রাজারহাটে আলু চাষ বাড়ছে
মুনাফা বেশি হওয়ায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আলু চাষ বাড়ছে। শুরুতে আলু চাষ করে মুনাফার মুখ দেখেননি অনেকেই। পরে পরীক্ষামূলকভাবে এস্টারিক্স জাতের আলু চাষ করে সুফল পেয়েছেন এ অঞ্চলের কৃষকরা। এরপর থেকেই মূলত আলু চাষ বাড়ছে। উপজেলার সদর ইউনিয়নের দুধখাওয়া মণ্ডলপাড়া গ্রামের কৃষক ফজলুল হক মণ্ডল এবার নিজের ৪ একর জমিতে এস্টারিক্স জাতের আলু চাষ করেছেন। তিনি বলেন, ২০২০ ও ২০২১ সালে ওই জমিতে আলু চাষ করে হিমাগারে রেখেছিলাম। সে সময় অনেক লোকসান গুনতে হয়েছিল। কিন্তু ২০২২ সালে পরীক্ষামূলক এস্টারিক্স জাতের আলু চাষ করে লাভের মুখ দেখি। তাই এবারও আলু চাষ করেছি। তার পথে এগোচ্ছেন একই গ্রামের নজরুল ইসলাম মণ্ডল। তিনি ৬০ শতাংশ জমিতে আলু চাষ করছেন। এ ছাড়া সুজন চৌধুরী ৫৫, মাসুদ মিয়া ৬০ ও মকবুল হোসেন ৮০ শতাংশ জমিতে আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান বাজারে আলুর দাম বেশি। তাই আলুতে মুনাফার আশাও করছেন তারা।
০৬ নভেম্বর, ২০২৩
X