আত্রাই নদীর ভাঙনে বিলীন হচ্ছে আলোকঝাড়ী ইউনিয়নের বুদুর বাঁশেরতল এলাকার অনেক ফসলি জমি
খানসামা উপজেলায় আত্রাই নদীর ভাঙনে ভাবকি ইউনিয়নের চাকিনীয়া গ্রাম
বিলীন হবে আলোকঝাড়ী ইউনিয়নের সরকারি গুচ্ছগ্রামের আবাসন প্রকল্প, খানসামা টিটিসি ও কেন্দ্রীয় মহাশ্মশান।
ভাবকী ইউনিয়নের চাকিনীয়া গ্রামের অধিকাংশ ঘরবাড়ি এখন চরম ঝুঁকিতে।
নদী ভাঙতে ভাঙতে অনেকেরই বসতবাড়ির কাছে চলে যাচ্ছে।
আত্রাই নদীর ভাঙ্গনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় নদীর পাশ দিয়ে চলাচলের একমাত্র সড়ক ভাঙনের মুখে।
রাতের আঁধারে নদীগর্ভে চলে যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের পৈতৃক নিবাসের শেষ চিহ্নটুকু।
মন্তব্য করুন