জয়পুরহাটে চলন্ত ট্রেনে আগুন
রাজশাহী থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। জামালগঞ্জ থেকে ছেড়ে আসার পর চলন্ত ট্রেনটি আগুনে জ্বলন্ত অবস্থায় জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। আগুনে ট্রেনটির একটি বগির কয়েকটি সিট পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন জানান, ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দেয়। জয়পুরহাট স্টেশনে ট্রেনটি পৌঁছলে আগুন জ্বলতে দেখা যায়। রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে। জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে পৌঁছে।
১৬ ডিসেম্বর, ২০২৩

গুজরাটে চলন্ত ট্রেনে আগুন
ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটে একটি চলন্ত ট্রেনে আগুন লেগেছে। শনিবার বিকেলে গুজরাটের ভালসাদের এলাকায় ট্রেনটিতে হঠাৎ আগুন লেগে যায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, বিকেলে হমসফর এক্সপ্রেসে অগ্নিকাণ্ড ঘটে। এতে ট্রেনের তিনটি কামরা পুড়ে গেছে। আনন্দবাজারে এ প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রেনে আগুন লাগলেও যাত্রীদের নিরাপদে নামিয়ে এনেছে কর্মকর্তারা।  Breaking News A tense moment on the tracks as a fire erupted on the Humsafar Express in Gujarat's Valsad. Thankfully, all passengers have been safely evacuated. Kudos to the quick response teams! #HumsafarExpress #Gujarat #SafetyFirst pic.twitter.com/xqkfQCDqI2 — pawan malhotra (@malhotrapawan69) September 23, 2023 সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে ট্রেনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।     
২৩ সেপ্টেম্বর, ২০২৩
X