চাঁদের গাড়ি খাদে পড়ে ঢাবি শিক্ষার্থীসহ ২ পর্যটক নিহত
বান্দরবানের রুমা-কেওক্রাডং সড়কে চাঁদের গাড়ি পাহাড়ি খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কেওক্রাডং থেকে রুমায় আসার পথে আধা মাইল দূরে টার্নিং পযেন্টে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ‘নারীর চোখে বিশ্ব’ নামের একটি সংগঠনের হয়ে কেওক্রাডং ভ্রমণে গিয়েছিলেন ওই পর্যটকরা। পরে সবাই চাঁদের গাড়ি করে কেওক্রাডং থেকে রুমায় ফিরছিলেন। নিহতরা হলেন, মাগুরার বাসিন্দা ফিরোজা বেগম (৫৩), ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পরীক্ষার্থী জয়নব (২৪)। আহতরা হলেন, আঞ্জুমা হক (৩৫), মোছা. রিজভী (৩৪), রাফাল (১১), তার মা রুপা (৪৩), তাহমিদা (২৩), তাজনিন (২৪). আন্জুমান হক (৩৫), ইতু (১৬), স্বর্না (২৩) ও ডা. মাজিলা হক। তাদের অনেকের বাড়ি কুষ্টিয়ায়। আহত ডা. মাজিলা হক জানান, বিভিন্ন জায়গা থেকে মোট ৫৭ জন তিনটি জিপ গাড়ি (চাঁদের গাড়ি) করে পর্যটনস্পট কেওক্রাডং থেকে ফিরছিলাম, তখন পথে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার সময় পিছনের গাড়িতে থাকা গাইড ও প্রত্যক্ষদর্শী সিয়ামথাং বম বলেন, আমাদের সামনে গাড়ি ড্রাইভার খুব দ্রুতগতিতে চালাচ্ছিল। দুর্ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক রয়েছেন।  মুনথাং বম নামের অপর গাইড বলেন, মোট ৫৭ জন পর্যটকের মধ্যে সকালে ৩৭ জন জিপ গাড়ি করে ফিরছিল। আর বাকি ২০ জন কেওক্রাডংয়ে থেকে যায়। সকালে যারা ফিরছিল, ওই গাড়িটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার পাহাড়ি খাদে পড়ে যায়।  রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তন্ময় মজুমদার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগে সড়কেই আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। আতহ ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রুমা থানা পুলিশের এসআই মিদন বলেন, ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২০ জানুয়ারি, ২০২৪

মুন্সীগঞ্জে প্রশিক্ষণ গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ৩
মুন্সীগঞ্জে একটি ড্রাইভিং প্রশিক্ষণ কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে প্রশিক্ষণার্থী কাওসার আহমেদ (২৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। নিহত কাওসার আহমেদ মুন্সীগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে। তিনি বিদেশে যাওয়ার জন্য গাড়ি চালানো শিখছিলেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের তালেশ্বরে এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ড্রাইভিং প্রশিক্ষণ কারটি প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ দেওয়া অবস্থায় তালেশ্বর থেকে মুন্সীগঞ্জের কাটাখালির দিকে আসছিল। পথে তালেশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে প্রশিক্ষক ড্রাইভারসহ আহত হন চারজন। স্থানীয়রা এদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান বলেন, এই ঘটনায় গুরুতর চারজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২৫ ডিসেম্বর, ২০২৩

লাদাখে সেনাবহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ৯
ভারতের কেন্দ্র নিয়ন্ত্রিত অঞ্চল লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসার (জেসিও) রয়েছেন। খবর এনডিটিভির।  দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর একটি গাড়ি লাদাখের সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায়। এতে  ৯ সেনাসদস্য নিহত হন।  সংবাদমাধ্যম সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, শনিবার (১৯ আগস্ট) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে লাদাখের লিহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। কিয়ারিতে ভারতীর সেনাবাহিনীর একটি বিভাগীয় সদর দপ্তর রয়েছে।  সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবহরে পাঁচটি গাড়ি ছিল। এরমধ্যে খাদে পড়া গাড়িটিতে ১০ সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে।  ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন কমিশনার ও বাকিরা সেনাবাহিনীর নওজোয়ান। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   
১৯ আগস্ট, ২০২৩
X