প্রসাধনী জগতের বিশ্বস্ত নাম সাবু শপের নারায়ণগঞ্জ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সের নিচতলার হোল্ডিং নম্বর-৫৯, ১৬-তে শাখাটি উদ্বোধন করা হয়।
নতুন এ শাখাটির উদ্বোধন করেন সাবু শপের কর্ণধার মো. শরিফুল ইসলাম ও চেয়ারম্যান মোসা. সাবরিনা খাতুন।
উদ্বোধন উপলক্ষে সাবু শপের প্রতিটি পণ্যে ১০% বিশেষ ছাড় এবং একটি পণ্য কিনলে আরেকটি ফ্রি দেওয়া হয়।
অফারটি লুফে নিতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ছাড়াও ঢাকা ও আশপাশের এলাকা থেকে শৌখিন ক্রেতারা সাবু শপে এসে ভিড় জমান।
পরে সব ক্রেতাদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের কর্ণধার মো. শরিফুল ইসলাম।
উল্লেখ্য, সাবু শপের প্রতিটি পণ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত। বছরের পর বছর বিশ্বস্ততার সঙ্গে সারা দেশে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে সাবু শপ।
মন্তব্য করুন