দরকারি উইন্ডোজ কমান্ড
উইন্ডোজের কম্পিউটারগুলোতে Command Prompt নামে একটা ফিচার থাকে। যেখানে বিভিন্ন কমান্ড দেওয়ার মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন কাজ করা যায়। উইন্ডোজে ক্লিক করে সার্চবারে cmd লিখে সার্চ দিলেই কালো আইকনযুক্ত Command Prompt দেখা যাবে। উইন্ডোজের কমান্ড প্রম্পটে প্রায় ২৮০টির মতো কমান্ড আছে। এর মধ্যে গূরত্বপূর্ণ কয়েকটি জানা যাক— ipconfig: কম্পিউটারের আইপি ঠিকানা দেখতে এই কমান্ড দিতে হবে। আইপিভি ফোর ও সিক্স দেখাবে টার্মিনালে। আর যদি বিস্তারিত দেখতে চান তাহলে ipconfig /all কমান্ড দিতে হবে। তাহলে কম্পিউটারের হোস্ট নেমসহ ইথারনেট, ওয়াইফাইসহ বিস্তারিত দেখাবে। tasklist: কম্পিউটারে চলমান সকল প্রসেস দেখা যাবে এই কমান্ডে। কোন টাস্ক কত মেমরি দখল করেছে, কয়টি চলমান আছে তা দেখা যাবে বিস্তারিত। netstat: কম্পিউটারে যুক্ত সমস্ত নেটওয়ার্ক, ডিভাইস দেখা যাবে এই কমান্ডের মাধ্যমে। সংযোগগুলো আরও বিস্তারিত স্ক্যান করতে netstat -a কমান্ড দিতে হবে। driverquery: কম্পিউটারের হার্ডওয়্যারে থাকা সকল ড্রাইভার সম্পর্কে জানা যাবে এই কমান্ডে। মাউস, কিবোর্ড, স্ক্রিনের কোনো ড্রাইভারের সমস্যা হলে তা জানা যাবে। তাছাড়া ড্রাইভারগুলোর সর্বশেষ আপডেটের তারিখও দেখা যাবে। ping www.yourwebsite.com: কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যদি বেগ পেতে হয়, বাফারিংয়ের দেখা পান তাহলে ping লিখে সেই ওয়েবসাইটের এড্রেস লিখুন কমান্ডে। যেমন ping www.thmahir.xyz । থার্ড পার্টি কোনো মাধ্যম না নিয়ে এখান থেকেই দেখা যাবে ওয়েবসাইটটিতে সমস্যা হচ্ছে কিনা। এখানে যত কম ডাটা প্যাকেট এবং রেসপন্স টাইম দেখাবে ততই ওয়েবসাইটটির বাফারিং সমস্যা কম নির্দেশ করবে। sfc/scannow: গূরত্বপূর্ণ কমান্ডটি ব্যবহার করা যাবে পুরো কম্পিউটার স্ক্যান করতে। কম্পিউটারে যদি ভাইরাস বা অন্য কোনো কারণে ফাইল ড্যামেজ কিংবা কোনো কারণে এরর ম্যাসেজ আসে তবে এই কমান্ড দিয়ে যাচাই করা যেতে পারে।তবে command prompt’কে Run as administrator হিসেবে সিলেক্ট করে ওপেন করতে হবে। তারপর sfc /scannow কমান্ড লিখতে হবে। help: উল্লিখিত কমান্ড ছাড়াও আরও বিভিন্ন ধরনের কমান্ড আছে উইন্ডোজে। সেগুলো সব একসঙ্গে দেখা যাবে help কমান্ড লিখলে। প্রতিটি কমান্ডের পাশে লেখা থাকবে নির্দেশনা।
০৩ মার্চ, ২০২৪
X