শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ
সাভারে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্য দগ্ধ দুজনকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০ টার দিকে সাভারের গেন্ডা এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- দোকানের মালিক ইউসুফ ও নাহিদ বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ইউসুফ ও নাহিদ এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট যায়। তবে ইউনিট পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ বলেন, এসি বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে দুজন এসেছেন। তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো হবে।
১৬ এপ্রিল, ২০২৪

মসজিদে নামাজের সময় এসি বিস্ফোরণ
বরিশাল নগরীর চকবাজারের ঐতিহ্যবাহী এবায়দুল্লাহ জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ইমামের কক্ষে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মুসুল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত না হলেও ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার রবিউল আলামিন বলেন, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ফেলায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগ কারণে এসিতে আগুন লাগতে পারে। এতে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২৮ মার্চ, ২০২৪
X