চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কাঁদিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট কেটেছে আর্জেন্টিনা। প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিতের পর লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকেও পাওয়ার আগ্রহ প্রকাশ করেন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। তবে আসন্ন অলিম্পিকে নিজ থেকেই অংশগ্রহণের কথা জানিয়েছেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজ।
অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় অলিম্পিক ফুটবল দল। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, চাইলে অনূর্ধ্ব-২৩ বছরের বেশি বয়সী ফুটবলার রাখতে পারবে দলগুলো। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের তালিকা বড় গুঞ্জন হিসেবে আসছে মেসি-ডি মারিয়ার নাম। যদিও নিজেদের অংশগ্রহণ নিয়ে এখনো মন্তব্য করেননি দুই তারকা।
মেসি-ডি মারিয়ার আগ্রহ না দেখালেও অলিম্পিক খেলতে চান এমি মার্তিনেজ। বিশ্বকাপ জয়ের পর এবার আর্জেন্টিনার জার্সিতে অলিম্পিক স্বর্ণপদক জিততে চান কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডিরেকটিভিকে মার্তিনেজ জানিয়েছেন, ‘জাতীয় দলের জার্সিতে যদি কিছু জেতার বাকি থাকে, সেটা হলো অলিম্পিক স্বর্ণপদক। তাছাড়া তরুণ ফুটবলারদের সবসময়ই সুযোগ দেওয়া দরকার। আর যদি আমরা কোপা জিততে পারি, তাহলে তরুণদের জন্য আমাদের সিনিয়রদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’
আর্জেন্টিনার জার্সিতে ইতোমধ্যে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ জিতেছেন এমি মার্তিনেজ। এ ছাড়া কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লোভসও জয় করেন অ্যাস্টন ভিলার গোলকিপার। আসন্ন অলিম্পিকে স্বর্ণপদক জিতলে জাতীয় দলের হয়ে অর্জনের ষোলোকলা পূর্ণ হবে এমি মার্তিনেজের।
মন্তব্য করুন