জাতীয় চার নেতা হত্যায় জিয়ার মরণোত্তর বিচার চাই : রাশেক রহমান
যথাযোগ্য মর্যাদায় মিঠাপুকুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ও মিঠাপুকুর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আাহ্বায়ক রাশেক রহমান।  এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন জেলে কাটিয়ে দিয়েও রাজনৈতিক সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে সাড়ে সাত কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। জাতীয় চার নেতাকে হত্যার ভূমিকায় জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করে তিনি আরও বলেন, জাতীয় চার নেতা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য ছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য।  উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফছার মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহ্ আনোয়ার সাদাত লিমন, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, যুবলীগের আহ্বায়ক শাহ্ আসাদুজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্ল্যাহ।  পরে নিহত ব্যক্তি এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া মাহফিল করা হয়। এর আগে হাজার হাজার নেতাকর্মী ঢাকা-রংপুর মহাসড়কে র‌্যালি করেন।
০৪ নভেম্বর, ২০২৩
X