সাতক্ষীরায় ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ
সাতক্ষীরায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১ কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস নামক মাদকদ্রব্য উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের কুটিবাড়ী এলাকা থেকে এই ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালপত্র ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারেননি বিজিবি সদস্যরা। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সাতক্ষীরা কলারোয়া থানায় সাধারণ ডায়েরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
০১ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রামে বাস থেকে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডে টাস্কফোর্সের অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ  জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে এই ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। কিন্তু এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের বাজারমূল্য ৫ কোটি টাকা। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম এ অভিযানের নেতৃত্বে দেন। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাবনা হয়ে চট্টগ্রামের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সকাল ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় থামানো হয়। গাড়িটি থামানোর পর বিজিবি প্রশিক্ষিত একটি কুকুরের মাধ্যমে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মধ্যে রাখা একটি ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। তবে বহনকারী কাউকে না পাওয়ার কারণে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ক্রিস্টাল মেথের দাম আনুমানিক ৫ কোটি টাকা। অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন, টাস্ক ফোর্স অভিযানে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজিবির সিও, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, পুলিশ বিভাগের প্রতিনিধিসহ অন্যরা। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পরে মহাসড়াকে টাস্কফোর্সের টিম সতর্ক অবস্থানে ছিল। অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা। জব্দকৃত মাদক থেকে তিনটি স্যাম্পল তিনটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অবশিষ্ট মাদক মাদকদ্রব্য অধিদপ্তরের জিম্মায় আছে। অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
২১ সেপ্টেম্বর, ২০২৩
X