কুলাউড়া হাসপাতালে দুদকের অভিযান 
অনিয়ম-দুর্নীতির অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে তদন্ত দলটি হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। দুদক সূত্র জানায়, চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানে অবহেলা, সিট প্রদানে ঘুষ দাবি, বহির্বিভাগে টিকিট বিক্রয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পান দুদকের প্রতিনিধি দলের সদস্যরা। এরপর দুদকের টিম হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। ডা. ফেরদৌস এসব সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ ব্যাপারে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন জানান, কুলাউড়া হাসপাতালে অভিযানকালে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সত্যতা পাওয়া গেছে। এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন আমরা ঢাকায় পাঠাব। এরপর প্রধান কার্যালয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৩ জানুয়ারি, ২০২৪

নাশকতা ঠেকাতে কুলাউড়া রেলস্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্কতা
নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড ও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে অবরোধে সাধারণ জনগণের চলাচল স্বাভাবিক ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে  মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে বাড়তি সতর্কতার জন্য রাতেও মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (৩ ডিসেম্বর) রাতে কুলাউড়া রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ উপজেলার প্রতিটি বাজারে পুলিশ, র‍্যাব, ও আনসার বাহিনীকে টহল দিতে দেখা গেছে। এ ছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ করা যায়।  আইনশৃঙ্খলা বাহিনীর এ টহলে নেতৃত্বে দিচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।   এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে থানার এসআই শেখ জিয়াউল রাব্বি, র‍্যাব-৯ এর এসআই বাবুল আহমদ, কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীসহ র‍্যাব-৯ এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।   সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মানুষের চলাচল স্বাভাবিক রাখতে আমরা সব সময় মাঠে আছি। এ ছাড়া অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 
০৪ ডিসেম্বর, ২০২৩

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে ফেরদাউস (১৫) নামে আহত এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত ফেরদাউস শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার শরীফপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল হক। তিনি বলেন, গত ১ অক্টোবর সন্ধ্যায় আমার এলাকার বাসিন্দা ফেরদাউসসহ একটি দল লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তখন বিএসএফের সদস্যরা টের পেয়ে গুলি চালালে ফেরদাউসের শরীরে লাগে। পরে তাকে স্থানীয় লোকজনসহ তার পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান সিকদারের মুঠোফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক জানান, লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
০৬ অক্টোবর, ২০২৩
X