ইউরোপ ছেড়ে এশিয়া ও আমেরিকায় পাড়ি জমালেও মেসি-রোনালদোর জমাট লড়াই এখনো শিরোনামে। দুই সুপারস্টারের প্রতি দর্শক-সমর্থকদের আবেদনও অটুট আছে। খেলার নানা রেকর্ডের পাশাপাশি আয়-রোজগারে তাদের লড়াই প্রায়ই শিরোনাম হয়। এবার শিরোনামে উঠে এলো দুই মহাতারকার ইনস্টাগ্রাম আয়ের পরিসংখ্যান।
এ পরিসংখ্যানে টাকার অঙ্কের সঙ্গে জনপ্রিয়তার একটি সূচকও স্পষ্ট হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, ইনস্টাগ্রাম ফেভারিট হিসেবে মেসিকে টপকে টানা তৃতীয়বারের মতো শীর্ষ স্থান ধরে রেখেছেন রোনালদো। ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ নানা তথ্য-উপাত্ত সংবলিত এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করলে কত টাকা আয় হয়। ৬০ কোটি ফলোয়ার থাকা রোনালদো একটি পোস্টের জন্য পেয়ে থাকেন ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৫ কোটি ৪৯ লাখ। ৪৮ কোটি ২০ লাখ ফলোয়ার নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে মেসির আয় ২.৬০ মিলিয়ন মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ২৮ কোটি ৫৬ লাখ টাকা।
শীর্ষ আয়ের তালিকায় মেসি আছেন তৃতীয় স্থানে। রোনালদো-মেসি ছাড়া ক্রীড়াঙ্গনের আর কারও শীর্ষ দশে জায়গা না হলেও ২০ জনের মধ্যে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার। রোনালদো-মেসিকে পেছনে ফেলেছেন বিশ্বখ্যাত শো-বিজ তারকা, ব্যবসায়ী কাইলি জেনার, সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ, ‘দ্য রক’ খ্যাত অভিনেতা ডোয়াইন জনসনকেও।
ইনস্টাগ্রাম : আয়ে শীর্ষ ১০ (মার্কিন ডলার)
১. রোনালদো ২৩ লাখ ৯০ হাজার
২. কাইলি জেনার ১৮ লাখ ৩০ হাজার
৩. লিওনেল মেসি ১৭ লাখ ৭০ হাজার
৪. সেলেনা গোমেজ ১৭ লাখ ৫০ হাজার
৫. ডোয়াইন জনসন ১৭ লাখ ২০ হাজার
৬. কিম কার্দাশিয়ান ১৬ লাখ ৮০ হাজার
৭. আরিয়ানা গ্র্যান্ডে ১৬ লাখ ৮০ হাজার
৮. বিয়ন্স ১৩ লাখ ৯০ হাজার
০৯ খলো কার্দাশিয়ান ১৩ লাখ ২০ হাজার
১০. কেন্ডাল জেনার ১২ লাখ ৯০ হাজার ------------------------------------------- ১৪. বিরাট কোহলি ১০ লাখ ০৮ হাজার ১৮. নেইমার ৯ লাখ ৫৪ হাজার
মন্তব্য করুন