রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে : প্রধানমন্ত্রী 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে এবং খেয়েছে। কিন্তু আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্য এবং বিএনপি আসে নিতে। আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।  শেখ হাসিনা বলেন, আমার নির্দেশমতো ইফতার পার্টি না করে, দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার পূরণ করে, দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে। আগামীতে সবার অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারব। শেখ হাসিনা আরও বলেন, অনেকে গর্ব করে বলেন- এক হাজারের ওপর ইফতার পার্টি করেছে; তারা ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ খেতে আসে না, দিতে আসে; মানুষকে দেয়। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা। দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। তিনি বলেন, যারা আজ গণভবনে এসেছেন, তাদের জন্য সীমাহীন আনন্দ। ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ। এ সময় শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
১১ এপ্রিল, ২০২৪

লিভারপুলের মাঠে আজানের মধুর ধ্বনিতে প্রায় ৩০০০ মানুষের ইফতার
রমজান মাস। সূর্যাস্তের সময়, ইফতারের সময়। আজান হচ্ছে বিশ্বের অন্যতম বিখ্যাত ফুটবল ক্লাব লিভারপুলের স্টেডিয়াম অ্যানফিল্ডে। যে দৃশ্য চোখ জুড়িয়েছে পুরো ফুটবল বিশ্বের। লিভারপুলের ষাট হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠ অ্যানফিল্ডে রোববার (৯ এপ্রিল) উপস্থিত ছিলেন প্রায় হাজার তিনেক দর্শক। একপাশে আজান আরেক পাশে আবার রোজাদারদের ইফতার। অ্যানফিল্ড শিখিয়ে গেল অমুসলিম দেশে মুসলিম ভ্রাতৃত্ব। মাত্র কয়েক দিন আগেই ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন একটা নোটিশে বলা হয়েছিল ফরাসি লিগ ওয়ানে খেলা মুসলিম ফুটবলারদের জন্য স্পেশাল কোনো আয়োজন কিংবা খেলার সময় মাগরিবের আজান হলে ইফতারের বিরতি দেওয়া হবে না। শুধু কী তাই? মার্চের ইন্টারন্যাশনাল ফিফা উইন্ডোতে ফ্রান্স দলে ট্রেইনিংয়ের সময়ও কোনো রোজা ভাঙার বিরতি দেওয়ার পক্ষে ছিল না ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফ্রান্স ফুটবলের এই নিয়মটি জানার পর ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মোহেমাদু দেওয়ারা দল থেকে বের হয়ে যান। অন্যদিকে, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়াসহ অনেক দেশ রমজান মাসে রোজা রাখা মুসলিম খেলোয়াড়দের সুবিধা দিয়েছে এবং সূর্যাস্তের সময় তাদের জন্য বিশেষ বিরতির ব্যবস্থা রয়েছে যাতে তারা তাদের রোজা ভাঙতে পারে। যা সাধুবাদ জানিয়েছে পুরো মুসলিম বিশ্ব। যুক্তরাজ্য সরকারও রমজানে মুসলিম রোজাদারদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়। যার একটা অংশ ছিল অ্যানফিল্ডে আজান ও ইফতারের আয়োজন। যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমরা যাতে তাদের পূর্ণ মর্যাদা পান সে সম্পর্কেও দেশটির সরাকার সতর্ক। লিভারপুলের অন্যতম মুসলিম ফুটবলার মোহাম্মাদ সালাহ। মিসরের এই ফরোয়ার্ড ক্লাবটির হয়ে মাঠ মাতাচ্ছেন ২০১৭ সাল থেকে। মাঠে এ রকম আয়োজন তাকে বাড়তি আনন্দ দিয়েছে। নিজের খেলা ক্লাবের মাঠে এমন আয়োজন দেখে মুসলিম হিসেবে গর্ববোধ করেছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগ প্রায় শেষের দিকে। শিরোপার দৌড়ে লিভারপুল পাল্লা দিচ্ছে ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব আর্সেনাল ও গতবারের ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির সাথে। টাইটেল রেসে সবার উপরে এখন পর্যন্ত আর্সেনাল। ৩১ ম্যাচ খেলে গানারদের পয়েন্ট ৭১। গত বছরের রানার আপ দলটা তাই এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেই পারে। পুরো সিজনে সবার উপরের দিকে থাকা ক্লপের লিভারপুলও পিছিয়ে নেই। সমান একত্রিশ ম্যাচ খেলে অলরেডদের পয়েন্ট ৭১। যা উপরে থাকা আর্সেনালের সমান। তবে গোল ব্যবধানে গানারদের থেকে পিছিয়ে লিভারপুল। শেষ হাসি কারা হাসবে তা দেখতে হলে করতে হবে আর কিছুদিন অপেক্ষা।
০৯ এপ্রিল, ২০২৪

ইতালির ভিচেন্সায় প্রবাসীদের ব্যতিক্রমী ইফতার
ইতালির ভিচেন্সায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ এপ্রিল) ভিচেন্সা কাচা বাজারের সামনে গির্জার কাছে খোলা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  ইফতার মাহফিলে বাংলাদেশিসহ ইউরোপের বিভিন্ন দেশ ও মধ্যপ্রাচ্যসহ ১০টি দেশের মুসলামান অংশগ্রহণ করেন।  রমজান কী এবং মুসলিম ধর্মাবলম্বীরা কেন সারাদিন পানাহার না করে রোজ রাখেন এ সংস্কৃতি ইতালীয়দের মাঝে তুলে ধরতে খোলা মাঠে ইফতারের আয়োজন করে প্রবাসী বাংলাদেশিরা।  এতে উপস্থিত ছিলেন ভিচে সিন্ধাকো এলিজা বেল্লা সারা, প্রেসিডেন্টে কোরাইছে, ইতালিয়ান প্রেসিডেন্টে ইয়াহে জানোলো, খ্রিস্টান পাদ্রীর পক্ষে থেকে জাল্লুকা। এ ছাড়াও স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ কমিশনার, ডিবি অফিসার ছিলেন। এ সময় ভিচেন্সায় প্রবাসী বাংলাদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মাওলানা হাফিজ মাহবুবুর রহমান। একজন প্রবাসী বাংলাদেশি বলেন, পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে তুলে ধরতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। তারা জানুক আমরা মুসলমান এভাবে সিয়াম সাধনার একটি মাস পালন করি। তিনি ধন্যবাদ জানান যারা এ আয়োজনে সহযোগিতা করেছেন। তিনি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।  ইফতার মাহফিলে অসংখ্য ইতালিয়ানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদেরকে অবাক পাণে তাকিয়ে থাকতে দেখা গেছে এবং এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তারা। ইফতার মাহফিলে ভিচেন্সায় বাংলা কমিউনিটিসহ সকল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
০৯ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে নৌবাহিনীর ইফতার পেয়ে খুশি ১৫ হাজার মানুষ
চট্টগ্রামের ১৫ হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (৭ এপ্রিল) বানৌজা ঈসাখানের অধিনায়ক ক্যাপ্টেন মো. শামসুল হক এসব ইফতার বিতরণ করেন।  তিনি জানান, রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাসব্যাপী চট্টগ্রামের ভাটিয়ারি, সিআরবি, দেওয়ান হাট, লালখান বাজার, বন্দরটিলা, স্টিলমিল, কাঠগড়, জেলে পাড়া, বিজয় নগর, ডাঙ্গারচর, বিমান বন্দর এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া কক্সবাজার জেলার সেন্ট মার্টিন, কক্সবাজার, পেকুয়া এবং কাপ্তাই উপজেলার নতুন বাজার, জেটিঘাট, বাঙালি পাড়া, মুসলিম পাড়া, আফসারের টিলা, শিলছড়ি, বালুচর, গবঘোনা এলাকাসমূহে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছে নৌবাহিনী। তিনি আরও জানান, ইতোমধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের এসব এলাকার ১৫ হাজারের অধিক পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
০৭ এপ্রিল, ২০২৪

ইফতার দিয়ে বাড়ি ফেরা হলো না দাদি-নাতনির
সুনামগঞ্জে নাতনির বাড়ি ইফতার দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরেক নাতনিসহ দাদি নিহত হয়েছেন। নিহত দাদি শামসুন্নাহার (৭৫) ও নাতনি মোছা. জান্নাত (১৪)। তারা দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসী গ্রামের আতাউর রহমানের মা ও ছোট মেয়ে। শুক্রবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় মালবাহী ট্রাক মোটরসাইকেলের পেছন ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দাদি-নাতনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক শহীদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের আত্মীয়রা জানান, ছোট নাতনিকে সঙ্গে নিয়ে দিরাই থেকে সুনামগঞ্জ সদরের বড়ঘাট এলাকার আরেক নাতনির বাড়ি ইফতার নিয়ে যান। রাতে মোটরসাইকেলযোগে দিরাই ফেরার পথে গাগলী এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে দাদি-নাতনি দু’জনই মারা যান।  বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জন এসেছিলেন হাসপাতালে। একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজন হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান। মোটরসাইকেল চালককে সিলেটে রেফার করা হয়েছে। একজন কিছুটা সুস্থ আছেন।
০৬ এপ্রিল, ২০২৪

শৈলকুপায় ইফতার মাহফিলে নজরুল ইসলাম দুলাল
পবিত্র রমজান সিয়াম সাধনার মাস। এ মাসে আমরা সবাই ধৈর্য ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সামনের দিকে এগিয়ে যাব। আমাদের প্রিয় শৈলকুপাকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো হানাহানি নয়, সৌহার্দ্য বজায় রাখতে আমরা একতাবদ্ধ থাকব, সবার সুচিন্তিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেব। তাহলে আগামীতে আমাদের জয় সুনিশ্চিত হবে। গতকাল শুক্রবার শৈলকুপায় এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ নজরুল ইসলাম দুলাল এসব কথা বলেন। পাঁচপাখিয়া পিকেপিসি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এবং সভাপতি মো. আশরাফুল ইসলাম বেল্টুর আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, শৈলকুপা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, ফুলহরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বাটু, আবাইপুর ইউপি চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিশ্বাস, শৈলকুপা উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো. আমিরুল ইসলাম বাবলু প্রমুখ।
০৬ এপ্রিল, ২০২৪

খতমে নবুয়ত বাংলাদেশের ইফতার অনুষ্ঠিত
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ এর উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে এই অনুষ্ঠান হয়। সেখানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছেন, ‘কাদিয়ানিদের কাফের বলা যাবে না।’ কাদেরকে কাফের বলা হবে এবং কাদেরকে বলা হবে না তা আল্লাহ তায়ালা প্রায় সাড়ে ১৪ শত বছর পূর্বেই ওহির মাধ্যমে জানিয়েছেন। তাই উলামায়ে কেরাম ও এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবি অনতিবিলম্বে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। এ ছাড়া বিকল্প কোনো পথ নেই। এ সময় আরও বক্তব্য দেন, তাহাফফুজে খতমে নবুয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সাইমুম সাদী প্রমুখ।
০৬ এপ্রিল, ২০২৪

খতমে নবুওয়ত বাংলাদেশের ইফতার অনুষ্ঠিত
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ এর উদ্যোগে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বাদ আসর রাজধানীর গুলিস্তানস্থ ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। সভাপতির বক্তব্যে জুনায়েদ আল হাবিব বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী এক বক্তব্যে বলেছেন, কাদিয়ানিদের কাফের বলা যাবে না। কে কাফের তা আল্লাহ জানেন। আমাদের প্রশ্ন; তিনি কি এটা বুঝে বলেছেন, নাকি না বুঝে বলেছেন। কাদেরকে কাফের বলা হবে এবং কাদেরকে বলা হবে না তা আল্লাহ তায়ালা প্রায় সাড়ে ১৪ শত বছর পূর্বেই ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাই উলামায়ে কেরাম ও এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দাবি অনতিবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। তাদেরকে অমুসলিম ঘোষণা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, কাদিয়ানীরা তাদের ভ্রান্ত মতবাদ প্রচার করে এদেশের মুসলমানদেরকে ঈমানহারা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে বিশ্বের অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। অথচ উলামায়ে কেরাম দীর্ঘদিন যাবত সরকারের কাছে দাবি জানানোর পরও কাদিয়ানী সম্প্রদায়কে কোন অদৃশ্য কারণে অমুসলিম ঘোষণা করতে সরকার কালক্ষেপণ করছে তা আমাদের বোধগম্য নয়। ইনশাআল্লাহ কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ঈদের পর আমরা নতুন কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামবো। এ সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা সাইমুম সাদী প্রমুখ।
০১ জানুয়ারি, ১৯৭০

বিসিআরএ’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিনোদন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত চলচ্চিত্র সাংবাদিকদের মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার একটি রেস্তোরায় এ দোয়া ও ইফতার মাহফিল হয়।  অনুষ্ঠানের শুরুতে বিসিআরএর সভাপতি সাংবাদিক ও আমাদের নতুন সময় এর সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম প্রয়াত সাংবাদিকদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হবার জন্য অতিথিদের ধন্যবাদ জানান। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাংবাদিক মুফদি আহমেদ, নায়িকা অন্জনা রহমান, অন্তর শো বিজের কর্ণধার স্বপন চৌধুরী, নায়ক সুব্রত, টেলিপ্যাবের সভাপতি মনোয়ার হোসেন পাঠান, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন, পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, পরিচালক গাজী মাহবুব, নায়িকা পলি, নায়িকা শাহনূর, বাচসাসের সাবেক সাধারণ সম্পাদক শপথ চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল, সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ইব্রাহিম খলিল খোকন, আব্দুল্লাহ জেয়াদ, দেশ নিউজ ২৪ এর প্রকাশক রোকেয়া চৌধুরী, ফখরুল আলম সোহাগ, অভিনেতা জ্যাকী আলমগীর।  এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নৃত্য পরিচালক ইউসুফ খান, স্বপ্নের মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার কামরুজ্জামান  মিলু, চিত্রনায়ক কায়েস আরজু, নায়ক সনি রহমান, সাংবাদিক রাহাত সাইফুল, রুহুল আমিন ভুইয়া, আসিফ আলম, রোমন রয়, হাফিজ রহমান, রিফাত কবীর, চিত্রনায়িকা নাহিদা আশরাফ আন্না, কণ্ঠশিল্পী সুমি, তানিশা খান, অভিনেত্রী শ্যামলী, সাগর সিদ্দিকী প্রমুখ।
০৫ এপ্রিল, ২০২৪
X