উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিদের ছেড়ে দিল আরাকান আর্মি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদ। ছবি : কালবেলা
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদ। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়া সীমান্তের নাফ নদে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ১০ বাংলাদেশী জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বৃহস্পতিবার (২ মে) রাত পৌনে ৮ টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে এসব জেলেদের ছেড়ে দেওয়া হয়। উখিয়ার ইউএনও তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা জেলেরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২) এবং একই ইউনিয়নের পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫) ও আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, বুধবার (১ মে) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদের অংশের মোদিরখালে মাছ ধরছিলেন স্থানীয় ১০ জেলে। এক পর্যায়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির একদল সদস্য অস্ত্রের মুখে এসব জেলেদের জিম্মি করে ধরে নিয়ে যায়। এ খবর প্রশাসনকে অবহিত করার পর থেকেই শুরু হয় উদ্ধার তৎপরতা। দীর্ঘ ৩৬ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।

উখিয়া ইউএনও তানভীর বলেন, বাংলাদেশি ১০ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বুধবার দুপুরে তাকে অবহিত করেন। পরে তাৎক্ষণিক ঘটনাটি বিজিবিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এরপর থেকে এসব জেলেদের ফেরত আনতে বিজিবিসহ সীমান্ত সংশ্লিষ্টদের তৎপরতা শুরু করে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশি ১০ জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, সীমান্তের এপার পৌঁছার পর বাংলাদেশি এসব জেলেদের বিজিবির হেফাজতে নেওয়া হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জাল নোটসহ গ্রেপ্তার ১

ঢাকাবাসীকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে মরা মুরগি!

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

নব্য বাকশালী শাসন কায়েম করেছে সরকার : মির্জা ফখরুল 

কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

দেশে প্রথম ইঞ্জিন ও কোচ ঘোরানো ‘টার্ন টেবিল’ নির্মাণ

বৈদ্যুতিক শক দিয়ে দুই জেলেকে হত্যা

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র

চীনা পণ্য হটিয়ে বাজার দখল করছে বাংলাদেশি এসব পণ্য!

পানি নিয়ে দ্বন্দ্বে ভাইকে পিটিয়ে মারলেন ভাই

১০

আধুনিকতার ছোঁয়ায় খুশি কৃষকরা

১১

‘শেখ হাসিনা না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পেতাম না’

১২

এলএলবি সনদ জালিয়াতির সঙ্গে জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের

১৩

বিশ্বব্যাপী মানুষের জন্য দারুণ সুখবর

১৪

সাম্প্রদায়িক স্লোগান, তাড়াশের সেই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

১৫

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

১৬

গাজার পর তুরস্ক দখল করবে ইসরায়েল!

১৭

বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রার্থনা

১৮

কাভার্ডভ্যানে মিলল ২১৬ কেজি গাঁজা

১৯

ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি, ঝুলিয়ে রাখল ফিফা

২০
X