শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
আবারও আকাশে দাপট দেখাল তুরস্কের জঙ্গিবিমান
আবারও আকাশে নিজের দাপদ দেখাল পঞ্চম প্রজন্মের তুর্কি জঙ্গিবিমান ‘কান’। সোমবার তুরস্কের আকাশে টানা ১৪ মিনিট উড়ে বেড়ায় যুদ্ধবিমানটি। তুর্কি প্রতিরক্ষা শিল্পের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে ১০ হাজার ফুট উচ্চতায়, ২৩০ নট তথা ৩২৬ কিলোমিটার গতিতে পৌঁছেছিল কান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো আকাশে উড্ডয়ন করে তুরস্কের এ জঙ্গিবিমান।  ন্যাটো সদস্য তুরস্ক ২০১৬ সালে একটি জাতীয় জঙ্গিবিমান তৈরির জন্য প্রকল্প হাতে নেয়। এরপর ২০১৭ সালে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ব্রিটেনের বিএই সিস্টেমের সঙ্গে ১২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে।   এটি মূলত এয়ার ফোর্সেস কমান্ডের পুরোনো এফ-১৬ বহরকে প্রতিস্থাপন করার উদ্দেশ্যে করা হয়েছে। বলা হচ্ছে, ২০৩০ সাল থেকে নিজেদের এফ-১৬ বহরকে পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা নিয়েছে তুরস্ক। তুরস্কের এ জঙ্গিবিমানটি প্রাথমিকভাবে দুটি জেনারেল ইলেকট্রিক এফ-১১০ ইঞ্জিন দ্বারা চালিত হবে, যা চতুর্থ প্রজন্মের লকহিড মার্টিন এফ-১৬ জঙ্গিবিমানেও ব্যবহার করা হয়ে থাকে। তবে ২০২৮ সাল থেকে এ বিমানে নিজেদের তৈরি ইঞ্জিন ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আঙ্কারা।
০৭ মে, ২০২৪
X