কুড়িগ্রাম দিয়ে ফিরে গেলেন ভুটানের রাজা
চার দিনের সফর শেষে বাংলাদেশ ছেড়ে গেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। গতকাল বৃহস্পতিবার এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজাকে বিদায় জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে রাজাকে বিদায় জানান। এর আগে দুপুরে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন রাজা ওয়াংচুক। এরপর তিনি সড়কপথে সোনাঘাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য জাহাঙ্গীর কবীর, পরিচালক ডি এম আতিকুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়ার মহাপরিচালক রকিবুল হক, চিফ অব প্রটোকল নাঈম উদ্দিন আহমেদ এবং নৌপরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুর রহমান উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে গত সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন রাজা। সেদিন সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বাগত জানান। রাজার এই সফরে বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে তিনটি সমঝোতা স্মারক সই এবং পুরোনো একটি চুক্তি নবায়ন করা হয়। বাংলাদেশ সফরে ভুটানের রাজা পদ্মা সেতু পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেন। এ ছাড়া তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলও পরিদর্শন করেন।
২৯ মার্চ, ২০২৪

পূজা উদযাপন পরিষদ  / কুড়িগ্রাম শাখার সভাপতি রবি, সম্পাদক দুলাল
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে রবি বোসকে সভাপতি এবং দুলাল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গতকাল শনিবার কুড়িগ্রাম পৌর শেখ রাসেল অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি জে এল ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. চন্দ্রনাথ পোদ্দার। সম্মেলনে জে এল ভৌমিক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে। পরবর্তী ১০ দিনের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সম্মেলনে জানানো হয়।
১২ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম পূজা উদ্‌যাপন পরিষদের কমিটি গঠন
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। এতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে রবি বোসকে সভাপতি এবং দুলাল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) কুড়িগ্রাম পৌর শেখ রাসেল অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে উদ্বোধক ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি জে এল ভৌমিক এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. চন্দ্র নাথ পোদ্দার।  সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি জে এল ভৌমিক বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে রবি বোসকে পুনরায় সভাপতি এবং দুলাল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ ছাড়া পরবর্তী ১০ দিনের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
১১ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম সীমান্তে আটক বিএসএফ সদস‍্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে  স্থানীয় জনতার হাতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর এক সদস‍্যকে আটকের পর হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) রাতে কোম্পানি কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি নিকট হতে আটক সদস্যকে ফেরত নেন ভারতের ৩১ বিএসএফ। আরও পড়ুন: অধ্যক্ষের ঘুষিতে নাক ফাটল প্রভাষকের জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে মাতাল অবস্থায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এর এক সদস‍্যকে আটক করে সোনাহাট এলাকার স্থানীয় জনতা। পরে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। আটক ওই সদস্যের নাম শ্রী সনু কুমার জেটপ(৩৫)। তিনি ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া ক্যাম্পের সদস্য। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে কুড়িগ্রাম ২২ বিজিবি এর ভূরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট বিওপি'র সীমান্ত পিলার ১০০৭ এমপি হতে আনুমানিক ৩০০ গজ এর বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট গ্রামের বিএসপি মোড় নামক স্থান হতে ভারতের ৩১ বিএসএফ ব্যাটালিয়নের বিষখাওয়া বিএসএসফ ক্যাম্পের একজন বিএসএসফ সদস্য কনষ্টেবল শ্রী সনু কুমার জেটপ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।পরে স্থানীয় জনসাধারণ  তাকে আটক করে সোনাহাট বিওপিতে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সোনাহাট ও বাবুরহাট বিওপি’র টহল সদস্যগণ ঘটনাস্থলে পৌছে বিএসএসফ সদস্যকে আটক করে। আটকের সময় উক্ত বিএসএসফ সদস্য টি-শার্ট ও হাফ প্যান্ট পরিহিত এবং মাতাল অবস্থায় ছিল। বিষয়টি সোনাহাট বিওপি কমান্ডার কর্তৃক ভারতের ৩১ বিএসএফ এর অধীনস্থ সোনাহাট বিএসএফ ক্যাম্পকে অবগত করলে তারা উক্ত আটককৃত বিএসএসফ সদস্যকে ফেরত প্রদান করার জন্য অনুরোধ জানায়। পরে রাত সাড়ে বারোটার দিকে উভয় দেশের  কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ  সদস্যকে ফেরত পাঠানো হয়। বিজিবি ২২ ব্যাটালিয়নের সোনাহাট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গোলাম রব্বানী জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য আটক  করা হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।
২৯ জুলাই, ২০২৩
X