১৯ এপ্রিল বাংলাদেশে আসছেন আতিফ আসলাম
পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর কনসার্ট করতে বাংলাদেশে আসছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ক নিজেই এমনটি জানিয়েছেন।   আতিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্থির ছবি দিয়ে ভিডিও শেয়ার করেন। আরাবিয়ান মিউজিকের সঙ্গে আতিফের একটি ছবি শেয়ার করে লিখা হয়, ‘বাংলাদেশ লেটস ভাইব টুগেদার সুন।’ এরপর মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।  পাকিস্তানি এই শিল্পী আগামী ১৯ এপ্রিল বাংলাদেশে আসছেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজক কমিটির এক কর্মকর্তা। তিনি আরও জানান আতিফের বাংলাদেশ সফর নিয়ে খুব দ্রুতই একটি সংবাদ সম্মেলন করা হবে। এর আগে মাসখানেক আগে আতিফ আসলামের বাংলাদেশে আসর গুঞ্জন শোনা গিয়েছিল। সে সময় স্টার বক্স এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান জানায়- ২০২৪ সালে কনসার্ট করতে বাংলাদেশে আসবেন আতিফ আসলাম। কিন্তু পরবর্তীতে তার আর আসা হয়নি। এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখতে যাচ্ছেন সংগীতের জনপ্রিয় এই তারকা। ২০২৪ সালের বিপিএলেও আতিফকে আনার চেষ্টা করেছিল আয়োজকরা। তবে শিডিউল ব্যস্ততার কারণে তার আসা হয়নি। অবশেষে বাংলাদেশে আসছেন তিনি।
২৮ মার্চ, ২০২৪

গাজায় দেড় কোটি রুপি সহায়তা দিলেন আতিফ আসলাম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য দেড় কোটি রুপি অর্থ সহায়তা দিয়েছেন পাকিস্তানি সংগীত শিল্পী আতিফ আসলাম। পাকিস্তানি দাতব্য সংস্থা আল খিদমত ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এই অর্থ সহায়তা অবরুদ্ধ গাজায় পাঠিয়েছেন। গতকাল রোববার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ। আতিফ আসলাম এমন এক সময়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ সহায়তা করলেন যখন গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ মরলেও বিশ্বের অধিকাংশ তারকা মুখে কুলুপ এঁটে বসে আছেন। অসহায় গাজাবাসীর জন্য এই সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আল খিদমত ফাউন্ডেশন পাকিস্তান। এক এক্সবার্তায় সংস্থাটি জানিয়েছে, এই কঠিন সময়ে গাজার ফিলিস্তিনিদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও খাদ্য সহায়তার জন্য দেড় কোটি পাকিস্তানি রুপি সহায়তা দেওয়ায় আতিফ আসলামের প্রতি প্রতি গভীর কৃতজ্ঞতা। এর আগে গত সপ্তাহে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন পাকিস্তানি এই সংগীতশিল্পী। তিনি বলেছিলেন, ফিলিস্তিনে নিরপরাধ মানুষের প্রাণহানিতে আমি শোক প্রকাশ করছি। আসুন এই কঠিন সময়ে একসঙ্গে তাদের পাশে দাঁড়াই। শান্তির জন্য দোয়া করি। উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলার পাশাপাশি সেখানে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণে গাজায় পাঁচ হাজারের বেশি মানুষ নিহত এবং ১৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এ ছাড়া অবরোধের কারণে সেখানে খাবার, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে সেখানে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।
২৩ অক্টোবর, ২০২৩
X