দুই ট্রেনে আগুন / যুবদল-ছাত্রদলের ৩ জন গ্রেপ্তার
জয়পুরহাটে দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে জয়পুরহাট ও আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলো- জয়পুরহাট সদর উপজেলার নিশির মোড় গ্রামের তাইজুল ইসলাম (২৬), একই গ্রামের মো. অপু (২৪) ও আক্কেলপুর পৌর শহরের হাস্তাবসন্তপুর মহল্লার আবদুল মোমিন (২৮)। বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন বলেন, গ্রেপ্তার তিনজন যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। চলমান আন্দোলনে দলের শীর্ষ নেতাদের নির্দেশে তারা ট্রেনে আগুন দিয়েছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা দুটি মামলার এজাহারভুক্ত আসামি। সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর ভোরে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশন ছেড়ে যাওয়ার পর পাঁচবিবি স্টেশনের কাছে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যাত্রীরা ট্রেনের আগুন নিভিয়ে ফেলেন। এতে ট্রেনের কামরার সামান্য ক্ষয়ক্ষতি হয়। এরপর ১৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পার্বতীপুরগামী উত্তরা মেইল ট্রেনটি জামালগঞ্জ রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর জয়পুরহাট রেলস্টশনে পৌঁছার আগে চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। এ সময় ট্রেনের ওই বগির কয়েকটি আসন পুড়ে যায়। জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছার পর ফায়ার সার্ভিস ও রেলস্টেশনের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দুটি ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক দুটি মামলা হয়। রেলওয়ে থানা পুলিশ ট্রেনে নাশকতাকারীদের ধরতে মাঠে তৎপরতা শুরু করে। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
২২ ডিসেম্বর, ২০২৩

মিরসরাইয়ে অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
মিরসরাইয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার মিরসরাই পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মিরসরাই থানা ও জেলার বিভিন্ন থানায় চুরি ছিনতাই, ডাকাতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তাররা হলো মেহেদী হাসান, মো. নাজিম ও মো. সালাউদ্দিন। তাদের কাছ থেকে দুটি চায়নিজ কুড়াল এবং একটি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৭ একটি আভিযানিক দল মিরসরাই পৌরসভায় এলাকায় অভিযান পরিচালনা করে তিন ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে মিরসরাই এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ডাকাতি এবং ছিনতাই করে আসছে। এ ছাড়া সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে নিয়ে যায়।
১৬ জুলাই, ২০২৩
X