কালবেলায় সংবাদ প্রকাশ / ৫০০ বছরের পুরোনো খালের অবৈধ বাঁধ অপসারণ
কুমিল্লার দেবিদ্বারে খালে অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে, খালের বাঁধের মাটি শ্রমিকরা অপসারণ করছেন। এ সময় খালে বাঁধ দেওয়ার অপরাধে অভিযুক্ত সাইদুর রহমানের ছেলে মোস্তফাকে আটক করা হয়েছে।     স্থানীয় বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, এই খালটির বয়স অন্তত ৫০০ বছর। এ অঞ্চলের সবচেয়ে প্রাচীন খাল। সেচ মৌসুমে খালের পানি দিয়ে কৃষকরা ফসল ফলায়। প্রভাবশালী মহল খালের মাঝে বাঁধ দিয়ে চলাচলে রাস্তার তৈরি করেছে। এ বিষয়ে কালবেলায় সংবাদ প্রকাশ হলে উপজেলা প্রশাসন খালের বাঁধের মাটি অপসারণের অভিযান চালায়। এতে প্রায় ৩০০ কৃষকের মধ্যে স্বস্তি ফিরেছে।   স্থানীয় কৃষক আলী আহম্মদ বলেন, পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত খালের বাঁধ অপসারণ করা হয়। বাঁধ অপসারণ করায় আমাদের অনেক উপকার হয়েছে। দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ রায়হানুল ইসলাম বলেন, কালবেলায় ‘দেবিদ্বারে ৫০০ বছরের পুরানো খাল ভরাট’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। খবরটি দেখে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নির্দেশে খালের বাঁধ অপসারণের করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
২৩ এপ্রিল, ২০২৪
X