শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
মৈত্রী পানিবর্ষণের মধ্য দিয়ে মারমা সম্প্রাদায়ের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাইয়ের সমাপ্তি
থানচি (বান্দরবান) প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পিএম

মারমা সম্প্রাদায়ের সবচেয়ে বড় উৎসব ‘মাহাঃ সাংগ্রাই পোওয়ে’। সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ মৈত্রী পানিবর্ষণ, যাকে মারমারা বলে ‘রিলং পোয়েঃ’।

সাংগ্রাইয়ের মৈত্রী পানিবর্ষণ খেলা কেবল মারমারাই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া আর চীনের দাই জাতিগোষ্ঠীরাও পালন করে থাকে।

সাংগ্রাই মূলত পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়াকেই বোঝায়।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে নতুন জুম চাষের মৌসুমের শুরুও সাংগ্রাইয়ের পরেই হয়ে থাকে। শুধু জুম চাষই নয়, মারমারা মাঘী পূর্ণিমার পর থেকে সাংগ্রাইয়ের আগ পর্যন্ত নতুন বিয়েই করে না অর্থাৎ সাংগ্রাইকে মারমারা নতুন বছরের শুরুসহ পুরনো সব জিনিসকে ঝেরে ফেলে নতুন করে শুরু করাকেই বোঝায়।

মারমারা এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে আর্শীবাদ আর শুভাকাঙ্ক্ষার আশায় নতুন বছর উদযাপন করে থাকে।

মন্তব্য করুন

*/ ?>
X