা হালিম ম্যানশন নামে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়। র‌্যাবের-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে  ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার অরুণ কান্তি মিত্র চট্টগ্রামের চন্দনাইশ হাশিমপুর (মিত্রপাড়ার) মৃত শান্তি পদ মিত্রের ছেলে। আবু সালাম চৌধুরী বলেন, টিসিবির চাল, ডাল, তেল অবৈধভাবে মজুদের অভিযোগ পাওয়ার পর মজুদদার চক্র চিহ্নিত করে তাদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই মধ্যে র‌্যাবের কাছে খবর আসে অরুণ কান্তি নামে একজন কক্সবাজার পৌরসভার রোমালিয়াছড়া এলাকার হালিম ম্যানশনে টিসিবির পণ্য অবৈধভাবে মুজদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। তখন পালিয়ে যাওয়ার সময় অরুণ কান্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে মজুদ করা ১৯টি কার্টনে মোট ৩৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। টিসিবির পণ্য মজুদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অরুণ জানান, বেশি মুনাফা লাভের জন্য টিসিবির পণ্য মজুদ করছিলেন তিনি।
০১ ফেব্রুয়ারি, ২০২৪

ভারত থেকে সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত
সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশের কৃষি খাতের চাহিদা পূরণে সৌদি আরব, মরক্কো, তিউনিশিয়া, কানাডা, রাশিয়া ও বেলারুশ—এই ছয় দেশের সঙ্গে নন-ইউরিয়া সার আমদানির চুক্তির অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে চীন, মালয়েশিয়া ও জর্ডান—এই তিন দেশ থেকে নন-ইউরিয়া সার আমদানির প্রক্রিয়াও চূড়ান্ত করেছে। স্বল্প আয়ের জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বজায় রাখতে ভারত থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সয়াবিন তেলের প্রতি লিটারের দাম পড়বে প্রায় ১৫৫ টাকা। টিসিবির মাধ্যমে বিক্রির লক্ষ্যে এ তেল কেনা হবে। অন্যদিকে দেশে বর্জ্য থেকে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করছে সরকার। এ লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ১১ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এ কেন্দ্র করবে। গত বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উত্থাপিত এসব দর প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভলপার্সের কাছে থেকে সয়াবিন তেল কিনতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা। সার কেনার প্রস্তাব দিয়েছে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।
২৩ নভেম্বর, ২০২৩

টিসিবির জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।  বুধবার (১৬ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।  সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল কেনা হবে। সুপার অয়েল রিফাইনারজ লিমিটেডের কাছ থেকে তেল কেনা হবে। সয়াবিন তেল কিনতে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় করা হবে। এ ছাড়া কমিটির সভায় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমিতে চীন সরকারের অর্থায়নে জিটুজি ভিত্তিতে 'চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন' প্রতিষ্ঠায় বহিস্থ অবকাঠামো নির্মাণ এবং উপযোগ সেবার সংস্থান সম্পর্কিত কাজ চীন সরকার মনোনীত ডেভেলপার চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) কাছ থেকে সরকারি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
১৬ আগস্ট, ২০২৩

দাম কমলো সয়াবিন তেল ও চিনির
আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে একই দিনে কমেছে তেল ও চিনির দাম। দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমছে। সেইসঙ্গে চিনির দামও কেজিপ্রতি কমেছে ৫ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৭৪ টাকা, যা বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিন তেলের নতুন দাম ১৫৪ টাকা লিটার, যা বর্তমানে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৫৯ টাকা। গতকাল রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারণ করা দাম আজ সোমবার থেকে কার্যকর হবে। এতে আরও বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের নতুন এ দাম নির্ধারণ করেছে। এর আগে গত ১১ জুলাই খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩, খোলা পাম অয়েল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ এবং বোতলজাত পাম অয়েল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়। একই দিনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিনির দাম কমানোর তথ্য জানানো হয়েছে। সংগঠনের নির্বাহী সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজারদর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির মূল্য কেজিপ্রতি ৫ টাকা কমিয়েছে। এতে বলা হয়, নতুন দাম কার্যকর হবে আজ সোমবার থেকে। নতুন দর অনুসারে খোলা চিনির কেজি ১৩৫ থেকে ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে প্যাকেটজাত চিনি ১৪০ থেকে কমিয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৪ আগস্ট, ২০২৩

সয়াবিন তেল লিটারে কমলো ১০ টাকা
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা, ৫ লিটারে ৪৩ টাকা, খোলা সয়াবিন লিটারে ৮ টাকা, খোলা পাম অয়েল লিটারে ৫ টাকা ও বোতলজাত পাম অয়েল লিটারে ১২ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন এ দর ধার্য করে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে মূল্য কমে যাওয়ায় সয়াবিন ও পাম অয়েলের দাম কমানো হয়েছে। নতুন দর বুধবার থেকেই বাজারে কার্যকর হবে বলে জানিয়েছেন মিল মালিকরা। নতুন দামে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৫৯ টাকা, বোতলজাত এক লিটার ১৭৯ টাকা, বোতলজাত ৫ লিটার ৮৭৩ টাকা, বোতলজাত পাম অয়েলের লিটার ১৪৮ টাকা এবং খোলা পাম অয়েলের লিটার ১২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১১ জুন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম কমিয়েছিল ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো।
১২ জুলাই, ২০২৩
X