

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (DITF) ২০২৬-এর ফার্নিচার সেক্টরের বিশেষ জোনে দেশের অন্যতম শীর্ষ ফার্নিচার ব্র্যান্ড জে এম জি ফার্নিচার (JMG Furniture) দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী উপস্থিতি নিয়ে অংশগ্রহণ করেছে।
এবারের মেলায় জে এম জি ফার্নিচার আধুনিক ডিজাইন, টেকসই উপকরণ এবং মানসম্মত গৃহসজ্জা ফার্নিচারের একটি সমৃদ্ধ ও আকর্ষণীয় কালেকশন প্রদর্শন করছে। প্রতিষ্ঠানটির স্টলে প্রদর্শিত পণ্যসমূহ দর্শনার্থী ও ক্রেতাদের বিশেষভাবে আকর্ষণ করছে।
এ বিষয়ে জে এম জি ফার্নিচারের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মোহাম্মদ এ কে এম মনির হোসাইন বলেন, প্রতিবারের মতো এবারো আমরা ক্রেতাদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যনতুন, মানসম্মত ও আধুনিক ফার্নিচার বাজারে নিয়ে এসেছি।
তিনি আরও বলেন, মেলায় প্রদর্শিত প্রতিটি পণ্যের গুণগত মান, স্থায়িত্ব এবং বিক্রয়োত্তর সেবার বিষয়ে জে এম জি ফার্নিচারের পক্ষ থেকে পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হচ্ছে।
পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং গ্রাহকসেবায় অঙ্গীকারবদ্ধতার মাধ্যমে জে এম জি ফার্নিচার দেশের ফার্নিচার শিল্পে একটি শক্তিশালী ও আস্থাভাজন ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করে চলেছে।
মন্তব্য করুন