বিচ্ছেদের পর সানিয়ার প্রথম ইনস্টাগ্রাম পোস্ট
উপমহাদেশের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবেই ধরা হতো পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সম্পর্কটিকে। দুই চিরবৈরী দেশের এই দুই তারকার প্রেম ও বিয়েকে অনেকেই আদর্শ হিসেবে দেখত তবে অনেকের চোখে পারফেক্ট কাপল এই জুটি শেষ হলো বিচ্ছেদের মাধ্যমে। বিচ্ছেদের পর শোয়েব বিয়েও করে ফেলেছেন। বিচ্ছেদের খবর সানিয়ার পরিবার নিশ্চিত করলেও সানিয়া নিজে এখনও পর্যন্ত তা নিয়ে একটি কথাও বলেননি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে অবশ্য একটি পোস্ট করেছেন ভারতীয় টেনিস তারকা। তাতেও সরাসরি বিচ্ছেদ নিয়ে কোন কিছু বলেননি তিনি।               View this post on Instagram                       A post shared by Sania Mirza (@mirzasaniar) সানিয়ার করা ইনস্টাগ্রাম পোস্টটিতে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ক্যাপশন দিয়েছেন সেটির “প্রতিচ্ছবি”। সম্প্রতি শোয়েবের তৃতীয় বিয়ের আগে থেকেই সানিয়া এবং শোয়েবের বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছিল। শোয়েবের তৃতীয় বিয়ের পরই অবশ্য সানিয়ার পরিবার জানিয়ে দেয় কয়েক মাস আগেই তার এবং শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সানিয়ার বাবা ইমরান প্রথম জানিয়েছিলেন মেয়ের বিচ্ছেদের কথা। অবশ্য পরিবার বললেও ভারতীয় টেনিস তারকা বিচ্ছেদ নিয়ে একটি শব্দও বলেননি। বিচ্ছেদ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, সেই সময় মির্জা পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘‘সানিয়া সব সময় ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালে রাখার চেষ্টা করেছে। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন কিছু না বললেই নয়। সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়েছে সানিয়া।’’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘সানিয়া জীবনের একটা সংবেদনশীল সময়ের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ওর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ, অনুগ্রহ করে কোনও রকম গুজব ছড়াবেন না। ওর ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান করুন।’’
২৬ জানুয়ারি, ২০২৪

ইনস্টাগ্রাম থেকে স্বামীর সব স্মৃতি মুছে ফেললেন সানিয়া
ভারতের খ্যাতিমান টেনিস তারকা সানিয়া মির্জা ও পাক ক্রিকেটার শোয়েব মালিক যখন বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তখন তা একপ্রকার সিনেমার গল্পকেই হার মানায়। তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারেনি সীমান্তের বেড়াজালও। তবে ২০২২ সাল থেকেই তাদের মধ্যে রয়েছে বিচ্ছেদের গুঞ্জন। এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্বামী শোয়েব মালিকের সব স্মৃতি মুছে ফেলে সেই গুঞ্জনের পালে আরও হাওয়া দিলেন সানিয়া। তবে তাদের ১৪ বছরের সংসার ভেঙেছে কি না এই নিয়ে সরাসরি তাদের কেউই মুখ খোলেননি। আনুষ্ঠানিকভাবে এখনো স্বামী-স্ত্রী হলেও বহুদিন একসঙ্গে দেখা যায় না শোয়েব-সানিয়াকে। শোয়েব ছেলের সঙ্গে দুবাইতে সময় কাটালে সেখানে দেখা মেলে না সানিয়ার। অন্যদিকে সানিয়ার অবসর, জন্মদিনের পার্টিতে মির্জা পরিবারের পাশে দেখা যায় না শোয়েবকে। কাগজে কলমে এক থাকলেও বাস্তবে তারা আলাদা।  ২০১০ সালে বিয়ের পর ভালই চলছিল তাদের সংসার। ঘর আলো করে এসেছিল এক সন্তানও। তবে ছেলেকে নিয়ে তাদের সুখী সংসারে বাঁধা হয়ে দাড়ায় শোয়েব মালিকের পরকীয়া।  এবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শোয়েবের স্মৃতি মুছে ফেলা দেখে অনেকের ধারণা বিচ্ছেদের খবরে সিলমোহরই দিয়ে দিলেন সানিয়া। ছবি মুছে ফেলার সাথে অবশ্য একটি উদ্ধৃতিও শেয়ার করেছেন তিনি। তাতে লেখা রয়েছে- ‘বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বাছবেন, সেটা আপনার সিদ্ধান্ত…, ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বাছুন… আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বাছব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন’। যখন শোয়েব-সানিয়া বিয়ের সিদ্ধান্ত নেন তখনই তাদের নিয়ে কম সমালোচনা হয়নি। তবে তা ভালোভাবেই সামলান এই দম্পতি। বিয়ের পর অবশ্য পাকিস্তান-ভারত কোথাও নয় বরংচ তারা থাকতেন দুবাইয়ে। কটাক্ষ থাকলেও দাম্পত্য জীবন ভালোভাবেই পার করছিলেন তারা। তবে ২০২২ সালে পাক সুন্দরী আয়েশা ওমরের সঙ্গে এক ঘনিষ্ঠ ফটোশুটে ধরা দেন শোয়েব। তারপর থেকেই যেন বদলে যায় শোয়েব-সানিয়ার সম্পর্কের রং। অনেকের দাবি, বিয়ে আগেই ভেঙেছে শোয়েব-সানিয়ার সম্পর্ক। তবে আনুষ্ঠানিকভাবে সেই কথা জানাননি দুজনে।
১৮ জানুয়ারি, ২০২৪

রিলসের জন্য নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম প্রতিদিনই ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার এনে তাক লাগিয়ে দিচ্ছে। এবারও ব্যবহারকারীদের নতুন রিলস ফিচার নিয়ে এসেছে এ প্ল্যাটফর্মটি।  বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের মন জয় করতে প্রথম থেকেই রিলসে নতুন নতুন ফিচার যোগ করছে মেটার মালিক মার্ক জাকারবার্গ। এবার রিলসে কী সুবিধা পাওয়া যাবে সেটিও জানিয়েছে মেটার মালিক। তিনি জানান, ইনস্টাগ্রাম স্টোরির মতো ফিচার এবার যুক্ত হয়েছে রিলসের সঙ্গেও। এতে ব্যবহারকারীরা ভিডিওর সঙ্গে গানের কথা লিখে আপলোড করতে পারবেন। স্বাভাবিকভাবেই জানতে চাইবেন কীভাবে এডিটের সময় রিলসে জুড়ে দেওয়া যাবে গানের কথাগুলো। খুব সহজ। যেভাবে স্টোরি আপলোড করেন, অনেকটা সেই পদ্ধতিতে এ কাজ করা যাবে। ‘+’ আইকনটি ক্লিক করে রিলস তৈরি করতে হবে। তারপর ‘Audio’ অপশনে ক্লিক করে যোগ করুন আপনার পছন্দের গান। এবার বাঁ-দিকে সোয়াইপ করে যোগ করুন সেই গানের লিরিক্স বা শব্দগুলো। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠতে পারে কীভাবে এডিটের সময় রিলসের সঙ্গে গানের কথা জুড়ে দেওয়া যাবে। উত্তরটা সোজা, আপনি যেভাবে স্টোরি আপলোড করেন ঠিক একইভাবে এই কাজ করা যাবে। এজন্য ‘+’ চিহ্নটিতে ক্লিক করে রিলস তৈরি করতে হবে। তারপর ‘অডিও’ অপশনে ক্লিক করে আপনার পছন্দের গান যুক্ত করবেন। এবার বাম দিকে টেনে সেই গানের লিরিক্স বা শব্দগুলো যোগ করুন। ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসারি বলেন, অনেক সময়ই দেখা যায় ব্যবহারকারীরা ম্যানুয়ালি গানের শব্দগুলো যোগ করেন। কিন্তু এবার তা আরও সহজেই করা যাবে। এতে নিজের মনোভাব আরও ভালোভাবে ব্যক্ত করা যাবে। তবে শুধু গানের কথা যোগ করাই নয়, ব্যবহারকারীদের আকৃষ্ট করতে অদূর ভবিষ্যতে ইনস্টাগ্রামে আরও কিছু ফিচার আনার কথাও জানিয়েছেন মোসারি। সূত্র : গ্যাজেট ৩৬০
০৬ নভেম্বর, ২০২৩

ইনস্টাগ্রাম আয়ে রোনালদোর হ্যাটট্রিক
ইউরোপ ছেড়ে এশিয়া ও আমেরিকায় পাড়ি জমালেও মেসি-রোনানদোর জমাট লড়াই এখনো শিরোনামে। দুই সুপারস্টারের প্রতি দর্শক-সমর্থকদের আবেদনও অটুট আছে। খেলার নানা রেকর্ডের পাশাপাশি আয়-রোজগারে তাদের লড়াই প্রায়ই শিরোনাম হয়। এবার শিরোনামে উঠে এলো দুই মহাতারকার ইনস্টাগ্রাম আয়ের পরিসংখ্যান। এ পরিসংখ্যানে টাকার অঙ্কের সঙ্গে জনপ্রিয়তার একটি সূচকও স্পষ্ট হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রাম ফেভারিট হিসেবে মেসিকে টপকে টানা তৃতীয়বারের মতো শীর্ষ স্থান ধরে রেখেছেন রোনালদো। ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ নানা তথ্য-উপাত্ত সংবলিত এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করলে কত টাকা আয় হয়। ৬০ কোটি ফলোয়ার থাকা রোনালদো একটি পোস্টের জন্য পেয়ে থাকেন ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৫ কোটি ৪৯ লাখ। ৪৮ কোটি ২০ লাখ ফলোয়ার নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে মেসির আয় ২.৬০ মিলিয়ন মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ২৮ কোটি ৫৬ লাখ টাকা। শীর্ষ আয়ের তালিকায় মেসি আছেন তৃতীয় স্থানে। রোনালদো-মেসি ছাড়া ক্রীড়াঙ্গনের আর কারও শীর্ষ দশে জায়গা না হলেও ২০ জনের মধ্যে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। রোনালদো-মেসিকে পেছনে ফেলেছেন বিশ্বখ্যাত শো-বিজ তারকা, ব্যবসায়ী কাইলি জেনার, সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ, ‘দ্য রক’ খ্যাত অভিনেতা ডোয়াইন জনসনকেও।
১২ আগস্ট, ২০২৩
X