চুরি হওয়া শিশু নুসরাত নারায়ণগঞ্জ থেকে উদ্ধার
ঢাকার আমিনবাজার এলাকা থেকে চুরি হয়ে যাওয়া আড়াই বছরের শিশু নুসরাতকে উদ্ধার করেছে পুলিশ। এতে ঘটনার এক সপ্তাহ পর শিশুটি আবার মায়ের বুকে ফিরে গেল। পুলিশ জানায়, ১৬ মার্চ দুপুর থেকে শিশু নুসরাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নুসরাতের বাবা মো. শাহিন মামলা করেন। এর ধারাবাহিকতায় শনিবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মাববুব নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি শিশুটির পরিবারের প্রতিবেশী। আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হারুন অর রশীদ কালবেলাকে বলেন, ‘অভিযুক্ত মাহবুব ও ভুক্তভোগী শিশুটির পরিবার পাশাপাশি রুমে ভাড়া থাকতেন। সেই সুবাদে তিনি মাঝেমধ্যে নুসরাতকে তাদের ঘরে গিয়ে আদর করতেন। এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ মার্চ সুযোগ বুঝে মাহবুব শিশুটিকে কোলে নিয়ে রুম থেকে পালিয়ে যান। পরে কোথাও শিশুসহ তাকে না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা।’ তিনি আরও বলেন, ‘থানায় অভিযোগ দায়েরের পর থেকেই শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাই। পরে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।’ নুসরাতের বাবা মো. শাহিন বলেন, ‘আমি ও আমার পরিবার পুলিশের প্রতি কৃতজ্ঞ।’
২৪ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্জ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
বাংলাদেশ ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষতির ছাত্রলীগের দলীয় প্যাডের বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পদ প্রত্যাশীদের আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে দীর্ঘ ৭ বছর পর ২০১৮ সালের ১০ মে আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসলাম র‌্যাফেল প্রধানকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ২ সদস্য কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১৯ সালের ২৮ জুলাই ১৮৮ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।    
২৩ মার্চ, ২০২৪

আন্ডারপাসে তিতাসের পিকনিকের বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০
নারায়ণগঞ্জ তিতাস গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পিকনিকের একটি দোতলা বাস দুর্ঘটনায় পড়েছে। বাসটি পূর্বাচলের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের (শেখ হাসিনা সরণির) একটি আন্ডারপাসের ছাদে ধাক্কা খায়। এতে এক শিশু নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  শনিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে পূর্বাচল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনের সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জের ডিজিএম প্রকৌশলী মামুন আর রশীদ বলেন, ‘পিকনিক বাস দুর্ঘটনায় আমাদের এক সহকর্মীর সন্তান মারা গেছে। তার নাম আখিল (১২)। সে তার মা নিলুফার সঙ্গে পিকনিকে যাচ্ছিল। নিলুফাও গুরুতর আহত হয়েছেন। তার একটি পা কাটা গেছে।’  আহতরা হলেন- তিতাস কর্মকর্তা রবিন লাল, শাকিল, শাভা, মিনহাজ, শরিফুল, নিলুফা, মনোয়ারা, রেহেনা, শুভ্রত, তানজিম, নজরুল ইসলাম, সুমাইয়া, শিরিন আক্তার, সর্ণা রানী, তানিয়া, জেরিন, শাহনাজ, আফরিনসহ অন্তত ২০ জন।   ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি দীপঙ্কর চন্দ্র সাহা বলেন, এখন পর্যন্ত একজন শিশু নিহত হয়েছে। বাকি অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি।  তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশনের নারায়ণগঞ্জ শাখার সিবিএ সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজউদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরের ন্যায় শনিবার আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক পিকনিক ছিল। সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে কয়েকটি বাসে তিতাসের নারায়ণগঞ্জ ডিভিশনের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের ৫০০ লোক নিয়ে রূপগঞ্জের সী-সেল পার্কের উদ্দেশ্যে রওয়া হই। একটি বাস সড়কের আন্ডার পাসের ছাদে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের প্রথমে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং নিলুফা ও তার ছেলে আখিলকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখিল মারা যায়।
০২ মার্চ, ২০২৪

কারাগার থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আদমপুর এলাকায় সাংবাদিক ইলিয়াসকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি তুষার কারাগারে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা কারাগারে গলায় গামছা দিয়ে তিনি ফাঁস দিলে কারারক্ষীরা দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুষার সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন বলেন, সাংবাদিক ইলিয়াস হত্যা মামলার বিচার কাজ শেষ পর্যায়ে চলে এসেছিল, যে কারণে তিনি (তুষার) বিচলিত ছিলেন। তিনি তার মা, স্ত্রীসহ তার পাশে থাকা অপরাপর বন্দিদের কাছেও মাফ চেয়েছিলেন। সন্ধ্যার (গতকাল) পর তিনি টয়লেটে যাওয়ার কথা বলে সেল থেকে বের হন। তিনি আরও জানান, কারাগারে একটি ৬ তলা ভবন রয়েছে, যেটাতে ৪ তলা পর্যন্ত বন্দিরা থাকেন। এর ওপরে কোনো বন্দি রাখা হয় না। সন্ধ্যার পরে কারারক্ষীরা যখন বন্দিদের তাদের কক্ষে ফেরাতে ব্যস্ত, তখন সবার অলক্ষ্যে তুষার সেখানে গলায় গামছা দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তার গোঙানি শুনে কারারক্ষীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলছে বলে জানান কারাগারের সুপার। 
২১ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আ.লীগ অফিসের তালা খুলল
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুরোধে দুদিন পর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের গেটের তালা খুলে দেওয়া হয়। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির আলম সাগর মহানগর আওয়ামী লীগের তালা খুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ওমর খালেদ এপন, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন জসু, ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি সালাউদ্দিন, ২২ নম্বর ওয়ার্ডের সভাপতি কাজী শহীদ, ২৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুজু ও ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজুল মজিদ। ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির আলম সাগর বলেন, এমপি শামীম ওসমান এক মিটিংয়ে অনুরোধ করেছেন তালা খুলে দেওয়ার জন্য। মেয়র আইভী তালা খুলে দেওয়ার জন্য আওয়ামী লীগের সিনিয়র নেতাদের দিয়ে আমাকে জানিয়েছেন। তাদের অনুরোধে সন্ধ্যার দিকে আমি নিজে গিয়ে মহানগর আওয়ামী লীগ অফিসের তালা খুলে দিয়েছি। তবে কমিটির বিষয়ে কেউ কোনো আশ্বাস দেননি। শুধু তাদের অনুরোধে আমি তালা খুলে দিয়েছি। এ বিষয়ে পরে দল সিদ্ধান্ত নেওয়া হবে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র নীতিনির্ধারকরা এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের ফলে তালা খোলা হয়েছে। কমিটিতে যোগ্যরা স্থান না পেলে আমরা পাল্টা কমিটি দেব। প্রতিবাদ করে যাব। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, যারা তালা লাগিয়েছে, তারা খুলে দিয়েছে। আমি তো আগেই বলেছি, আমি একা আওয়ামী লীগের সবকিছু নই। দল ও দলের কার্যালয় সবার। আমরা যে কমিটি করেছি, তার কাগজ কেন্দ্রে জমা দিয়েছি। কেন্দ্র এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। এর আগে গত শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী মহানগরের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেদিন রাতে ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে মহানগর আওয়ামী লীগ অফিসে তালা ঝুলিয়ে দেন। এ সময় সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাতে মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ নম্বর পর্যন্ত ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা মহানগর আওয়ামী লীগের এ কমিটি ঘোষণা করেন। এরপর থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। দলের ত্যাগী নেতাকর্মীদের মাইনাস করে বিতর্কিতদের কমিটিতে রাখা হয়েছে বলে অভিযোগ তোলেন।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ অফিসে এখনো ঝুলছে তালা
নারায়ণগঞ্জে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে এখনো তালা ঝুলছে। সদ্য ঘোষিত ওয়ার্ড কমিটির পদবঞ্চিতরা এই তালা ঝুলিয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাত পর্যন্ত শহরের দুই নম্বর রেলগেট এলাকায় মহানগর আওয়ামী লীগের কার্যালয় তালাবদ্ধ দেখা গেছে। সরেজমিন দেখা যায়, শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় খোলা অবস্থায় ছিল। তবে সেখানে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। আর ভবনটির দ্বিতীয় তলায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের মূল ফটকে ঝুলছিল তালা। এর আগে, গত শুক্রবার বিকেলে নাসিক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী মহানগর সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। ওই সভায় বক্তব্যের এক অংশে ক্ষোভ প্রকাশ করে মেয়র আইভী বলেন, এই ওয়ার্ডে আমাদের ছোট ভাই এপন আর চঞ্চলকে নেতা বানিয়ে দিল। ওরা যদিও নেতা হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আনোয়ার কাকা (মহানগর আওয়ামী লীগের সভাপতি) প্রতিহিংসার মনোভাব নিয়ে এই কমিটি দিয়েছেন। তিনি দেওভোগকে বুঝিয়েছেন, উনি যা চাইবেন, তা হবে এখানে। যে দেওভোগে পূর্বপুরুষেরা নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের, তাদের অসম্মানিত করেছেন তিনি। আজকে এখানে দাঁড়িয়ে দেওভোগের মানুষ হিসেবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম আমি। ওই দিন সন্ধ্যায় ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে এসে তালা লাগিয়ে দেন। এ সময় তারা ঘোষিত ওয়ার্ড কমিটি ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছাব্বির আলম সাগর বলেন, তৃণমূলের নেতাকর্মীদের চাপে আমরা মহানগর আওয়ামী লীগ অফিসে তালা দিয়েছি। যে পর্যন্ত কেন্দ্র থেকে নির্দেশনা না আসবে, সে পর্যন্ত এই তালা খুলব না। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, কমিটি পছন্দ না হলে দলীয় মিটিংয়ে তারা বলতে পারত। এটা গঠনতন্ত্রবিরোধী। তারা এমন করায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, মহানগরের ২৭টি ওয়ার্ডের জন্য কেন্দ্র থেকে বারবার চাপ দেওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণা করার আগে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি। সেখানে নেতাকর্মীরা বলেছেন, দলের সভাপতি-সেক্রেটারির প্রতি আমাদের আস্থা আছে। তারা যেভাবে দলের কমিটি করবে, আমরা সেটা মেনে নেব। পরে সম্মেলন করে কমিটি ঘোষণা করেছি। তালা ঝুলিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটা আওয়ামী লীগ অফিস, আমার ব্যক্তিগত অফিস নয়। এই বিষয়টি দল দেখবে। আওয়ামী লীগ তো আর আমি একা করি না। দল ব্যবস্থা নেবে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আ.লীগ কার্যালয়ে পদবঞ্চিতদের তালা
নারায়ণগঞ্জে ওয়ার্ড কমিটি ঘোষণা কেন্দ্র করে পদবঞ্চিতরা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিতরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা এসে কার্যালয়ে তালা ঝোলানোর পর ঘোষিত ওয়ার্ড কমিটি ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। যোগ্যদের বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তারা। এ সময় তারা মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধেও স্লোগান দেন। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মনোয়ার হোসেন মনা বলেন, ওই ওয়ার্ডের নেতাকর্মীরা কমিটির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মহানগরের সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। একই দিন বিকেলে শহরের দেওভোগে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী ক্ষুব্ধ হয়ে আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সভায় আইভী বলেন, ‘আনোয়ার কাকা (মহানগর আওয়ামী লীগের সভাপতি) প্রতিহিংসার মনোভাব নিয়ে এই কমিটি দিয়েছেন। তিনি দেওভোগকে বুঝিয়েছেন, উনি যা চাইবেন তাই হবে এখানে। দেওভোগে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া পূর্বপুরুষদের তিনি অসম্মানিত করেছেন। তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’ এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা বলেন, ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের বঞ্চিত করে রাজাকারপুত্র, মুক্তিযোদ্ধা হত্যাকারীর পুত্রসহ বিতর্কিতদের সভাপতি-সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। আমরা এ কমিটি মানি না। এ বিষয়ে জানতে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ‘সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তবে তালা দেওয়ার অধিকার কারও নেই। অনুরোধ করব, যারা তালা দিয়েছেন তারা সেটি খুলে দেবেন।’ গত ১২ ফেব্রুয়ারি মহানগর আওয়ামী লীগের ১১ থেকে ২৭ নম্বর পর্যন্ত ১৭টি ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়। মহানগর সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা এ কমিটি ঘোষণা করেন। এর পরই থেকে কমিটি নিয়ে ক্ষোভ জানিয়ে আসছেন পদবঞ্চিতরা।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪

সাবু শপ নারায়ণগঞ্জ শাখার শুভ উদ্বোধন 
প্রসাধনী জগতের বিশ্বস্ত নাম সাবু শপের নারায়ণগঞ্জ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের আলমাস পয়েন্ট শপিং কমপ্লেক্সের নিচতলার হোল্ডিং নম্বর-৫৯, ১৬-তে শাখাটি উদ্বোধন করা হয়। নতুন এ শাখাটির উদ্বোধন করেন সাবু শপের কর্ণধার মো. শরিফুল ইসলাম ও চেয়ারম্যান মোসা. সাবরিনা খাতুন। উদ্বোধন উপলক্ষে সাবু শপের প্রতিটি পণ্যে ১০% বিশেষ ছাড় এবং একটি পণ্য কিনলে আরেকটি ফ্রি দেওয়া হয়। অফারটি লুফে নিতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ছাড়াও ঢাকা ও আশপাশের এলাকা থেকে শৌখিন ক্রেতারা সাবু শপে এসে ভিড় জমান। পরে সব ক্রেতাদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের কর্ণধার মো. শরিফুল ইসলাম।  উল্লেখ্য, সাবু শপের প্রতিটি পণ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত। বছরের পর বছর বিশ্বস্ততার সঙ্গে সারা দেশে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে সাবু শপ।
০৩ ফেব্রুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে ইয়াবাসহ কাউন্সিলরের ভাই গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কাউন্সিলরের বড় ভাই ও তার এক সহযোগীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) সকালে নগরীর ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক তথ্যটি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই খোকন মোল্লা (৫৫) ও তার সহযোগী রিপন (৩৫)। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ কমিশনার রুহুল আমিন মোল্লার বড় ভাই খোকন মোল্লা ও তার সহযোগী রিপনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।
২৮ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস চ্যাম্পিয়ন
গ্লাভস জোড়া তুলে রেখেছেন সেই কবে। অবসরের পর কোচিং পেশায় আসেন। নারী দলের গোলরক্ষক রুপনা চাকমাকে দক্ষিণ এশিয়ার সেরার আসনে বসিয়েছেন, ভূমিকা রেখেছেন বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে। সেই মাসুদ আহমেদ উজ্জ্বল ফুটবলার হিসেবে এখনও দলকে জেতান! সেটা অবশ্য সৌখিন ফুটবলে। এএসসি-১৯৯৮ ব্যাচের ফ্র্যাঞ্চাইজি ফুটবলে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরসকে চ্যাম্পিয়ন করিয়েছেন সাবেক এ গোলরক্ষক। শিরোপা নির্ধারণী ম্যাচে নরসিংদী থান্ডার্সকে ৩-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জের প্রতিনিধিরা। বিজয়ী দলের স্বপন জোড়া গোল করেছেন, আরেকটি মলয়ের করা। এএসসি-১৯৯৮ ব্যাচের আয়োজনে ফ্র্যাঞ্চাইজি ফুটবলের সিজন ফোর-এ সারা দেশ থেকে আসা ১৫ দল অংশগ্রহণ করেছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এ সময় সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার রাজধানীর বোট ক্লাবে প্রতিযোগিতার ট্রফি ও জার্সি উন্মোচন করেন জাতীয় দলের আরেক সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলাম ও ফিরোজ মাহমুদ টিটু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসরের প্রধান পৃষ্ঠপোষক সাভানা গ্রুপের সিইও লে. কমান্ডার মোহাম্মদ তাহসিন আমিন ও ’৯৮ ব্যাচ ফ্রেন্ডস গ্রুপের পক্ষে মুশফিকুল ইসলাম। প্রতিযোগিতার সহপৃষ্ঠপোষকতায় ছিল ট্রাস্ট অটো কারস, হ্যামস গ্রুপ ও কুমিল্লা সিটি করপোরেশন।
২৭ নভেম্বর, ২০২৩
X