মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জ জেলা আ.লীগের সহসভাপতি নিহত
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ (গামা) মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫টার দিকে শহরের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে স্বাস্থ্যের অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় সড়ক পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা আওয়ামী ও জেলা আইনজীবী সমিতি শোকাহত বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস হোসেন ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জিলকদর। নিহত অ্যাডভোকেট রণজিৎ কুমার বাড়ৈ (গামা) টুঙ্গিপাড়া উপজেলার রূপাহাটি গ্রামের কালীপদ বাড়ৈয়ের ছেলে।  নিহতের ভাই মনীন্দ্রনাথ বাড়ই জানান, নিজ প্রতিষ্ঠিত নির্মাণাধীন শেখ ফজলুল করিম সেলিম ল কলেজ থেকে বাসায় ফিরছিলেন তিনি। মহাসড়কের মান্দার তলা এলাকায় গেলে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে তার স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালগঞ্জ জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শহরের মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘাতক মোটরসাইকেল আরোহীকে তদন্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান চলছে। 
২৩ মার্চ, ২০২৪

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
দুই দিনের সফরে গোপালগঞ্জ সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর গোপালগঞ্জে এটিই তার প্রথম সফর।  শনিবার (১৩ জানুয়ারি) সকালে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। দুই দিনের এই সফরে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরাও সরকারপ্রধানের সঙ্গে থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন বঙ্গবন্ধুকন্যা। পরদিন রোববার সকালে কোটালীপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ। নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়। এরপর ১০ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সংসদ্যরা এবং পরদিন ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নির্বাচনে জয়ের পর শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। এ ছাড়া নির্বাচনের পরদিনই রাশিয়া, জাপান, সৌদি আরব, আরব আমিরাত, চীন, ভারতসহ প্রায় ৩০ দেশের রাষ্ট্রদূত গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
১৩ জানুয়ারি, ২০২৪

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জ সফরে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর আগামী শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জ যাবেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার (১৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। আজ সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ সময় প্রায় ১৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।   এর আগে গতকাল বুধবার সকাল ১০টার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ হয়। সংসদ ভবনের নিচতলায় পর্যায়ক্রমে আওয়ামী লীগ, স্বতন্ত্র ও জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন। ওই দিন দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সেই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন তিনি
১১ জানুয়ারি, ২০২৪

রেকর্ড ভোটে বিজয়ী শেখ হাসিনা
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে রেকর্ড ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে  জয়লাভ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আসনে মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। নির্বাচনে মোট ২ লাখ ৫৩ হাজার ১৬৯ জন ভোটার ভোট প্রদান করেন। রোববার (৭ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম এ ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নৌকা প্রতীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট। শেখ হাসিনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামউদ্দিন একতারা প্রতীকে ৪৬৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম আম প্রতীকে ৪৬০ ভোট, জাকের পার্টির মাহবুব মোল্লা গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. শহীদুল ইসলাম মিন্টু ডাব প্রতীকে পেয়েছেন ১২২ ভোট ও গণফ্রন্ট পার্টির সৈয়দা লিমা হাসান মাছ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।  
০৭ জানুয়ারি, ২০২৪
X