ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছেন আরিফিন শুভ
প্রায় তিন মাসে আগে মা হারিয়েছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ।  মায়ের খুব আদরের ছিলেন এই নায়ক।  মায়ের খুব ভক্ত তিনি।  সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে দুষ্টুমির ভিডিও পোস্ট করতেন তিনি। মাকে নিয়ে যেতেন বিভিন্ন রেস্তোরাঁয়।  মায়ের অসুস্থতায় সব ব্যস্ততা উপেক্ষা করে পাশে থাকতেন শুভ।  তাই মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল নায়কের জীবনে। সেই শোক কাটেনি এখনো।  ঈদের দিনেও মা হারানোর শোক তাড়িয়ে বেড়াচ্ছে তাকে।  মায়ের স্মৃতি ধরে রাখতে এই ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন আরিফিন শুভ।  গলায় পরেছেন মায়ের চেন।  সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন নায়ক নিজেই। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেছেন শুভ।  সেখানে কবর জিয়ারত করছে দেখা গেছে নায়ককে।  মৃত মায়ের ছবিও পোস্ট করেছেন তিনি।  ক্যাপশনে লিখেছেন, যখন অনেক কিছু বলার থাকে, তখন হয়তো কিছুই বলা যায় না। এ ছাড়া ওই পোস্টে মাকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন শুভ। তিনি লিখেছেন- মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় তিন মাস। এখনো বোঝার চেষ্টা করছি যে কী হলো আসলে। আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো। সবকিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে। আরিফিন শুভ আরও লিখেছেন, তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি। এবারের ঈদে মা, আজকে যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি নিচে গার্ডরা বলল- এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগল এই ভেবে যে, বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই আট-নয় বছর নোটিশ করেছে। পোস্টের শেষে শুভ লিখেছেন, এবার তোমার গলার চেইনটা নিজেই পরলাম, কিন্তু আমাদের ওই কমেডি করাটা আর হলো না যে, আমি চাইব আর তুমি বলবে নে, কিন্তু খুলে দেবে না। তোমার সাথে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সকল মাকে ঈদ মোবারক।
১১ এপ্রিল, ২০২৪

মা হারালেন চিত্রনায়ক আরিফিন শুভ
দেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর মা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শুভর মা খাইরুন নাহারের (৭০) মৃত্যু হয়। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেতা জায়েদ খান। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘চিত্রনায়ক আরিফিন শুভ’র মা গতকাল রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার বাদ ফজর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।’ জানা যায়, গত ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন শুভর মা খাইরুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি। এদিকে জায়েদ খান আরও জানান, ‘আজ বাদ ফজর জানাজা শেষে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।’ উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজ পা রাখেন আরিফিন শুভ। এরপর ২০০৭ সালে তিনি নাটকে অভিনয় শুরু করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।
২৫ জানুয়ারি, ২০২৪

১০ কাঠা জমি পেলেন আরিফিন শুভ
প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট। এ ছাড়া প্লট পেয়েছেন প্রযোজক লিটন হায়দার। তাকে দেওয়া হয়েছে ৩ কাঠার প্লট। ২০২৩ সালের ২৭ নভেম্বর রাজউকের বোর্ডসভায় এ সিদ্ধান্ত হয়। রাজউক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ নভেম্বর ১৮তম বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সভায় আরিফিন শুভর নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের সিদ্ধান্ত জানিয়ে দেন। অন্যদিকে লিটন হায়দারের নামে ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লট বরাদ্দ দেয়। আরও জানা যায়, গত বছর ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দিয়েছেন। সংবাদমাধ্যমকে প্রযোজক লিটন হায়দার বলেন, ‘আমি বঙ্গবন্ধুর চেতনা ধারণ করি। একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে প্লটের আবেদন করেছিলাম। সবকিছু বিবেচনার পরই এ সিদ্ধান্ত এসেছে। শুভর বিষয়ে তিনি বলেন, এটি একটি সরকারি সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজউকের মাধ্যমে এ সিদ্ধান্ত এসেছে। তবে আমার জানামতে, তিনি প্লট বরাদ্দ পেয়েছেন। এ বিষয়ে আরিফিন শুভর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
০৩ জানুয়ারি, ২০২৪

রাজউকের প্লট পেলেন আরিফিন শুভ
প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট। এ ছাড়াও প্লট পেয়েছেন প্রযোজক লিটন হায়দার। তাকে দেওয়া হয়েছে ৩ কাঠার প্লট। ২০২৩ সালের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। রাজউক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ নভেম্বর ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় আরিফিন শুভর নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের সিদ্ধান্ত জানিয়ে দেন। অন্যদিকে, লিটন হায়দারের নামে ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লট বরাদ্দ দেয়। আরও জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দিয়েছেন। সংবাদমাধ্যমকে প্রযোজক লিটন হায়দার বলেন, ‘আমি বঙ্গবন্ধুর চেতনা ধারণ করি। একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে প্লটের আবেদন করেছিলাম। সবকিছু বিবেচনার পরই এই সিদ্ধান্ত এসেছে।   শুভর বিষয়ে লিটন বলেন, এটি একটি সরকারি সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজউকের মাধ্যমে এই সিদ্ধান্ত এসেছে। তবে আমার জানা মতে তিনি প্লট বরাদ্দ পেয়েছেন। এ বিষয়ে আরিফিন শুভর কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
০২ জানুয়ারি, ২০২৪

নতুন সিনেমায় আরিফিন শুভ
নতুন সিনেমার খবর জানালেন ঢাকাই সিনেমায় নায়ক আরিফিন শুভ। ‘নীলচক্র’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন মিঠু খান। এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। শিগগির এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ নিজেই। যদিও ছবির কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এ নায়ক। শুধু জানালেন, দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে। এরই মধ্যে ছবিটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ হয়েছে। ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এ চলচ্চিত্রে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।  
১১ নভেম্বর, ২০২৩

নতুন সিনেমায় আরিফিন শুভ
নতুন সিনেমার খবর জানালেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। ‘নীলচক্র’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন মিঠু খান। এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। খুব শিগগিরই এর শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করেছেন আরিফিন শুভ নিজেই। যদিও ছবির কাজ শেষ না করে বিস্তারিত কথা বলতে নারাজ এই নায়ক। শুধু জানালেন, ‘দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্ক, সঙ্গে আরও কিছু আছে।’ ইতোমধ্যে ছবিটির অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ হয়েছে। ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই চলচ্চিত্রে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।
১০ নভেম্বর, ২০২৩

মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো : আরিফিন শুভ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর দেশে মুক্তি পায় ছবিটি। ২৭ অক্টোবর ভারতে বাংলা ও হিন্দি ভাষায় ৫০৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি মুক্তি উপলক্ষে ভারতে আছেন এই অভিনেতা। সেখানে একটি পোর্টালে সাক্ষাৎকার দিয়েছেন শুভ। বলেছেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো’। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনে অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘মুজিব টিম এবং কলাকুশলীদের সাথে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি’। সাক্ষাৎকারে হিন্দিতে সাবলীলভাবে কথা বলেছেন এই অভিনেতা। হিন্দিতে এত সাবলীল হওয়ার বিষয়ে সাক্ষাৎকারে শুভ বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাদের দোষ দিন’। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বলিউডের ব্যাপক প্রভাব। কারণ আমরা পাশাপাশি সীমান্তের। আমার অনেক উত্তর ভারতীয় ও পাঞ্জাবি বন্ধু রয়েছে’। বলিউডে কাজ করার আছে কিনা- এমন প্রশ্নেরে উত্তরে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে আমি জানি না।’  
২৯ অক্টোবর, ২০২৩

প্রধানমন্ত্রীর প্রশংসায় ভাসছেন আরিফিন শুভ
অবশেষে মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে আজ শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিটি দেখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পাশে বসেই সিনেমাটি দেখেছেন তিনি। সিনেমা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কী বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, ‘‘বঙ্গবন্ধুর মেয়ে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মনে করেছেন আমি তুলে ধরতে পেরেছি, আমি পেরেছি কিনা সেটা ভাবার বা প্রয়োজন আমি দেখি না। যার বাবার চরিত্র করেছি তার মনে হয়েছে, আমি পেরেছি। যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন, একজন কন্যার যদি তার বাবাকে নিয়ে মনে হয়, আমার বাবার চরিত্র এ সুন্দর করেছে। উনি রীতিমতো আমাকে জিজ্ঞেস করলেন, ‘কীভাবে করছ? কীভাবে করলা, এত সুন্দর করে’?’’ ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির ডিস্টিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়ার ওপর। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল। সিনেমার পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল। শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে আছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
১৩ অক্টোবর, ২০২৩
X