সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভোট না দেওয়ায় ব্যবসায়ীকে বেধড়ক পিটুনি, অবরুদ্ধ একটি গ্রাম

বাজারের দোকানপাট বন্ধ করে দেওয়ায় একটি দোকানে অপেক্ষমাণ কয়েক ব্যবসায়ীরা। ছবি : কালবেলা
বাজারের দোকানপাট বন্ধ করে দেওয়ায় একটি দোকানে অপেক্ষমাণ কয়েক ব্যবসায়ীরা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট না দেওয়ায় চান মোহাম্মদ নামে এক মাছ ব্যবসায়ীকে বেধড়ক পেটানোর খবর পাওয়া গেছে। এ ছাড়াও একই বাজারের আরও কয়েক ব্যবসায়ীর দোকানপাট তুলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে। অপরদিক কম ভোট পাওয়ার কারণে উপজেলার রয়নাপাড়া গ্রামকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দোয়াত কলম প্রতীকের বিজয়ী প্রার্থী আমিনুল ইসলামের সমর্থক মোকলেস ও আল আমিনের নেতৃত্বে ১০-১২ জন তামাই বাজারের মাছ ব্যবাসয়ী মো. সিদ্দিক, মোহাম্মদ আলী ও চান মোহাম্মদের মাছ লাথি দিয়ে ফেলে দেয়। এ সময় চান মোহাম্মদকে বেদম পেটানো হয়।

ওই বাজারের হাফিজুল ইসলামের কাঁচামালের দোকান আব্দুল মান্নানের মুদি দোকান ও আসাদুলের রঙের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীরা জানান, রয়না পাড়া ও কালিয়াপাড়া গ্রাম নিয়ে তামাই বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। এ কেন্দ্রে মোটরসাইকেল প্রতিকে বদিউজ্জামান ফকির ১ হাজার ১৭১ ভোট পান ও আমিনুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পান ৪৬৮ ভোট।

দোয়াত-কলম সমর্থকরা বলছেন, রয়নাপাড়া গ্রামের লোকজন তাদের ভোট দেয়নি। এ কারণে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর নিকট আত্মীয় ফজল তালুকদারের নেতৃত্বে রয়নাপাড়ার লোকজনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গ্রামের কেউ বাইরে বের হওয়ার সাহস পাচ্ছে না।

ওই গ্রামের ইউপি সদস্য বাবলু প্রামাণিকও অবরুদ্ধ হয়ে আছেন বলে জানান। দোয়াত-কলম সমর্থক এরশাদ ও বাবুর নেতৃত্বে মোটরসাইকেল বহর তাকে ধরার জন্য রয়নাপাড়া এসে ঘুরছে। তারা বলছে, তোরা তামাই গ্রামের মুরুব্বিদের পছন্দের প্রার্থীকে ভোট দেসনি। তোদের তামাই বাজারে আসতে দেব না।

এদিকে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌভিক ইসলাম শোসন জানায়, বুধবার দোয়াত-কলম বিজয়ী হওয়ার পর বিজয় মিছিল নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করে।

এসব বিষয়ে বেলকুচি থানা ওসি মো. আনিসুর রহমান জানান, তামাই বাজারের বিষয়ে মৌখিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কিছু জানা যায়নি। ছাত্রলীগের সভাপতির বাড়িঘর ভাঙচুরের বিষয়েও কেউ লিখিত অভিযোগ করেনি। এসব বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সিরাজগঞ্জ সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মি. জন রানা বলেন, ঘটনাগুলো আমাদের কেউ জানায়নি। বিষয়টি জানলাম। প্রয়োজনীয় পরবর্তীতে ব্যবস্থা নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভদ্রতা দেখাব সর্বোচ্চ, আইনের প্রয়োগ হবে শতভাগ : এসপি সাতক্ষীরা 

ভাতিজার হাতে চাচা খুন, মামলা দায়ের

কুঁচিয়া বিক্রি করে সংসার চালান খোকন

আ.লীগ নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ফি ৩০০

বিশ্বসেরা কোচ, তবুও তারা কেন বেকার?

ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম ঘোষণা

অটোরিকশাচালকদের ওপর স্টিম রোলার চালাচ্ছে সরকার :  রিজভী 

২৫০০ অটোরিকশাচালকদের বিরুদ্ধে মামলা

১০

নবীনদের চাকরি দিচ্ছে ওয়ালটন

১১

দিনাজপুরে বোরো সংগ্রহের উদ্বোধন

১২

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ২

১৩

শিক্ষার্থীকে বেধড়ক পেটাল যুবলীগ নেতা

১৪

বুনো হাতির তাণ্ডবে নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর

১৫

ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

১৬

অসাধারণ ক্লপের আবেগঘন বিদায়

১৭

বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিবে ঢাবি শিক্ষক সমিতি

১৯

চাকরি দেবে নোমান গ্রুপ, আবেদন করুন শুধু পুরুষরা

২০
X