বান্দরবানের থানচিতে প্রাতা পাড়ায় ফিরে আসা ১১টি বম পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৪ টায় ইউএনও মুহা. আবুল মনসুর প্রাতা পাড়া সরেজমিনে পরিদর্শণ করেন এবং বর্তমান অবস্থান ও বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। এ সময় তিনি বম পরিবারগুলোর মধ্যে সাময়িকভাবে খাদ্যসামগ্রী তুলে দেন।
এর আগে বুধবার (২২ নভেম্বর) কালবেলায় ১১টি বম পরিবার নিয়ে ‘ঘরে ফিরলেও মাথা গোঁজার ঠাঁই নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ইউএনও মুহা. আবুল মনসুর প্রাতা পাড়ার প্রতি পরিবারের হাতে ২০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি , ১ কেজি তৈল, ১০০ গ্রাম মরিচের গুড়া , ২০০ গ্রাম হলুদ গুড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুড়ার প্যাকেট তুলে দেন।
পরিদর্শন শেষে ইউএনও মুহা. আবুল মনসুর বলেন, সাময়িকভাবে মোকাবিলার জন্য খাদ্যসামগ্রী দিয়েছি। উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানিয়েছি। বরাদ্ধ হাতে পৌছাঁলে আরো সহযোগীতা দেব।
পরিদর্শনে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মো. সূজন মিঞা, সদর ইউপি চেয়ারম্যান অ্যপ্রু ম্রো প্রমুখ।
মন্তব্য করুন