সোনালী আঁশ খ্যাত পাট নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা
কালবেলা প্রতিবেদক
২৫ জুলাই ২০২৩, ১১:৫৫ এএম

ভরা বর্ষায়ও বৃষ্টি নেই, পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় রংপুর অঞ্চলের কৃষকরা।

অনাবৃষ্টিতে শুকিয়ে গেছে খাল-বিল। পানির অভাবে পাট কেটে জমিতেই ফেলে রেখেছেন তারা।

সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে পাট। অপেক্ষা, বৃষ্টির পানিতে খাল-বিল ভরলে সেখানে পঁচানো হবে।

মন্তব্য করুন

X