ইন্টার মায়ামির মেসি বরণ
স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৩, ০১:০০ পিএম

প্রিয় তারকা ফুটবলারকে নেচে-গেয়ে বরণ করেন মায়ামির সমর্থকরা।

ফ্লোরিডার পোর্ট লডারডেলে ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বৃষ্টি উপেক্ষা করে সমর্থকরা মেসির বরণ অনুষ্ঠানে যোগ দেন।

লিওনেল মেসির দীর্ঘদিনের বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসক্টেসকেও বরণ করে ইন্টার মায়ামি।

লিওনেল মেসিকে তার প্রিয় ‘দশ’ নম্বর জার্সি হাতে তুলে দেন ইন্টার মায়ামির তিন মালিক জর্জ ম্যাস (বাঁয়ে) ডেভিড বেকহাম (ডানে) এবং হোসে ম্যাস (মাঝে)।

মায়ামি সমর্থকদের দুহাত নাড়িয়ে অভিবাদন জানান আর্জেন্টাইন অধিনায়ক।

ফুটবলের মহাতারকার অভিষেক অনুষ্ঠানে গান পরিবেশনা করেন কলাম্বিয়ান সংগীতশিল্পী ক্যামিলো এচেভেরি।

আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো খুদে ফুটবল জাদুকরের বরণ করে নেওয়া অনুষ্ঠানে র্যাপ গান পরিবেশনা করেন স্বদেশি র্যাপার পাওলো লন্দ্রা।

মন্তব্য করুন

X