১ লাখ ৬০ হাজার টাকা বেতনে চাকরি দেবে অলিম্পিক গ্রুপ
‘সিনিয়র ম্যানেজার/ম্যানেজার’ পদে একাধিক জনবল নিয়োগ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগ্রহীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পদের নাম : সিনিয়র ম্যানেজার/ম্যানেজার আবেদনের বয়সসীমা : নির্ধারিত নয় পদসংখ্যা : নির্ধারিত নয় কর্মস্থল : ঢাকা বেতন : ৮০,০০০-১,৬০,০০০/- (মাসিক) অভিজ্ঞতা : কমপক্ষে ১০ বছর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৯ এপ্রিল, ২০২৪ প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) কর্মঘণ্টা : ফুল টাইম আবেদনের শেষ তারিখ : ৩০ এপ্রিল, ২০২৪ শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ব্যবসায় স্নাতক। এসসিএম-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাকারীদের সুবিধা দেওয়া হবে। অন্যান্য সুবিধা : কোম্পানির নীতি অনুযায়ী যোগ্য প্রার্থীদের অন্যান্য সুবিধার সাথে আকর্ষণীয় বেতন দেওয়া হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। ঠিকানা : আমিন কোর্ট (৬ষ্ঠ তলা), ৬২-৬৩, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০
০৯ এপ্রিল, ২০২৪

এমবাপ্পের অলিম্পিক খেলা কঠিন!
উঠানে বসছে অলিম্পিক আসর। সেখানে ফ্রান্সকে টানা দুটি বিশ্বকাপ ফাইনালে তোলা কিলিয়ান এমবাপ্পে থাকবেন- এমনটাই স্বাভাবিক। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশম জানাচ্ছেন, এমবাপ্পের অলিম্পিক খেলাটা কঠিন। এমবাপ্পের প্যারিস অলিম্পিকে খেলার বিষয় কঠিন করে তুলেছে আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। জুনে জার্মানিতে বসছে এবারের আসর। ইউরো শেষেই নামতে হবে অলিম্পিক ফুটবলে। এমবাপ্পের দুটি আসরে খেলার বিষয়ে দেশম বলেন, ‘ছুটি না কাটিয়ে গ্রীষ্মে টানা দুটি প্রতিযোগিতা খেলা কঠিন।’ কারণ বছরজুড়ে ক্লাব কার্যক্রমে ব্যস্ত থাকেন ফুটবলাররা। সে ব্যস্ততার ফাঁকে গ্রীষ্মে ছুটি কাটিয়ে পরের মৌসুমের জন্য শক্তি সঞ্চয় করতে হয়। এ অবস্থায় জাতীয় দলের পাশাপাশি অলিম্পিক দলের কার্যক্রমে ব্যস্ত হয়ে গেলে তা পরের মৌসুমের নৈপুণ্যে প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ফুটবলাররা যেমন সজাগ, সজাগ থাকেন তাদের কোচরাও। ফ্রান্স দলের সবচেয়ে কার্যকর অস্ত্রটা টানা খেলার চাপে থেতো হয়ে যাক, এটা নিশ্চিতভাবেই চাইবেন না দিদিয়ের দেশম। এ কোচ জানিয়েছেন, ফ্রান্স জাতীয় দলের একাধিক ফুটবলার অলিম্পিক দলেও থাকবেন। কিন্তু কারা থাকবেন ওই দলে, তা নিজে নির্ধারণ করতে চান না খেলোয়াড় ও কোচ দুই ভূমিকায় বিশ্বকাপজয়ী দেশম। তিনি জানিয়েছেন, জাতীয় দলের কারা অলিম্পিক দলে থাকবেন, তা চূড়ান্ত করবেন অনূর্ধ্ব-২১ দলের কোচ থিয়ে অরি। ইউরোর আগে দলের কোন ফুটবলারদের নিয়ে অনিশ্চয়তার উটকো ঝামেলাও রাখতে চান না দিদিয়ের দেশম, ‘আমরা ট্রেনিং শুরু করব। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাই না। ক্যাম্প শুরুর আগেই পরিষ্কারভাবে জানতে চাইব কে অলিম্পিকে যাচ্ছে, কে যাচ্ছে না।’
১৫ মার্চ, ২০২৪

পেশাদার বক্সিং কর্মশালা সম্পন্ন
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে দেশে প্রফেশনাল বক্সিংয়ের বর্তমান অবস্থা, বিশ্ব পরিমণ্ডলে সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে আয়োজিত ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভবনের ডাচ্-বাংলা অডিটোরিয়ামে ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান। বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজীবের সভাপতিত্বে ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। বিএসপিএ নির্বাহী কমিটির সদস্য পরাগ আরমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি কাজী শহীদুল আলম। বিএসপিএর সদস্য ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন সংবাদমাধ্যমের ৫০-এর অধিক ক্রীড়াসাংবাদিক ওয়ার্কশপে অংশ নেন। বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন, যাদের উপযুক্ত পরিচর্চা করলে বিশ্বআসরে তারা নিজেদের পাশাপাশি দেশের জন্যও প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। গত কয়েক বছরে দেশের বক্সাররা বেশ কয়েকটি বিদেশি প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুয়োগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমসহ সরকারি সহায়তা পেলে ২০৩০ সালের পর ক্রীড়াবিদদের মধ্যে আয়ের দিক থেকে বাংলাদেশি বক্সাররা শীর্ষে থাকবেন।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
সোমবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির ০১/২০২৪ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ'র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গত ০২ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত বিওএ কার্যনির্বাহী কমিটির ০৩/২০২৩ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়াও, গত ১৯ আগস্ট ২০২৩ তারিখে অনুষ্ঠিত বিওএ'র সাধারণ পরিষদের সভার সিদ্ধান্ত সমূহের প্রাথমিক বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপিত হয়। পাশাপাশি প্যারিস-২০২৪ অলিম্পিক গেমসে অংশগ্রহণের প্রস্তুতির বিষয়টি নিয়েও আলোচনা করা হয়।
২৭ ফেব্রুয়ারি, ২০২৪

আর্জেন্টাইন অলিম্পিক দলে এমি মার্তিনেজ!
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কাঁদিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট কেটেছে আর্জেন্টিনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিতের পর লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকেও পাওয়ার আগ্রহ প্রকাশ করেন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। তবে আসন্ন অলিম্পিকে নিজ থেকেই অংশগ্রহণের কথা জানিয়েছেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজ।  অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় অলিম্পিক ফুটবল দল। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, চাইলে অনূর্ধ্ব-২৩ বছরের বেশি বয়সী ফুটবলার রাখতে পারবে দলগুলো। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের তালিকা বড় গুঞ্জন হিসেবে আসছে মেসি-ডি মারিয়ার নাম। যদিও নিজেদের অংশগ্রহণ নিয়ে এখনো মন্তব্য করেননি দুই তারকা।  মেসি-ডি মারিয়ার আগ্রহ না দেখালেও অলিম্পিক খেলতে চান এমি মার্তিনেজ। বিশ্বকাপ জয়ের পর এবার আর্জেন্টিনার জার্সিতে অলিম্পিক স্বর্ণপদক জিততে চান কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর।  আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিরেকটিভিকে মার্তিনেজ জানিয়েছেন, ‘জাতীয় দলের জার্সিতে যদি কিছু জেতার বাকি থাকে, সেটা হলো অলিম্পিক স্বর্ণপদক। তাছাড়া তরুণ ফুটবলারদের সবসময়ই সুযোগ দেওয়া দরকার। আর যদি আমরা কোপা জিততে পারি, তাহলে তরুণদের জন্য আমাদের সিনিয়রদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’ আর্জেন্টিনার জার্সিতে ইতোমধ্যে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ জিতেছেন এমি মার্তিনেজ। এ ছাড়া কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লোভসও জয় করেন অ্যাস্টন ভিলার গোলকিপার। আসন্ন অলিম্পিকে স্বর্ণপদক জিতলে জাতীয় দলের হয়ে অর্জনের ষোলোকলা পূর্ণ হবে এমি মার্তিনেজের।   
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

মেসির সিদ্ধান্তের অপেক্ষায় মাশ্চেরানো
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। অলিম্পিক ফুটবলে বয়সভিত্তিক অর্থাৎ অনূর্ধ্ব-২৩ দল থাকলেও তিনজন সিনিয়রের সুযোগ থাকে। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের প্রত্যাশা ফুটবল জাদুকর লিওনেল মেসি খেলুক আরও একটি অলিম্পিক। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ এবং লিওনেল মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানোও দিলেন একই ইঙ্গিত। তবে অলিম্পিকে খেলার সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দিলেন তিনি।   অনেক সমালোচনা পাশ কাটিয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে আলবেসিলেস্তে যুবারা। আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে প্যারাগুয়েও নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট। বাদ পড়তে হয়েছে গতবারের স্বর্ণজয়ী ব্রাজিলকে। মেসির অলিম্পিক খেলা নিয়ে মাশ্চেরানো বলেন, ‘মেসি ও ডি মারিয়ার সঙ্গে আমার সম্পর্ক দারুণ। কোচ হিসেবে আমি তাদের অবশ্যই দলে নিতে চাই। তবে খেলোয়াড় হিসেবে দুজনের অন্যান্য দায়বদ্ধতার জায়গা আছে। দিনশেষে এটি তাদের ওপরই নির্ভর করবে।’ এদিকে অলিম্পিকে খেলা নিশ্চিত করে উচ্ছ্বসিত আর্জেন্টিনার অধিনায়ক থিয়াগো আলমাদা। তিনি বলেন, তার বিশ্বাস মেসি এবারের অলিম্পিক আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবে। আর যদি তারা মেসিকে পান তাহলে সেটা হবে স্বপ্নের মতো। জুলাইয়ের ২৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকের ঠিক ১০ দিন আগে শেষ হবে কোপা আমেরিকার আসর। কোপায় আর্জেন্টিনা সিনিয়র দলের নেতৃত্ব দেবেন মেসি। থাকবেন ডি মারিয়াও। শুধু মাত্র ইচ্ছা শক্তিই যথেষ্ট হবে না মেসি-মারিয়াদের জন্য। অলিম্পিকে অংশ নিতে হলে মিলতে হবে এসব সূচির সমীকরণও।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

অলিম্পিক নিশ্চিতের লড়াইয়ে রাতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
প্যারিসে হতে যাওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক শুরু হতে বাকি আর চার মাস। অলিম্পিকের ফুটবল ইভেন্টে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পাবে দুটি দল। সেই দুই দলের একটি হতে রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী  ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ২টা ৩০ মিনিটে অলিম্পিকেরি টিকিট পেতে মাঠে নামবে দল দুটি।   লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও খেলছে আরও দুটি দল প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। এই চার দলের মধ্যে শীর্ষ থাকা দুটি দল যাবে প্যারিসে। প্রথম দুই ম্যাচের ফলাফলে ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলেরই অলিম্পিকে যাওয়ার সুযোগ থাকছে না। সমান ২টি করে ম্যাচ শেষে চার পয়েন্টে শীর্ষে আছে প্যারাগুয়ে। তাদের প্যারিস যাওয়া অনেকটা নিশ্চিত। তিন পয়েন্টে দুইয়ে ব্রাজিল, দুই পয়েন্টে তিনে আর্জেন্টিনা ও এক পয়েন্টে চারে আছে ভেনেজুয়েলা। আজ ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে জয়ী দল পেয়ে যাবে অলিম্পিকের টিকিট। কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ড্র করলেও তারা পেতে পারে অলিম্পিকের টিকিট। আর্জেন্টিনার সামনে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। রাতে অপর আরেক ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা। ড্র করলেই নিশ্চিত হবে প্যারাগুয়ের প্যারিসের টিকিট। তবে যদি হেরে যায় তবুও তাদের সামনে সুযোগ থাকছে। কারণ সমান ৪ পয়েন্ট হতে পারে তিনটি দলের। যদি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র হয়, আর ভেনেজুয়েলা নিজেদের ম্যাচ জেতে তখন ৪ করে পয়েন্ট হবে ব্রাজিল, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার। তখন দেখা হবে মুখোমুখি লড়াইয়ের হিসাব। ব্রাজিল ভেনেজুয়েলাকে হারিয়েছে, হেরেছে প্যারাগুয়ের বিপক্ষে। এর আগে টোকিও অলিম্পিকের বাছাইয়ের চূড়ান্ত পর্বেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। তবে সেবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েই মূলপর্বে খেলেছিল আর্জেন্টিনা। ব্রাজিল খেলেছিল দ্বিতীয় দল হিসেবে। তবে সেবার অলিম্পিক সেরার স্বর্ণপদক জিতেছিল ব্রাজিল।
১১ ফেব্রুয়ারি, ২০২৪

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিল, অপেক্ষায় আর্জেন্টিনা
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল সেলেসাও যুবারা। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে জুনিয়র সেলেসাওরা। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে সবার ওপরে থেকেই অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করল ব্রাজিল। অলিম্পিকের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হতো ইকুয়েডরকে। তবে মূল ম্যাচে তেমন কিছুই করে দেখাতে পারেনি তারা। এন্ড্রিক-মারলন গোমেসদের কাছে একপ্রকার ধরাশায়ী হতে হয় ইকুয়েডরের ফুটবলারদের। অবশ্য ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে প্রথম গোলটা আসে ইকুয়েডরের পক্ষে। ক্লাভিয়ের মারকেডোর গোলে লিড পায় তারা। ডিবক্সের বাইরে থেকে জোরালো শট ঠেকাবার উপায় ছিল না ব্রাজিল গোলকিপারের। ইকুয়েডরের লিড অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল খাওয়ার ৬ মিনিটের মাথায় মারলন গোমেস ব্রাজিলেকে এনে দেন সমতা। গ্যাব্রিয়েল পিরানির ৭৫ মিনিটের গোলে প্যারিস অলিম্পিক নিশ্চিত করে ব্রাজিল। ৪ ম্যাচ থেকে ইকুয়েডর পেয়েছে ৭ পয়েন্ট। স্বাগতিক ভেনিজুয়েলা ৩ ম্যাচে পেয়েছে ৫ পয়েন্ট। পরের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৮। ব্রাজিল তাই পরের ম্যাচে হারলেও বিপদ নেই। প্যারিসের অলিম্পিকের মূল বাছাইয়ের জন্য এখন থেকেই প্রস্ততি নেওয়ার সব আয়োজন শুরু করতে পারে ব্রাজিল। তবে ব্রাজিল নিশ্চিত করলেও আর্জেন্টিনা এখনো বাছাইপর্বের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার অপেক্ষায় আছে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। তৃতীয় স্থানে থাকা পেরুর পয়েন্ট ৩ ম্যাচে ৩। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চিলি। ২ ম্যাচ থেকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি সবার নিচে থাকা উরুগুয়ে। ‘এ’ ও ‘বি’—এই দুই গ্রুপ থেকে দুটি করে দল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে।
৩০ জানুয়ারি, ২০২৪

বিএসপিএর নেতৃত্বে রেজওয়ান-সামন
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪ এর রেজওয়ান উজ জামান রাজিব। সংস্থাটির সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত দৈনিক মানবজমিনের মো. সামন হোসেন। বুধবার (২৪ জানুয়রি) দেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন এই সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ২০২৪ ও নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে হওয়া নির্বাচনে উপস্থিত ছিলেন সংগঠনটির ১৮৭ জন সদস্য। এবারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯ পদের ১৯ জন প্রার্থী।  ১৯ জনের কমিটিতে দুই সহসভাপতি কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর) ও সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক দেশ রুপান্তর)। যুগ্ম সম্পাদক ফয়সার মুহাম্মদ তিতুমীর (বিবিসি বাংলা) ও রেদওয়ান সুলতান শুয়েব (চ্যানেল ২৪)। অর্থ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংবাদ), সাংগঠনিক সম্পাদক মো. সামীউর রহমান (দৈনিক দেশ রুপান্তর)। দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমাদের সময়) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হোরায়রা তামিম (একুশে টিভি)।  এবারের নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৯ জন কার্যনির্বাহী সদস্য। তারা হলেন- খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), তালহা বিন নজরুল (ফ্রিল্যান্সার), মো. আনোয়ার উল্লাহ (বাংলাদেশ পোস্ট), পরাগ আরমান (এটিএন বাংলা), মো. সাহাবউদ্দিন সাহাব (দৈনিক করতোয়া), রাশিদা আফজালুন নেসা (বাসস), আবু নোমান মো. উল্লাহ (অল আউট স্পোর্টস), রায়হান উদ্দিন রাসেল (দৈনিক কালবেলা) ও সজল কুমার মিত্র রিচার্ড (সময় টিভি) । বিএসপিএর আজীবন সদস্য বিমান ভট্টাচার্য নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের অন্য তিন সদস্য ছিলেন- মোফাখখারুল ইসলাম দিলখোশ, ইয়াহিয়া মুন্না ও জিয়াউদ্দিন সাইমুম।  
২৪ জানুয়ারি, ২০২৪

প্যারিস অলিম্পিকে খেলবেন মেসি-ডি মারিয়া!
ফুটবল বিশ্বের পরাশক্তি আর্জেন্টিনার যে কোনো ফাইনাল ম্যাচ মানেই অ্যাঞ্জেল ডি মারিয়ার গোল। বিশ্বকাপ জয় কিংবা ২০২১ এর কোপা সব জায়গাতেই গোল করে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন তিনি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের ফুটবল ইভেন্টে নাইজেরিয়াকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন লিওনেল মেসি ও ডি মারিয়া এবং ফাইনালে গোল আছে ডি মারিয়ার। এদিকে এই বছরই অলিম্পিকের আসর বসবে প্যারিসে। অলিম্পিকে ফুটবলে মূলত অনূর্ধ্ব-২৩ দল খেললেও কোচ চাইলে তিনজন বেশি বয়সী খেলোয়াড়কে খেলাতে পারেন। এবারের আসরে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতানোর সম্ভাবনা রয়েছে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার। এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার যুবাদের কোচ হ্যাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ডিস্পোর্টস রেডিও তাদের এক খবরে জানিয়েছে, মেসি ও ডি মারিয়া নাকি প্যারিস অলিম্পিকে খেলতে চান। একই রকম রিপোর্ট করেছে গোল ডটকমও। তারা বলছে মেসি-ডি মারিয়ার এই ইভেন্টে খেলার সুযোগ আছে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হাভিয়ের মাসচেরানোকে দেওয়া হয়েছে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের দায়িত্ব। মাসচেরানো ডিস্পোর্টসকে বলেন, ‘মেসি কিংবা ডি মারিয়া চাইলেই এখানে খেলতে পারবেন। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে তাদের ইচ্ছার ওপর। ডি মারিয়ার ইচ্ছা তিনি কোপা দিয়ে ক্যারিয়ার শেষ করবেন। অলিম্পিক দিয়ে শেষ করলে সেটিও খারাপ হবে না।’  কোপা আমেরিকার পর, জুলাইতে শুরু হবে অলিম্পিক গেমস। তবে এর জন্য আর্জেন্টিনাকে আগে বাছাইপর্ব পার করতে হবে। বাছাইপর্ব পার হওয়ার পর বোঝা যাবে মেসি ও ডি-মারিয়া খেলবেন কি না।
২০ জানুয়ারি, ২০২৪
X