ক্লাস ফাঁকি দিয়ে দেয়াল টপকাতেই হাতে ঢুকল রড
ক্লাস ফাঁকি দিয়ে স্কুল থেকে পালানোর সময় দেয়াল টপকাতে গিয়ে এক শিক্ষার্থীর হাতে ঢুকল রড। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বুধবার (১৭ এপ্রিল) বিকালে বরিশাল জিলা স্কুলে এ ঘটনা ঘটে।  গুরুতর আহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানভীরুল ইসলাম নগরীর এস হোসেন গলির বাসিন্দা তারিকুল ইসলামের ছেলে। বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন বলেন, তানভীরুলের হাতের মধ্যে রড ঢুকে গিয়েছিল। আহত শিক্ষার্থীসহ অন্যান্যরা মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত সভায় অংশগ্রহণ করেছে। পরে ছুটি ঘোষণা হলে তানভীরুল বাড়ি ফেরার জন্য পিছনের গেট টপকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা সামনের গেট দিয়ে স্কুলত্যাগ করলেও তানভীরুল কেন পিছনের গেট দিয়ে যাওয়ার চেষ্টা করল তা জানতে পারিনি। হয়তো সে বন্ধুদের সঙ্গে বাজি ধরে এমন কাজ করতে পারে। বরিশাল ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার কালবেলাকে বলেন, তানভীর দুপুর দেড়টার দিকে জিলা স্কুলের পেছনের গেট টপকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় হাত পিছলে পড়ে দেয়ালে থাকা রড হাতের ভেতর গেঁথে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রড কেটে শিশুর হাত বের করে। পরে ওই ছাত্রকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৮ এপ্রিল, ২০২৪

ক্লাস ফাঁকি দিতে কিশোরের অপহরণ নাটক!
বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে অনেক শিক্ষার্থীর মধ্যে। সেজন্য অসুস্থতার নাটক সাজানো স্বাভাবিক বিষয়। তবে অপহরণের নাটক সাজানোর খবর শোনা যায় না। কিন্তু এ কাণ্ডই ঘটিয়েছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলার অষ্টম শেণিতে পড়ুয়া এক কিশোর। গ্রীষ্মকালীন ছুটির পর ক্লাসে ফিরতে চাইছিল না ওই কিশোর। একই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে ওই কিশোরের ছোটভাই, যার মাধ্যমে অপহরণের নাটক বাস্তবায়নের চেষ্টা করে সে। ছোট ভাই মোটামুটি পরিকল্পনা এগিয়ে নিয়েছিল; কিন্তু পরিবার পুলিশের দ্বারস্থ হলে পরিস্থিতি বদলে যায়। পুলিশ তদন্ত করে কিছু খুঁজে না পেয়ে ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে কথার মারপ্যাঁচে বড় ভাইয়ের পরিকল্পনার কথা জানিয়ে দেয় সে। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের নাটক সাজানো কিশোর ও তার এক বন্ধুকে পার্শ্ববর্তী অযোধ্যা শহর থেকে উদ্ধার করে। উদ্ধারের পর জানা যায় অপহরণ নাটক সাজানোর আসল কাহিনি। তারা জানায়, গ্রীষ্মের ছুটি শেষে আরও কিছুদিন ক্লাসে না যাওয়ার জন্য এমন কাণ্ড ঘটানো হয়। সূত্র : গাল্ফ নিউজ
০৮ জুলাই, ২০২৩

ক্লাস ফাঁকি দিতে কিশোরের অপহরণ নাটক!
বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে অনেক শিক্ষার্থীর মধ্যে। সেজন্য অসুস্থতার নাটক সাজানো স্বাভাবিক বিষয়। তবে অপহরণের নাটক সাজানোর খবর শোনা যায় না। কিন্তু এ কাণ্ডই ঘটিয়েছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলার অষ্টম শেণিতে পড়ুয়া এক কিশোর। গ্রীষ্মকালীন ছুটির পর ক্লাসে ফিরতে চাইছিল না ওই কিশোর। একই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে ওই কিশোরের ছোটভাই, যার মাধ্যমে অপহরণের নাটক বাস্তবায়নের চেষ্টা করে সে। ছোট ভাই মোটামুটি পরিকল্পনা এগিয়ে নিয়েছিল; কিন্তু পরিবার পুলিশের দ্বারস্থ হলে পরিস্থিতি বদলে যায়। পুলিশ তদন্ত করে কিছু খুঁজে না পেয়ে ছোট ভাইকে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে কথার মারপ্যাঁচে বড় ভাইয়ের পরিকল্পনার কথা জানিয়ে দেয় সে। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের নাটক সাজানো কিশোর ও তার এক বন্ধুকে পার্শ্ববর্তী অযোধ্যা শহর থেকে উদ্ধার করে। উদ্ধারের পর জানা যায় অপহরণ নাটক সাজানোর আসল কাহিনি। তারা জানায়, গ্রীষ্মের ছুটি শেষে আরও কিছুদিন ক্লাসে না যাওয়ার জন্য এমন কাণ্ড ঘটানো হয়। সূত্র : গালফ নিউজ
৩০ নভেম্বর, ০০০১
X