বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। এতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে রবি বোসকে সভাপতি এবং দুলাল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) কুড়িগ্রাম পৌর শেখ রাসেল অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে উদ্বোধক ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি জে এল ভৌমিক এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. চন্দ্র নাথ পোদ্দার।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি জে এল ভৌমিক বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে রবি বোসকে পুনরায় সভাপতি এবং দুলাল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ ছাড়া পরবর্তী ১০ দিনের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
মন্তব্য করুন