সৌদির গ্রান্ড মসজিদে সেলফিতে ব্যস্ত মুসল্লিরা, বিরক্ত কাবার ইমাম
পবিত্র রমজানে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় ইবাদতকারীদের ভিড় বেড়েছে। তবে এ ভিড়ের মধ্যে মুসল্লিদের আচরণে বিরক্তি প্রকাশ করেছেন কাবার ইমাম শায়খ আবদুর রহমান আস-সুদাইস। রোববার (২৪ মার্চ)  গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শায়খ সুদাইস ইবাদতকারীদের উদ্দেশে বলেন, ইসলামের পবিত্র জায়গায় ছবি তুলতে ও ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়বেন না।  সৌদির দুই গ্রান্ড মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শায়খ সুদাইস। এছাড়া তিনি কাবার ইমাম। শায়খ সুদাইস বলেন, পবিত্র জায়গা ও সময়ের মূল্য দিন।  পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতিবছর সৌদি আরবে বিপুলসংখ্যক মুসল্লির আগমন ঘটে। এ সময় পবিত্র কাবা ও মসজিদে নববীতেও মুসল্লিদের বাড়তি চাপ দেখা দেয়। কেননা এ দুটি জায়গাই ইসলামের অন্যতম পবিত্র জায়গা। এছাড়া প্রতি বছরের রমজান মাসকে ওমরাহর জন্য পিক সিজন হিসেবে ধরা হয়।  প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মুসল্লি  ইসলামের এ মর্যাদাপূর্ণ দুই মসজিদে গিয়ে নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তারা সেখানে গিয়ে নিজেদের মোবাইলে ছবি ও ভিডিও করতে থাকেন।  শায়খ সুদাইস দুই মসজিদে রমজানকেন্দ্রিক পরিকল্পনার ওপর এবং পবিত্র এ জায়গায় গিয়ে সচেতনতার ওপর জোর দেন। তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ওমরাহ ও ইবাদতকারীদের গ্রহণ এবং তাদের সর্বোচ্চ সেবাদানের জন্য প্রস্তুত রয়েছে। 
২৪ মার্চ, ২০২৪

কাবার ইমাম হতে চান হাফেজ বশির
ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ বশির আহমাদ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। প্রতিযোগিতা শেষে দেশে ফিরে নিজের ইচ্ছার কথা জানান হাফেজ বশির আহমাদ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইরান থেকে বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের বশির জানান বড় হয়ে মসজিদে হারামের ইমাম হতে চান তিনি। তিনি বলেন বলেন, বড় হয়ে আমি মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল-আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্স বিষয়ে পড়াশোনা করতে চাই এবং মসজিদে হারামের (কাবা শরিফ) ইমাম হতে চাই । এ প্রতিযোগিতায় প্রথম হয়ে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৩৮ বছরের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। হাফেজ বশির আহমাদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির। সে প্রতিযোগিতা শেষে হাফেজ বশির ঘোষণা দিয়েছিলেন ২২ ফেব্রুয়ারির প্রতিযোগিতায় আমিই প্রথম হবো।  
২৩ ফেব্রুয়ারি, ২০২৪
X