স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:৪৯ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মেসির গোলের পরও মায়ামির বড় পরাজয়

মেসির গোলের পরও মায়ামির বড় পরাজয়
হারের পর হতাশায় লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

সিজনের শুরুর পর অন্যতম প্রতীক্ষিত ম্যাচে ইন্টার মায়ামি ও মিনেসোটা ইউনাইটেডের দ্বৈরথে ঘটে গেল বড়সড় এক অঘটন! লিওনেল মেসি গোল করলেও তাতেও হার এড়াতে পারেনি হেরনসরা। হাভিয়ের মাশ্চেরানোর কৌশলগত ভুলে মিনেসোটার কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ইন্টার মায়ামি, যা মেসির আগমনের পর ক্লাবটির সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।

ব্যক্তিগত কারণে ম্যাচে খেলতে পারেননি লুইস সুয়ারেজ। তার অনুপস্থিতিতে আক্রমণে ছন্দ খুঁজে পায়নি মেসির মায়ামি। প্রথমার্ধেই দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে হেরনসরা। গোলদাতা ছিলেন অ্যান্থনি মার্কানিচ ও বঙোকুহলে হ্লোংওয়ানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফিরে আসে একটু আশার আলো। লিওনেল মেসি দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান ২-১-এ। মনে হচ্ছিল ম্যাচে ফেরার গল্প রচনার শুরু হলো। কিন্তু সেখানেই বাধা হয়ে দাঁড়ায় নিজেদের রক্ষণভাগের দুর্বলতা।

৬৮তম মিনিটে ডিফেন্ডার মার্সেলো ওয়েইগানডট নিজেই আত্মঘাতী গোল করে বসেন, যা আবারও ম্যাচ থেকে ছিটকে ফেলে মায়ামিকে। এরপর ফিনল্যান্ডের রবার্ট লড মিনিট দুয়েকের মধ্যেই গোল করে মিয়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

পরিস্থিতি সামাল দিতে মাশ্চেরানো একে একে চারটি পরিবর্তন করেন। কিন্তু তার কোনো পরিকল্পনাই কাজ করেনি। পুরো ম্যাচজুড়ে মিনেসোটা ইউনাইটেড একতরফা আধিপত্য বিস্তার করে খেলেছে, আর ইন্টার মায়ামি যেন মাঠে ছিল শুধু উপস্থিতি জানান দিতে।

ম্যাচশেষে মাশ্চেরানো অবশ্য দাবি করেন, ‘আমরা এতটা খারাপ খেলিনি।’ কিন্তু স্কোরলাইন ও মাঠের পারফরম্যান্স ছিল তার উল্টো চিত্র। দলের খেলায় ছিল না কোনো পরিকল্পনার ছাপ, ছিল না আগ্রাসী মনোভাব বা প্রত্যাবর্তনের আত্মবিশ্বাস।

এই হারে চলতি মৌসুমে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হারল মায়ামি। ২০২৩ সালে মেসির যোগদানের পর এটাই দলের সবচেয়ে বড় ব্যবধানে হার। এতদিন তাদের সর্বোচ্চ পরাজয় ছিল ২০২৪ সালের মে মাসে আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-১ গোলের হার।

ফুটবলপ্রেমীদের প্রশ্ন এখন একটাই—মেসি থাকলেও কি ধ্বংসের পথে ইন্টার মায়ামি? মাশ্চেরানো কি আদৌ ঠিকঠাক দল গঠন ও পরিচালনায় সক্ষম?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১০

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১১

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১২

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৩

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৪

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

১৫

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

১৬

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

১৭

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১৮

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১৯

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

২০
X