কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১২:১৬ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বাস নিয়ে প্রোগ্রামে তিতুমীর কলেজ ছাত্রলীগ

সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের বাস নিয়ে ছাত্রলীগের অনুষ্ঠানে যাচ্ছে তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের বাস নিয়ে ছাত্রলীগের অনুষ্ঠানে যাচ্ছে তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের যাতায়াতের বাস নিয়ে ছাত্রলীগের প্রোগ্রামে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ মে) কলেজ থেকে ২টি বাস নিয়ে ছাত্রলীগের একটি প্রোগ্রামে অংশ নেয় তিতুমীর কলেজ ছাত্রলীগ। এতে যাতায়াত ভোগান্তিতে পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদের।

অভিযোগ উঠেছে কলেজ থেকে স্ব স্ব গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা বাস থেকে শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ৫টি বাস নিয়ে চলে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিআরটিসি বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থী বলেন, কিছু দিন পর পর ছাত্রলীগের নেতারা বাস নিয়ে প্রোগ্রামে চলে যায়। আমাদের আগে থেকে নোটিশ দেয় না। ক্লাস শেষ করে বাসের জন্য অপেক্ষা করি। বাস যখন গ্যারেজ থেকে বের করে হেল্পার মামা বলেন, বাস ছাত্রলীগের নেতারা নিয়ে যাবে। আগে আমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিলে অপেক্ষা করতে হতো না। আজকে ক্লাস শেষে আমরা বাসে ব্যাগ রাখছিলাম, আমাদের ব্যাগ নামিয়ে দিয়ে ছাত্রলীগ বাস নিয়ে গেছে।

নরসিংদী থেকে আসা আরেক শিক্ষার্থী বলেন, আজ আমাদের প্রথম বর্ষের শেষ ক্লাস ছিল। ১৯ তারিখ থেকে মূল্যায়ন পরীক্ষা হবে। সকালে আসার সময় নরসিংদী থেকে আমাদের নিয়ে আসছে, কিন্তু যাওয়ার সময় ছাত্রলীগের প্রোগ্রামে বাস নিয়ে গেছে। এখন বাস না যাওয়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানজট পেরিয়ে বাড়িতে যেতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌহার্দ্য বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন কারণে ছাত্রলীগ নেতারা কলেজ বাস নিয়ে যায়। আমার প্রশ্ন হলো কিছু দিন আগে আমাদের প্রিন্সিপাল ম্যাম বললেন, আমাদের পরিবহনের ব্যয় বেশি। তাই নাকি ভর্তি ফি বেশি নেওয়া হয়েছে। তাহলে আমাদের টাকায় ছাত্রলীগ কেন বাস নিয়ে যাবে? আবার পেইজে নিউজ পড়ে উচিৎ মন্তব্য করলে দেখি, অধ্যক্ষ রুমে ডেকে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পরিবহন পুলের দায়িত্বে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান বলেন, ‘বাসগুলো তো বিভিন্ন প্রোগ্রামে যায়, আজকে ছাত্রলীগের প্রোগ্রামে পাঠানো হয়েছে। এই বিষয়ে সকালেই শিক্ষার্থীদের অবগত করা হয়েছে।’

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির সঙ্গে মুঠফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

কিশোরীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

বিশ্বকাপে না যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

যেসব কারণে বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম

রাজধানীতে বাসে আগুন

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

১০

কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন

১১

দেশে স্বর্ণের দাম কমলো

১২

দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু

১৩

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

১৪

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

১৫

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৬

গণভোটের পর সরকারের মেয়াদ বৃদ্ধির প্রসঙ্গে প্রেস উইংয়ের বিবৃতি

১৭

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

১৮

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

১৯

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

২০
X