সাভারে খঞ্জনকাঠি খাল উদ্ধার করল উপজেলা প্রশাসন
সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে খঞ্জন কাঠি খাল উদ্ধার করা হয়েছে। নিয়মিত খাস ও ভিপি জমি উদ্ধারের অংশ হিসেবে (২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে অভিযান পরিচালনার মাধ্যমে খালটি উদ্ধার করা হয়। অভিযানকালে খঞ্জনকাঠি খালের আর এস ১৪৩ ও ১৪৬ দাগের জমি উদ্ধার করা হয়। এ সময় খালের ভেতরে অবৈধভাবে স্থাপিত ৩টি টিনশেড ঘর ও দুটি ইটের দেওয়াল ভেঙে ফেলা হয়। খালের জমি যেন কোনোভাবেই বেদখলে যেতে না পারে সেজন্য সীমানা নির্ধারণপূর্বক সাইনবোর্ড টাঙানো হয়েছে। খাল পাড়ে অনতিবিলম্বে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।
২১ ফেব্রুয়ারি, ২০২৪

কালবেলায় সংবাদ প্রকাশ / থানচিতে ১১টি বম পরিবারের পাশে উপজেলা প্রশাসন
বান্দরবানের থানচিতে প্রাতা পাড়ায় ফিরে আসা ১১টি বম পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টায় ইউএনও মুহা. আবুল মনসুর প্রাতা পাড়া সরেজমিনে পরিদর্শণ করেন এবং বর্তমান অবস্থান ও বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় তিনি বম পরিবারগুলোর মধ্যে সাময়িকভাবে খাদ্যসামগ্রী তুলে দেন। এর আগে বুধবার (২২ নভেম্বর) কালবেলায় ১১টি বম পরিবার নিয়ে ‌‘ঘরে ফিরলেও মাথা গোঁজার ঠাঁই নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ইউএনও মুহা. আবুল মনসুর প্রাতা পাড়ার প্রতি পরিবারের হাতে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি , ১ কেজি তৈল, ১০০ গ্রাম মরিচের গুড়া , ২০০ গ্রাম হলুদ গুড়া ও  ১০০ গ্রাম ধনিয়া গুড়ার প্যাকেট তুলে দেন। পরিদর্শন শেষে ইউএনও মুহা. আবুল মনসুর বলেন, সাময়িকভাবে মোকাবিলার জন্য খাদ্যসামগ্রী দিয়েছি। উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানিয়েছি। বরাদ্ধ হাতে পৌছাঁলে আরো সহযোগীতা দেব। পরিদর্শনে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. সূজন মিঞা, সদর ইউপি চেয়ারম্যান অ্যপ্রু ম্রো প্রমুখ।  
২৪ নভেম্বর, ২০২৩

সাপের দংশনে সোনাইমুড়ী উপজেলা প্রশাসন কর্মীর মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের অফিস সহকারী নূপুর কর্মকার বিষধর সাপের কামড়ে মারা গেছেন। মঙ্গলবার রাত ১১টায় তাকে সাপে দংশন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় রাতেই তাকে তার স্বজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় নূপুর মারা যান। নূপুর কর্মকার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হরে কৃষ্ণপুর গ্রামের কর্মকারবাড়ির কুন্তল কৃষ্ণ কর্মকারের ছেলে। নূপুরের এক আত্মীয় বলেন, নূপুরকে নিয়ে যখন আমরা রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, ডিউটি ডাক্তার আমাদের জানিয়ে দেন, এখানে এবং জেলা সদর হাসপাতালে সাপে কাটা রোগীর কোনো ধরনের অ্যান্টিভেনম ইনজেকশন নেই। তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
০৭ সেপ্টেম্বর, ২০২৩

সেই বৃদ্ধ দম্পতিকে সহায়তা করল উপজেলা প্রশাসন
যমুনা নদীর ভাঙনে বসতবাড়ি হারিয়ে ৫ ছেলের সংসারে ঠাঁই না পাওয়া সেই বৃদ্ধ হামিদ মোল্লা ও তার স্ত্রী ফজিলা খাতুনকে আর্থিক সহায়তা দিয়েছে চৌহালী উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার কালবেলায় ‘৫ ছেলের ঘরে হলো না ঠাঁই, কবরস্থানের পাশে বাবা-মা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর আগে গত বৃহস্পতিবার কালবেলা অনলাইনে খবরটি প্রকাশ হলে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে গতকাল বাঘুটিয়া ইউনিয়নের সম্ভুদিয়া কবরস্থানের পাশে ওই বৃদ্ধ দম্পতিকে দেখতে যান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা ও সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুন্সি আব্দুল ওয়াহাবসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। অসহায় ওই বৃদ্ধ দম্পতিকে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ ছাড়া তাদের বড় মেয়েকে বৃদ্ধ বাবা-মার দেখাশোনার জন্য অনুরোধ করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পুনর্বাসন ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
২৬ আগস্ট, ২০২৩
X