২৬ মার্চ : নামাজের সময়সূচি
ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ইমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের বাইরে ওয়াজিব, সুন্নত ও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। আজ মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ইংরেজি, ১২ চৈত্র ১৪৩০ বাংলা, ১৫ রমজান ১৪৪৫ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো- নামাজের সময়সূচি জোহর- ১২:০৮ মিনিট। আসর- ৪:২৮ মিনিট। মাগরিব- ৬:১৬ মিনিট। ইশা- ৭:২৮ মিনিট। আগামীকাল বুধবার (ফজর- ৪:৪৫ মিনিট)। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তাহলো- বিয়োগ করতে হবে- চট্টগ্রাম : ০৫ মিনিট। সিলেট : ০৬ মিনিট। যোগ করতে হবে- খুলনা : ০৩ মিনিট। রাজশাহী : ০৭ মিনিট। রংপুর : ০৮ মিনিট। বরিশাল : ০১ মিনিট।
২৬ মার্চ, ২০২৪

বৃষ্টি হতে পারে ২৬ মার্চ পর্যন্ত ঝড়ের আশঙ্কা
দেশের ৮ বিভাগেই গত মঙ্গলবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি অব্যাহত ছিল গতকাল বুধবারও। এতে দিন ও রাতের তাপমাত্রা কমে এসেছে। আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী ২৬ মার্চ পর্যন্ত বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া টাঙ্গাইলে ১৭ মিলিমিটার; ডিমলায় ১৪; রংপুরে ১২; সাতক্ষীরায় সাত; সৈয়দপুরে ছয়; রাজশাহী ও বগুড়ায় পাঁচ; চুয়াডাঙ্গা, কুমারখালী, তাড়াশ ও নিকলীতে চার; ময়মনসিংহ, ঈশ্বরদী, মাইজদীকোর্ট ও তেঁতুলিয়ায় দুই; ফরিদপুর, মাদারীপুর, সিলেট, শ্রীমঙ্গল, ফেনী ও গোপালগঞ্জে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমে রাঙামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকুণ্ড অঞ্চলের মৃদু তাপপ্রবাহ দূর হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বাতাসের দিক পাল্টে গেছে। এখন দক্ষিণ-পশ্চিমা বাতাস সাগর থেকে জলীয়বাষ্প নিয়ে আসছে। এই আর্দ্র বাতাস পূবালী বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টি ঝরাচ্ছে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও সৈয়দপুরে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মঙ্গল ও বুধবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবারও বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। তাপমাত্রাও কিছুটা কমে আসতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।
২১ মার্চ, ২০২৪
X