শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে গাড়ি পার্কিং করা যাবে না : ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর স্কুল ও মার্কেটের সামনে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। মহাখালী বাসস্ট্যান্ডের আশপাশে অবৈধভাবে যেসব গাড়ি পার্কিং করা থাকে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।  মঙ্গলবার (১৪ মে) দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা ও রোড সেফটি নিয়ে রাজধানীর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। রাস্তা পারাপারে সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার শৃঙ্খলা আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে আন্তঃজেলার বাসে নতুনভাবে চালু হওয়া গেটলক সিস্টেম ও মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার।
১৪ মে, ২০২৪

২০০ ঘোড়ার গাড়ি নিয়ে চেয়ারম্যান প্রার্থীর শোডাউন
মানিকগঞ্জের ঘিওরে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।‌ প্রার্থীরা সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্তে হ্যান্ডবিল, লিফলেট বিতরণ করে প্রচার চালাচ্ছে। তবে এবার ব্যতিক্রমী এক নির্বাচনী প্রচার করে নজরে এসেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শামীম মিয়া।‌ প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে ঘোড়ার গাড়ির বহর নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন তিনি।  শুক্রবার (১০ মে) দুপুরে চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকরা দুই শতাধিক ঘোড়া নিয়ে উপজেলার বালিয়াখোড়া, বানিয়াজুরী এবং নালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে প্রচার চালান। এ সময় রাস্তার দুই ধারে ভিড় জমান গ্রামের নারী,পুরুষ, বৃদ্ধসহ সব বয়সী মানুষ।  প্রচারে অংশ নেওয়া ঘোড়ার গাড়ির এক চালক বলেন, আমরা সকল ঘোড়ার গাড়িচালক ব্যক্তিগত উদ্যোগেই তার প্রচারে অংশ নিয়েছি।  তবে এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শামীম মিয়া।
১০ মে, ২০২৪

অর্থ নিয়ে দুই গাড়ি চালককে প্রশ্নপত্র দেন ডিজিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৎকালীন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মেজর তাইজ ইবনে আনোয়ার গোপনে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ছবি নিজের মোবাইলে তুলে নেন। পরে ফাঁস করা এ প্রশ্নপত্র প্রিন্ট করে অর্থের বিনিময়ে দুই গাড়িচালককে দেন। তারা আবার অন্য আসামিদের কাছে প্রশ্নপত্র বিক্রি করেন। রাজধানীর বিমানবন্দর থানায় নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুর রহমান কালবেলাকে বলেন, মামলাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপরাধের কোনো উপাদান ছিল না। আমরা সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পেনাল কোডের কয়েকটি ধারায় ৩০ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছি। আসামিরা ফাঁস হওয়া প্রশ্নপত্র প্রিন্ট করে অন্যদের কাছে বিক্রি করেছে। ২০২২ সালের ২৬ অক্টোবর প্রশ্নফাঁসের ঘটনায় বিমানবন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। তদন্ত শেষে গত বছরের ২২ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা লালবাগ বিভাগের পরিদর্শক আলমগীর হোসেন পাটোয়ারী আদালতে চার্জশিট জমা দেন। পরে গত বছরের ৭ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এ মামলার চার্জশিট আমলে গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ২২ এপ্রিল গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুর রহমান বিমানের তৎকালীন ডিজিএম মেজর তাইজ ইবনে আনোয়ারসহ ৩০ জনকে অভিযুক্ত করে অধিকতর চার্জশিট দাখিল করেন। তবে মামলার ঘটনা ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় না পড়ায় পেনাল কোডের ৪২০/৪০৩/৪০৬/৪১১/১০৯ ধারায় চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন—বিমানের শিডিউলিং সুপারভাইজার মাহবুব আলম শরীফ, সিকিউরিটি গার্ড আইউব উদ্দিন, এমটি অপারেটর মহসিন আলী, মিজানুর রহমান, ফারুক হোসেন, নজরুল ইসলাম, ফিরোজ আলম, জাহাঙ্গীর আলম, মো. মাসুদ, মো. মাহবুব আলী, এনামুল হক, মাহফুজুল আলম, ট্রাফিক হেলপার আল আমিন, আ. মালেক, আলমগীর হোসেন, গাড়িচালক আব্দুল্লাহ শেখ, সাজ্জাদুল ইসলাম, এমএলএসএস তাপস কুমার মণ্ডল, জাহিদ হাসান, হারুন অর রশিদ, সমাজু ওরফে সোবাহান, জাকির হোসেন, বিএফসিসি অপারেটর সুলতান হোসেন, মুরাদ শেখ ওরফে মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতারের গাড়িচালক ফারুক হোসেন, জুয়েল মিয়া, রাজিব মোল্লা, অফিস সহায়ক আওলাদ হোসেন ও হেলপার জাবেদ হোসেন। অধিকতর চার্জশিটে বলা হয়েছে, ২০২২ সালের ১৯ অক্টোবর আনোয়ারসহ নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন কমিটির চার সদস্য বিমানের জিএসই পদসহ অন্য পদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজ শুরু করেন। ওইদিন বিমানের বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল নাজমুল হুদা ও ইঞ্জিনিয়ার কায়সার জামান নিজেদের অংশের প্রশ্নপত্র পেনড্রাইভে নিয়ে আসেন। তার কিছু সময় পরে আনোয়ার জিএমের (অ্যাডমিন) রুমে আসেন। তারা প্রশ্নপত্র সেট করার পর মেজর তাইজ ইবনে আনোয়ারকে এর ভুলত্রুটি সংশোধনের জন্য দেখতে বলেন। তখন আনোয়ার বলেন, ল্যাপটপের স্ক্রিনে দেখতে সমস্যা হচ্ছে বলে প্রিন্ট কপি চান। তাকে প্রিন্ট কপি দেওয়া হলে তিনি ২০-২৫ মিনিট ধরে সোফায় বসে চেকব্যাক করেন। প্রশ্নপত্র চেকব্যাকের সময় মেজর আনোয়ার গোপনে মোবাইল ফোনে প্রশ্নটির ছবি তুলে নেন। পরে তিনি প্রশ্নের প্রিন্টকপি আসামি গাড়িচালক মাসুদ ও জাহাঙ্গীর আলমকে অর্থের বিনিময়ে সরবরাহ করেন। আসামি জাহাঙ্গীর ও মাসুদ অর্থের বিনিময়ে অন্য আসামিদের কাছে অর্থের বিনিময়ে নিয়োগপত্রের প্রশ্নপত্র বিক্রি করেন। মেজর আনোয়ার যে প্রশ্নপত্র ফাঁস করেন, সেটির কপি জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, মাহফুজুল আলম ও আওলাদ হোসেনের কাছে থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া প্রশ্নটির ছবি আসামি জাহাঙ্গীর, মাসুদ, হারুন, এনামুল, মাহফুজুল, জাহিদ, জাবেদেরও মোবাইল ফোনে পাওয়া যায়। এ ছাড়া ২০২২ সালের ২০ অক্টোবর সকালে বিমানের প্রধান কার্যালয়ে জুনিয়র অপারেটর (জিএসই) ক্যাজুয়াল পদের প্রশ্নপত্র ফটোকপির সময় এর ছবি তুলে নেন এমএলএসএস জাহিদ হাসান। পরে তা আওয়াদ ও সমাজুকে সরবরাহ করেন। অধিকতর চার্জশিটে আরও উল্লেখ করা হয়, আসামি জাহাঙ্গীর, আওলাদ ও মাসুদ তাদের জবানবন্দিতে সুনির্দিষ্টভাবে ঘটনা সংক্রান্তে আসামি তাইজ ইবনে আনোয়ারের সম্পৃক্ততা উল্লেখ করেছেন। দুই গাড়িচালক জাহাঙ্গীর ও মাসুদের সঙ্গে আনোয়ারের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ক্রয়/বিক্রয় সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ যোগাযোগের তথ্য রয়েছে। আসামি জাহাঙ্গীরের কাছে থেকে তিনটি ডায়েরি উদ্ধার করা হয়। যেখানে বিমানের নিয়োগ পরীক্ষায় চাকরি দেওয়ার নামে যে টাকা সংগ্রহ করা হয়েছে তার তথ্য রয়েছে। এ ছাড়া আসামি জাহাঙ্গীর, মাসুদ ও আনোয়ার নিজেদের মধ্যে এসব টাকা বণ্টন করে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
১০ মে, ২০২৪

আইএমএফের চাপে এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের চিন্তা
নির্বাচিত হওয়ার পর কোনোরকম শুল্ক ছাড়াই বিদেশ থেকে গাড়ি আমদানি করতে পারেন সংসদ সদস্যরা। তবে এবার আইনপ্রণেতাদের এমন সুবিধা বাতিলের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্কমুক্ত ব্যবস্থা তুলে দিয়ে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, মূলত আইএমএফের চাপের কারণেই সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা তুলে দেওয়ার পথে হাঁটছে এনবিআর। এনবিআরের সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধিরা শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিরোধিতা করেন। এ ছাড়া রাজস্ব ঘাটতি পূরণে এনবিআরের কী ধরনের প্রস্তুতি বা কৌশল, তা জানতে চান। এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘আইএমএফ সাধারণত শুল্কমুক্ত সুবিধার বিপক্ষে। তারা চায় সরকারের রাজস্ব আহরণ বাড়ানো হোক। এজন্য অব্যাহতি সুবিধা প্রত্যাহারের পরামর্শ দিয়েছে তারা। সবদিক বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে তুলনামূলক কম হারে শুল্ক আরোপ করা হতে পারে।’ তবে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা তুলে দেওয়ার চিন্তা শেষ পর্যন্ত কার্যকর হবে কি না—দুটি বৈঠকের সিদ্ধান্তের ওপর তা নির্ভর করছে। এর মধ্যে আগামী রোববার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এনবিআর চেয়ারম্যানসহ বাজেট সংশ্লিষ্টরা। এরপর আগামী ১৪ মে বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, আগামী (২০২৪-২৫) অর্থবছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানির শুল্কমুক্ত সুবিধা বাতিল করে নতুন করে শুল্কারোপ করার প্রস্তাব করা হতে পারে। এ ক্ষেত্রে শুল্কহার হতে পারে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। দেশে গাড়ি আমদানিতে বিদ্যমান শুল্ক হারের তুলনায় এটিও অনেক কম। বর্তমানে গাড়ি আমদানির জন্য সিসিভেদে ৮৯ শতাংশ থেকে ৮৫০ শতাংশ পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হয়। সেই হিসেবে একটি গাড়ির দাম ১ লাখ টাকা হলে সেটি আমদানির জন্য কমপক্ষে আরও ৮৯ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হয়। আর সর্বোচ্চ হার ধরা হলে শুল্ক দাঁড়ায় ৮ লাখ ৫০ হাজার টাকা। সূত্র আরও জানায়, আগামী ২০২৪-২৫ অর্থবছরে শুল্ক খাতে রাজস্ব আহরণ বাড়াতে হবে সাড়ে ৮ হাজার কোটি টাকা। এর মধ্যে বড় অংশ আসবে বকেয়া আদায় ও শুল্কহার পুনর্বিন্যাসের মাধ্যমে। এ ক্ষেত্রে কোনো ধরনের শুল্ক ছাড় চায় না আইএমএফ। বিভিন্ন খাতে বিদ্যমান শুল্ক অব্যাহতি তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে তারা।
০৯ মে, ২০২৪

প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে পুলিশের গাড়ি ভাঙচুর
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নির্বাচনে দায়িত্বরত এসআই বদিউজ্জামান দোয়াত-কলম মার্কার প্রার্থীর পক্ষে কাজ করছে- এমন অভিযোগ করে আনারস মার্কার সমর্থকরা। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আনারস মার্কার সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। কেন্দ্রে দায়িত্বরত এসআই বদিউর রহমানের ১টি বেসরকারি পালসার মোটরসাইকেল ও টুংগীপাড়া থানার বিভিন্ন ভোটকেন্দ্রের ডিউটি তদারকির দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপারের ব্যবহৃত সরকারি গাড়ির গ্লাস ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে আনারস মার্কার ৬ জন সমর্থকে আটক করে পুলিশ।  আটককৃতরা হলেন, উপজেলার গেমাডাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আশিক, শহীদ ফকিরের ছেলে মোহাম্মদ আলী, বাবর শেখের ছেলে আকাশ শেখ, দুলাল শেখের ছেলে ইয়াসিন সেখ, ফায়েক মোল্লা ছেলে আশিকুর রহমান ও শাহাজান মোল্লার ছেলে ইমন মোল্লা। পরবর্তীতে বিজিবি ও র‍‍্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার এসআই বদিউজ্জামান ও সহকারী প্রিসাইডিং অফিসার স্বপন কুমার বালাকে তাৎক্ষণিকভাবে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে আমি ছিলাম না। বিক্ষুপ্ত জনতা পুলিশের গাড়িতে  ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৮ মে, ২০২৪

অবৈধ স্টিকার ব্যবহারে ধরা ৩৬৩ গাড়ি
মোটরসাইকেলের সামনে দুটি স্টিকার। একটিতে লেখা প্রেস, অন্যটি একটি সরকারি প্রতিষ্ঠানের লোগো। চেকপোস্টে থামিয়ে পুলিশ চালকের পরিচয় জানতে চাইলে বলেন, তিনি সাংবাদিকও নন, ওই সংস্থায়ও চাকরি করেন না। প্রেস এবং সরকারি সংস্থার স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ। চেকপোস্টে যাতে ধরা পড়তে না হয়, সেজন্যই এমন স্টিকার ব্যবহার করছিলেন বলে স্বীকার করেন অভিযুক্ত চালক। গত বুধবার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে এমন বেশ কয়েকজন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গাড়িতে অবৈধভাবে স্টিকার ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ২৮ এপ্রিল নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এরপর একযোগে অভিযানে নামে ডিএমপির আট ট্রাফিক বিভাগ। গত ছয় দিনে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত স্টিকারযুক্ত এমন ৩৬৩টি গাড়ি পাওয়া যায়। সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ। পুলিশ বলছে, এই কয়েকদিন যাদের গাড়িতে অননুমোদিত স্টিকার পাওয়া গেছে, তাদের অধিকাংশের কাগজ ও ড্রাইভিং লাইসেন্স ঠিক নেই। সরকারি কর্মচারী, বিভিন্ন বাহিনী, সংস্থা এবং সাংবাদিক স্টিকার ব্যবহারের প্রধান কারণ চেকপোস্টের তল্লাশি এড়ানো। সাধারণত সন্দেহজনক মনে না হলে স্টিকারযুক্তদের খুব একটা চেক করা হয় না। আর এই সুযোগটাই নিতে চেয়েছে তারা। কিন্তু সাধারণ চালকদের পাশাপাশি অপরাধীরাও এ সুযোগ ব্যবহার করছে—এমন তথ্যে পুলিশ অভিযান শুরু করে। গতকাল রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ঢাকার রাস্তায় বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ, সাংবাদিকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামে অননুমোদিত স্টিকার ব্যবহার করা হচ্ছে। পেশাজীবীদের আত্মীয়স্বজনরাও অনেকে এমন কাজ করছেন। এসব স্টিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত নয়। জননিরাপত্তার স্বার্থে এগুলো এক ধরনের হুমকি মনে হয়। এসব ব্যবহার করে অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এসব মাথায় রেখেই ডিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগগুলো একযোগে অভিযান শুরু করে। তিনি আরও বলেন, অননুমোদিত স্টিকারযুক্ত ছাড়াও ফিটনেসবিহীন ৪৬১টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ ২ হাজার ৩৫০টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। ডিএমপির এ কর্মকর্তা বলেন, ঢাকা শহরে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নেই। তারপরও যত্রতত্র পার্কিং না করতে এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা না করতে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। কেউ অনিয়ম করলে জরিমানা ও মামলা দেওয়া হচ্ছে। ট্রাফিক নিয়ন্ত্রণে এআই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে মেহেদী হাসান বলেন, গুলশানে প্রযুক্তিটির ব্যবহার করে ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে, যা উত্তর সিটি পরিচালনা করছে। শিগগির এটি ট্রাফিক বিভাগের সঙ্গেও ইন্টিগ্রেটেড হবে। ঢাকা শহরের অন্যান্য সড়কেও এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আছে।
০৬ মে, ২০২৪

কুবি কোষাধ্যক্ষের গাড়ি আটকে দিল শিক্ষক সমিতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণার পর এবার দাবি আদায়ে কোষাধ্যক্ষের গাড়ি আটকে দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গাড়ি আটকে দেওয়া হয়।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় প্রধান ফটকে তালা দিয়ে গাড়ি আটকে দেন শিক্ষক সমিতির নেতারা। এ সময় কোষাধ্যক্ষকে সঙ্গ দিতে আসেন উপাচার্যপন্থি কয়েকজন শিক্ষক। তখন কোষাধ্যক্ষ গাড়ি থেকে বের হয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলা শুরু করলে চলমান দাবি নিয়ে আলোচনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এ সময় আইকিউসির পরিচালক অধ্যাপক রশিদুল ইসলাম শেখ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহেরকে মারতে যান। সাবেক শিক্ষার্থী ও  চাকরিপ্রার্থীরা শিক্ষকদের সঙ্গে উচ্চবাচ্য করেন। সাবেক শিক্ষার্থীদের এমন আচরণে প্রক্টরিয়াল বডি নীরব ভূমিকা পালন করলেও সন্ধ্যায় শিক্ষকরা মূল ফটকে চেয়ার নিয়ে বসলে প্রক্টর এসে বাধা দেন। এ সময় একজন নারী শিক্ষকের সঙ্গে উচ্চবাচ্য করতে দেখা যায় তাকে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান বলেন, আমরা নির্বাচিত শিক্ষক সমিতি যখন উপাচার্যের কার্যালয়ে যাই, তিনি গণতান্ত্রিক শিক্ষক সমিতিকে মানেন না বলে জানান। আমরা উপাচার্যের রুমে থাকা অবস্থায় রুমের দরজায় হামলা হলেও কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়নি প্রক্টরিয়াল বডি। উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক নাকি জামায়াতের। তাহলে আমি উপাচার্যকে প্রশ্ন করি, স্যার সিমাগো র‍্যাঙ্কিংয়ে যে আগালো এটা কি জামায়াতের অবদান? বিশ্ববিদ্যালয় থেকে অবৈধভাবে ইনক্রিমেন্ট নেন উপাচার্য, তিনি তা স্বীকারও করেছেন। বিশ্ববিদ্যালয়কে তিনি ভোগের জায়গা বানিয়েছেন। এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহের বলেন, ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনার জন্য আমরা কার্যালয়ের তালা খুলে দেই। পরে আবার কার্যালয়ে তালা দেই। তাকে বলি, স্যার আপনি এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহার করতে পারবেন না। তখন ওনি গাড়ি থেকে নামেন। এরপর আমাদের সাধারণ সম্পাদক ওনার সঙ্গে কথা বলতে গেলে আইকিউএসির ডিরেক্টর আমার দিকে মারার জন্য তেড়ে আসেন। তিনি বলেন, সন্ধ্যায় যখন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আমরা শিক্ষকরা অবস্থান নেই তখন প্রক্টর এসে বাধা দেন। একজন নারী সহকর্মীর সঙ্গেও উচ্চবাচ্য করেন। শিক্ষকদের সঙ্গে যখন কিছু সাবেক শিক্ষার্থীরা উচ্চবাচ্য করেন তখন প্রক্টরিয়াল বডির সদস্যরা নীরব ভূমিকা পালন করেন।  এ বিষয়ে কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, এখন কোনো কথা নাই। ইউ আর ওয়েল এক্সপেরিয়েন্সড অ্যাবাউট ইট। উপাচার্য অধ্যাপক আব্দুল মঈনকে ট্রেজারারের গাড়ি আটকে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার পদক্ষেপে ওরা সাড়া দেয় না।
২৭ এপ্রিল, ২০২৪

দীর্ঘ সময় গাড়ি চালিয়ে ক্লান্ত চালকের চোখে ছিল ঘুম
ঈদের পর দীর্ঘ সময় বাস চালানোয় ক্লান্ত ছিলেন চালক খোকন মিয়া। চোখে ছিল ঘুম। এসবসহ চারটি কারণ উল্লেখ করা হয়েছে ১৬ এপ্রিল ফরিদপুরের দিকনগরে বাস-পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদনে। গত রোববার রাতে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছে এ প্রতিবেদন দাখিল করা হয়। দুর্ঘটনার পর গঠিত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকের নেতৃত্বাধীন সাত সদস্যের তদন্ত কমিটি এ প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে, ঈদের পর দীর্ঘ সময় বাসচালকের গাড়ি পরিচালনায় ক্লান্তি ও চোখে ঘুম, যান দুটির অধিক গতি, মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা এবং অটোরিকশার উপস্থিতি। গত ১৬ এপ্রিল ফরিদপুরের কানাইপুরের দিকনগরে ঢাকা-খুলনা মহাসড়কে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর থেকে বাসের চালক পলাতক ছিলেন। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থেকে রোববার পলাতক বাসচালক খোকন মিয়াকে আটক করে র্যাব-১০। গতকাল ফরিদপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে চালককে আটকের তথ্য জানান কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার। খোকন মিয়া কোটচাঁদপুর বাজে বামনদাহ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি আরও জানান, দুর্ঘটনার দিনে ঘুম চোখে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
২৩ এপ্রিল, ২০২৪

২৪ ঘণ্টায় ৩৫ গাড়ি ডাম্পিং
দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ( বিআরটিএ)। সোমবার (২২ এপ্রিল) দেশব্যাপী পরিচালনা করা  কোর্টে ৩৫টি গাড়িকে ডাম্পিং করা হয়েছে। এছাড়া এ সময়ে ৪৪৯টি মামলা হয়েছে।  সূত্র জানিয়েছে, বিআরটিএ'র সদর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন,করিমন,থ্রি হুইলার,ফিটনেসবিহীন মোটরযান,লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পীড নিয়ন্ত্রণে সোমবার দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  জানা গেছে, বিআরটিএ'র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও  জাতীয় মহাসড়কে  পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ সময়ে  মোট ৪৪৯ টি মামলা হয়েছে। এতে করে এ সময়ে নয় লাখ উনিশ হাজার সাতশত  টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া চারজন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয় ও  ৩৫ টি গাড়ীকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
২৩ এপ্রিল, ২০২৪

গাড়ি ফেরত না পেয়ে বিদিশার মামলা, চালক রিমান্ডে
নিজের মালিকানাধীন গাড়ি ফেরত না পেয়ে রাজধানীর গুলশান থানায় মামলা করেন সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক। তার করা মামলায় গ্রেপ্তার চালক মোর্শেদ মঞ্জুর রুবেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  সোমবার (২২এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানিয়েছেন। এদিন আসামি রুবেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক হাফিজুর রহমান। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয়েছে, শাহাতা জারাব এরশাদ এরিকের ব্যক্তিগত সহকারী হিসাবে দেখাশোনা করতেন আসামি মোর্শেদ মঞ্জুর রুবেল। মাঝে মাঝে তিনি বিদিশা সিদ্দিকের গাড়ি ড্রাইভ করতেন। গত বছরের আগস্ট মাসের ২৮ বা ২৯ তারিখে বিদিশার মালিকানাধীন ৯০ লাখ টাকা মূল্যের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান। গাড়িটি বাসায় পৌঁছাতে দেরি হচ্ছে কেন জিজ্ঞাসা করলে মোর্শেদ মঞ্জুর তাকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করতে থাকেন। গাড়ি কোথায় আছে জিজ্ঞাসা করলে কখনো তার বসুন্ধরার বাসার নিচে রেখেছে, কোনো সময় উত্তরাতে রেখেছে বলে জানান।  বিষয়টি বিদিশার সন্দেহজনক মনে হলে গত ২৪ মার্চ গাড়ি ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য বললে তখন সে গাড়ি কুমিল্লার কান্দিরপাড় নামকস্থানে রয়েছে বলে জানান। তার এমন অসংলগ্ন কথাবার্তায় বিদিশা ধারণা করেন, সে তার গাড়ি আত্মসাৎ করেছে। পরে গাড়ির বিষয়ে পুলিশের নিকট অভিযোগ করলে বিদিশা ও তার ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন করাসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ২৭ মার্চ রাজধানীর গুলশান থানায় বিদিশা সিদ্দিক বাদী হয়ে মামলা করেন।
২২ এপ্রিল, ২০২৪
X