যমুনা নদী ভাঙনে বসত-বাড়ি হারিয়ে ৫ ছেলের সংসারে ঠাঁই না পাওয়া সেই বৃদ্ধ হামিদ মোল্লা ও তার স্ত্রী ফজিলা খাতুনকে আর্থিক সহায়তা দিয়েছেন চৌহালী উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৫ আগস্ট) কালবেলায় "৫ ছেলের ঘরে হলো না ঠাঁই, কবরস্থানের পাশে বাবা- মা" শিরোনামে সংবাদ প্রকাশ হলে মুহুর্তে ছড়িয়ে পড়ে। সংবাদটি নিয়ে মুহুর্তের মধ্যে ব্যাপক আলোচনা হয়।
পরে শুক্রবার সকালে বাঘুটিয়া ইউনিয়নের সম্ভুদিয়া কবরস্থানের পাশে ওই বৃদ্ধ দম্পতিকে দেখতে যান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্লা ও সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুন্সি আব্দুল ওয়াহাবসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় অসহায় ওই বৃদ্ধ দম্পতিকে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এছাড়া তাদের বড় মেয়েকে বৃদ্ধ বাবা-মার দেখাশোনার জন্য অনুরোধ করেন। এদিকে পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পুনর্বাসন ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন